ডানাং

ভিয়েতনামী মহানগর

ডানাং হল ভিয়েতনাম এর দক্ষিণ মধ্য উপকূল প্রদেশের প্রধান শহর এবং জনসংখ্যার দিক দিয়ে এটি ভিয়েতনামের শ্রেণী-১ পৌরসভা এবং পঞ্চম বৃহত্তম শহর। এই শহরটি হান নদী তীরে দক্ষিণ চিন সাগরের তীরে অবস্থিত। শহরটি দেশের মধ্য অংশের প্রধান শহর ও অর্থনীতির কেন্দ্র। এই শহর থেকে ১০০ কিলোমিটার দূরের বিশ্ব ঐতিহ্য ইম্পিরিয়াল শহর হুই অবস্থিত। শহরটি ভিয়েতনাম যুদ্ধের প্রধান কেন্দ্র ছিল। শহরটিতে শিল্পের বিকাশ ঘটেছে। দেশের তৃতীয় বৃহত্তম ডানাং বন্দর এই শহরেই অবস্থিত। এই ।[] এছাড়া এখানে ডানাং আন্তর্জাতিক বিমানবন্দর[] রয়েছে। এই বিমানবন্দর থেকে দেশর বিভিন্ন শহরে বিমান পরিসেবা চালু রয়েছে। শহরটি রাজ্যের জিডিপির ৫৭ শতাংশ এর বেশির অবদান রাখে। শহরের পশ্চিম দিকে পাহাড় ও উচ্চ ভূমি যুক্ত।

ডানাং
ডাকনাম: সিটি ওফ ব্রিজ , সিটি ওফ হান রিভার
স্থানাঙ্ক: ১৬°০২′ উত্তর ১০৮°১৩′ পূর্ব / ১৬.০৩৩° উত্তর ১০৮.২১৭° পূর্ব / 16.033; 108.217
দেশভিয়েতনাম
অঞ্চলদক্ষিণ মধ্য উপকূল
কেন্দ্রীয় জেলাহাই চিউ
সরকার
 • কমিউনিস্ট পার্টির সম্পাদকচুং কোয়াং ঘিয়া
 • পিপলস কাউন্সিলের চেয়ারম্যানগুইন নহো চুং
 • পিপলস কমিটির সভাপতিহুইন ডুক থো
আয়তন
 • মোট১,২৮৫.৪ বর্গকিমি (৪৯৬.৩ বর্গমাইল)
জনসংখ্যা (২০১৯)১১,৩৪,৩১০[]
সময় অঞ্চলআইসিটি (ইউটিসি+০৭:০০)
অঞ্চল কোড২৩৬
আইএসও ৩১৬৬ কোডভিএন-ডিএন
ওয়েবসাইটwww.danang.gov.vn

১৯৯৭ সালের ১ জানুয়ারী, ডানাং শহরকে কোয়েং নাম প্রদেশ থেকে পৃথক হয়ে ভিয়েতনামের চারটি কেন্দ্রীয় নিয়ন্ত্রিত পৌরসভায় পরিণত করা হয়। ডানাং প্রথম শ্রেণির শহর হিসাবে মনোনীত[] এবং এই শহরে ভিয়েতনামের অন্য প্রদেশ বা কেন্দ্রীয় শাসিত শহরগুলির তুলনায় উচ্চতর নগরায়নের অনুপাত রয়েছে।[]

অবস্থান

সম্পাদনা

ডানাং বা ডা নাং শহরটি ভিয়েতনামের মধ্য ভাগে উপকূল এলাকায় অবস্থিত। শহরটির পশ্চিম উত্তর ভাগ পাহার ও উচ্চ ভূমি যুক্ত। এই শহরটি দেশের রাজধানী শহর হ্যানয় থেকে ৭৫৯ কিলোমিটার দূরে অবস্থিত এবং দেশের বাণিজ্যিক বা অর্থনীতির রাজধানী হোচিমিন শহর থেকে ৯৮০ কিলোমিটার দূরে অবস্থিত। ডানাং শহরটি হান নদীর মহনায় গড়ে উঠেছে।

ভূপ্রকৃতি

সম্পাদনা

ডানাং বা ডা নাং শহর ভিয়েতনামের পূর্বে উপকূল এলাকায় সমুদ্র তীরে অবস্থিত। শহরটির পশ্চিম-উত্তর ভাগ এর উচ্চতা বেশি এবং পূর্ব এলাকার উচ্চতা কিছুটা কম। পশ্চিম-উত্তর উচ্চতা ৭০০ মিটার থেকে ১৫০০ মিটারের মধ্যে। পূর্ব এলাকার উচ্চতা ০ থেকে ৫০ মিটার বা তার কিছু বেশি। শহরের মাঝদিয়ে হান নদী বাহিত হয়েছে। এই নদীর মোহনাতেই ডানাং শহর ও বন্দরটি অবস্থিত।

ইতিহাস

সম্পাদনা

ডানাং শহরটি এক সময় চম্পা সাম্রাজ্যের অন্তর্গত ছিল। এই সাম্রাজ্য ১২৯ সাল থেকে ৬০০ সাল পর্যন্ত সক্রিয় ছিল।

জনসংখ্যা

সম্পাদনা

২০১৫ সালের জন গণনা অনুযায়ী ডা নাং শহরটির মোট জন সংখ্যা হল ১০,৪৬,৮৭৬ জন। ২০১১ সালের জন গণনা অনুযায়ী শহরটির জন সংখ্যা ছিল ৯,৫১,৭০০ জন। এই শহরের জন সংখ্যা বৃদ্ধির হার ২.৫ শতাংশ থেকে ৩ শতাংশ।মোট জন সংখ্যার ৪৯ শতাংশ হল নারী ও ৫১ শতাং হল পুরুষ।এই শহরের জন সংখ্যা বৃদ্ধির হার জাতীয় বৃদ্ধির হার ১.৫ শতাংশ এর থেকে বেশি।

যোগাযোগ ব্যবস্থা

সম্পাদনা

শহরটি দেশের একদম মধ্য ভাগে অবস্থিত। এই শহর থেকে সড়ক পথে রাজধানী শহর হ্যানয় ৭৫৯ কিলোমিটার দূরে ও বাণিজ্য শহর হো চি মিন সিটি ৯৮০ কিলোমিটার দূরে অবস্থিত। এই শহর দিয়ে জাতীয় পথ ১এ বা ন্যাশনাল রুট ১এ চলেগেছে। দেশের উত্তর দক্ষিণ রেলপথ (ভিয়েতনাম) এই শহর এর উপর দিয়েই গেছে। এখানে একটি আন্তর্জাতিক বিমান বন্দর রয়েছে। বিমানবন্দরটি ডানাং আন্তর্জাতিক বিমানবন্দ নামে পরিচিত।জলপথে পরিবহনের জন্য রয়েছে ডানাং বন্দর।শহরটিতে কেবল কার পরিসেবা চালু রয়েছে।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Công bố kết quả sơ bộ tổng điều tra dân số 2019: Cả nước có hơn 96,2 triệu người, Đà Nẵng có 1.134.310 người
  2. Bureau of East Asian and Pacific Affairs (২৭ মে ২০১০)। "Background Note: Vietnam"। U.S. Department of State। সংগ্রহের তারিখ ২০১০-০৬-২১ 
  3. "New Terminal opes in Da Nang Airport"। সংগ্রহের তারিখ ২২-১১-২০১৬  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য)[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  4. "Quyết định số 145/2003/QĐ/TTg ngày 15/7/2003"। ২২ জুলাই ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ জানুয়ারি ২০২০ 
  5. "Đà Nẵng - Trung tâm vùng kinh tế trọng điểm miền Trung"

বহিঃসংযোগ

সম্পাদনা