ডাব্লিউডাব্লিউএফ ইন্টারকন্টিনেন্টাল ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ
পেশাদার কুস্তির বিলুপ্ত শিরোপা
দ্য ডাব্লিউডাব্লিউএফ ইন্টারকন্টিনেন্টাল ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ (বাংলাঃডাব্লিউডাব্লিউএফ আন্তঃমহাদেশীয় ট্যাগ টিম শিরোপা) যুক্তরাষ্ট্রের পেশাদার কুস্তি সংস্থা ওয়ার্ল্ড রেসলিং ফেডারেশন - ডাব্লিউডাব্লিউএফ(বর্তমানে ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্ট) কর্তৃক প্রবর্তিত একটি স্বল্পকালীন ট্যাগ টিম শিরোপা ছিল। সংস্থাটির সাথে জাপানের কুস্তি সংস্থা ইউনিভার্সাল লুচা লিব্রে (ইউডাব্লিউএফ)-এর সাথে কর্মসম্পর্ক স্থাপন উপলক্ষে ১৯৯১ সালের ৭ জানুয়ারি এই শিরোপাটির প্রবর্তন এবং পেরো আগুয়েয়ো ও গ্রান হামাদা'র ট্যাগ টিমকে পুরস্কার হিসেবে দেয়া হয়েছিল।এই শিরোপা রক্ষার কোন লড়াই যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হয়নি। ইউডাব্লিউএফ-এর সাথে ডাব্লিউডাব্লিউএফ কর্মসম্পর্ক ছিন্ন করলে ১৯৯১ সালের জুলাই মাসে শিরোপাটি পরিত্যক্ত হয়। [১]
ডাব্লিউডাব্লিউএফ ইন্টারকন্টিনেন্টাল ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
তথ্য | |||||||||||||
সংস্থা | ওয়ার্ল্ড রেসলিং ফেডারেশন | ||||||||||||
প্রতিষ্ঠা | ৭ জানুয়ারি, ১৯৯১ | ||||||||||||
অবসর | জুন, ১৯৯১ | ||||||||||||
|
শিরোপার ইতিহাস
সম্পাদনানং | সামগ্রিক রাজত্বের সংখ্যা |
---|---|
রাজত্ব | নির্দিষ্ট চ্যাম্পিয়নের জন্য রাজত্বের নম্বর |
দিন | চ্যাম্পিয়ন থাকার দিন |
নং | চ্যাম্পিয়ন | চ্যাম্পিয়নশিপ পরিবর্তন | রাজত্বের পরিসংখ্যান | টীকা | সূত্র | |||
---|---|---|---|---|---|---|---|---|
তারিখ | অনুষ্ঠান | অবস্থান | রাজত্ব | দিন | ||||
১ | পেরো আগুয়েয়ো ও গ্রান হামাদা | ৭ জানুয়ারি ১৯৯১ | প্র.না. | প্র.না. | ১ | অনিশ্চিত | পুরস্কার সরূপ দেয়া হয়। | [২] |
— | নিষ্ক্রিয় | জুলাই ১৯৯১ | — | — | — | — | জুলাই, ১৯৯১-এ জাপানের ইউডাব্লিউএফ জাপান-এর সাথে কর্মসম্পর্ক ছিন্ন করলে শিরোপাটি পরিত্যক্ত হয়। |
আরো দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনাবহিঃসংযোগ
সম্পাদনা- ডাব্লিউডাব্লিউই'র নিষ্ক্রিয় শিরোপার ইতিহাস ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৮ ফেব্রুয়ারি ২০১২ তারিখে