ডাব্লিউডাব্লিউএফ কানাডিয়ান চ্যাম্পিয়নশিপ

পেশাদার কুস্তির বিলুপ্ত শিরোপা

ডাব্লিউডাব্লিউএফ কানাডিয়ান চ্যাম্পিয়নশিপ (বাংলাঃ ডাব্লিউডাব্লিউএফ কানাডিয় শিরোপা) পেশাদার কুস্তি সংস্থা ওয়ার্ল্ড রেসলিং ফেডারেশন(ডাব্লিউডাব্লিউএফ) (বর্তমানে ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্ট - ডাব্লিউডাব্লিউই) কর্তৃক প্রবর্তিত একটি স্বল্পকালীন শিরোপা ছিল।[] বর্তমানে লুপ্ত শিরোপাটি ১৯৮৫ সালের ১৮ আগস্ট প্রতিষ্ঠা করা হয়।[] ডিনো ব্রাভো এই শিরোপার একমাত্র বিজেতা।[] ১৫৭ দিন সক্রিয় রাখার পর ১৯৮৬ সালের ২২ আগস্ট ডাব্লিউডাব্লিউএফ শিরোপাটি নিষ্ক্রিয় ও পরিত্যক্ত ঘোষণা করে।[][]

ডাব্লিউডাব্লিউএফ কানাডিয়ান চ্যাম্পিয়নশিপ
বেল্টের নকশা
তথ্য
সংস্থাওয়ার্ল্ড রেসলিং ফেডারেশন
প্রতিষ্ঠা১৮ আগস্ট, ১৯৮৫
অবসর২২ জানুয়ারি, ১৯৮৬

ইতিহাস

সম্পাদনা

১৯৮৫ সালে ডাব্লিউডাব্লিউএফ-এর কর্ণধার ভিন্স ম্যাকম্যান কানাডার পূর্বাঞ্চলে ডাব্লিউডাব্লিউএফ-এর অনুষ্ঠান সমূহের প্রচার সম্প্রসারণ ও কানাডিয় ভক্তসংখ্যা বৃদ্ধির লক্ষ্যে মন্ট্রিয়ল ভিত্তিক কুস্তি সংস্থা ইন্টারন্যাশনাল রেসলিং(লুত ইন্টারনেশনালে) -এর সকল সম্পদ ও সত্ত্ব কিনে নেন। ডিনো ব্রাভো সদ্য সাবেক হওয়া ইন্টারন্যাশনাল রেসলিং-এর সেরা ও জনপ্রিয় কুস্তিগির ছিলেন। ডাব্লিউডাব্লিউএফ ডিনো ব্রাভোর জনপ্রিয়তা কাজে লাগিয়ে কানাডিয় দর্শক সংখ্যা বৃদ্ধির কৌশল গ্রহণ করেছিল। তারা ডিনো ব্রাভোকে শিরোপাটি পুরস্কার হিসেবে দেয়। এই শিরোপা রক্ষার লড়াই শুধুমাত্র কানাডার বিভিন্ন শহরে ডাব্লিউডাব্লিউএফ-এর 'হাউজ শো' গুলিতে অনুষ্ঠিত হতো। এই শিরোপার কথা তাদের টেলিভিশন অনুষ্ঠান গুলিতে কদাচিৎ উল্লেখ করা হতো।[] ১৯৮৬ সালের জানুয়ারিতে ডিনো ব্রাভো ডাব্লিউডাব্লিউএফ ছেড়ে গেলে শিরোপাটি পরিত্যক্ত করা হয়।[]

শিরোপাধারী ও শিরোপা সংখ্যা

সম্পাদনা
টীকা
নং সামগ্রিক রাজত্বের সংখ্যা
রাজত্ব নির্দিষ্ট চ্যাম্পিয়নের জন্য রাজত্বের নম্বর
দিন চ্যাম্পিয়ন থাকার দিন
নং চ্যাম্পিয়ন চ্যাম্পিয়নশিপ পরিবর্তন রাজত্বের পরিসংখ্যান টীকা সূত্র
তারিখ অনুষ্ঠান অবস্থান রাজত্ব দিন
ডিনো ব্রাভো ১৮ আগস্ট ১৯৮৫ হাউজ শো মন্ট্রিল, কুইবেক, কানাডা ১৫৭   []
নিষ্ক্রিয় ২২ জানুয়ারি ১৯৮৬ ডিনো ব্রাভো ডাব্লিউডাব্লিউএফ ছেড়ে গেলে শিরোপা পরিত্যক্ত করা হয়। []

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Martin, Jacques (২০১৭-০৬-২৯)। "6 Absurd Wrestling Championships You Won't Believe Existed"WhatCulture.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০৬-৩০ 
  2. Royal Duncan & Gary Will (২০০৬)। Wrestling Title Histories (৪র্থ সংস্করণ)। Archeus Communications। আইএসবিএন 0-9698161-5-4 
  3. Dilbert, Ryan (২০১২-০৪-২৪)। "WWE: Looking at the Defunct Championships You've Probably Never Heard Of"Bleacher Report (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০৬-৩০ 
  4. Puckering, Dean (২০১৩-০২-১৭)। "Title Histories - WWE - WWF Canadian Championship"The Wrestling Movement (ইংরেজি ভাষায়)। ২০২০-০৭-০২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৬-৩০ 

বহিঃসংযোগ

সম্পাদনা