ডাব্লিউডাব্লিউই এলিমিনেশন চেম্বার

ডাব্লিউডাব্লিউই এলিমিনেশন চেম্বার হল কানেকটিকাট-ভিত্তিক পেশাদার কুস্তি প্রচার ডাব্লিউডাবিই দ্বারা প্রযোজিত একটি পেশাদার কুস্তির অনুষ্ঠান এটি শুধুমাত্র পে-পার-ভিউ (পিপিভি) এবং লাইভস্ট্রিমিং পরিষেবা, ময়ূর এবং ডাব্লিউডাব্লিউই নেটওয়ার্ক মাধ্যমে পাওয়া যায়। এই অনুষ্ঠানটি ২০১০ সালে প্রতিষ্ঠিত হয়, বার্ষিক ফেব্রুয়ারি পিপিভি হিসাবে নো ওয়ে আউট-এর পরিবর্তে। ইভেন্টের ধারণাটি হল যে, চ্যাম্পিয়নশিপ বা ভবিষ্যতের সুযোগ ঝুঁকির মধ্যে রেখে এলিমিনেশন চেম্বার ভিতরে এক বা দুটি প্রধান ইভেন্ট ম্যাচ অনুষ্ঠিত হয়। এলিমিনেশন চেম্বার ম্যাচটি ২০০২ সালে তৈরি করা হয়েছিল এবং ২০১০ সালে নাম-গ্রহণ ইভেন্ট প্রতিষ্ঠার আগে অন্যান্য ডাব্লিউডাব্লিউই পে-পার-ভিউতে অনুষ্ঠিত হয়েছিল।[]

ডাব্লিউডাব্লিউই এলিমিনেশন চেম্বার
ডাব্লিউডাব্লিউই এলিমিনেশন চেম্বারের লোগো ২০২৩ সাল থেকে ব্যবহৃত হয়েছে
প্রতিষ্ঠাতাট্রিপল এইচ
এরিক বিশফ
সংস্থাডাব্লিউডাব্লিউই
প্রথম অনুষ্ঠান২০১০
বিশেষায়িত ম্যাচএলিমিনেশন চেম্বার ম্যাচ

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "WWE presents Elimination Chamber"World Wrestling Entertainment। ডিসেম্বর ১০, ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ডিসেম্বর ২০, ২০০৯ 

বহিঃসংযোগ

সম্পাদনা