ডম্বল
ডম্বল হল ভারতের কর্ণাটক রাজ্যের গদাগ জেলার অন্তর্গত একটি গ্রাম। এখানে একটি প্রাচীন বৌদ্ধ ধর্মকেন্দ্র গড়ে উঠেছিল, যেটির অস্তিত্ব অন্তত খ্রিস্টীয় দ্বাদশ শতাব্দী অবধি ছিল।[১] সমুদ্রপৃষ্ঠ থেকে ডম্বলের উচ্চতা ৫৯০ মি (১,৯৪০ ফু)।[২]
ডম্বল ডম্বল | |
---|---|
গ্রাম | |
লুয়া ত্রুটি মডিউল:অবস্থান_মানচিত্ এর 480 নং লাইনে: নির্দিষ্ট অবস্থান মানচিত্রের সংজ্ঞা খুঁজে পাওয়া যায়নি। "মডিউল:অবস্থান মানচিত্র/উপাত্ত/India Karnataka" বা "টেমপ্লেট:অবস্থান মানচিত্র India Karnataka" দুটির একটিও বিদ্যমান নয়।কর্ণাটকের মানচিত্রে ডম্বলের অবস্থান | |
স্থানাঙ্ক: ১৫°১৯′৪১″ উত্তর ৭৫°৪৮′৩৭″ পূর্ব / ১৫.৩২৮০৬° উত্তর ৭৫.৮১০২৮° পূর্ব | |
দেশ | ভারত |
রাজ্য | কর্ণাটক |
জেলা | গদাগ জেলা |
তালুক | মুন্ডরগি |
লোকসভা কেন্দ্র | হাবেরী-গদাগ |
সরকার | |
• শাসক | গ্রাম পঞ্চায়েত |
উচ্চতা | ৫৯০ মিটার (১,৯৪০ ফুট) |
জনসংখ্যা (২০০১) | |
• মোট | ১০,০৯৫ |
ভাষা | |
• সরকারি | কন্নড় |
সময় অঞ্চল | ভারতীয় প্রমাণ সময় (ইউটিসি+০৫:৩০) |
আইএসও ৩১৬৬ কোড | আইএন-কেএ |
যানবাহন নিবন্ধন | কেএ ২৬ |
ওয়েবসাইট | karnataka |
জনপরিসংখ্যান
সম্পাদনা২০০১ সালের জনগণনার হিসেব অনুযায়ী, ডম্বল গ্রামের ১,৮১৫টি পরিবারে মোট ১০,০৯৫ জন বসবাস করে, যাদের মধ্যে ৫,১৬৬ জন পুরুষ এবং ৪,৯২৯ জন নারী।[৩]
ইতিহাস
সম্পাদনামৌর্য ও সাহতবাহন শাসনকালে কর্ণাটক অঞ্চলে বুদ্ধের শিক্ষা প্রসার লাভ করেছিল। ডম্বল গ্রামের আশেপাশেও অনেক বৌদ্ধ স্মারক ছড়িয়ে রয়েছে।[৪] ডম্বলে বৌদ্ধ তারা দেবীর একটি মন্দির রয়েছে। সেই মন্দিরে উৎকীর্ণ ১০৯৫ খ্রিস্টাব্দের একটি অভিলেখ থেকে জানা যায় যে, ষোলো জন বণিক তারা দেবীর এই মন্দির ও বৌদ্ধ ভিক্ষুদের জন্য একটি বিহার গড়ে দিয়েছিলেন। হিন্দুধর্মের জনপ্রিয়তা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বৌদ্ধধর্ম এই ধর্মের সঙ্গে মিশে যেতে থাকে, কিন্তু ডম্বলের বৌদ্ধ কেন্দ্রটি অন্তত দ্বাদশ শতাব্দী পর্যন্ত টিকে ছিল।[৫]
ডোড্ডাবসপ্প মন্দির
সম্পাদনাএখানে তিনটি হিন্দু মন্দির আছে। তার মধ্যে ডোড্ডাবসপ্প মন্দিরটি পশ্চিম চালুক্য স্থাপত্যশৈলীতে নির্মিত।[৬] এই মন্দিরটি অনেকগুলি সূক্ষ্ম খোদাইচিত্র সম্বলিত।[৭]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "The Buddhist Legacy – Buddhism in Karnataka"। ২০১২-০৫-১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৬-১২-১৮।
- ↑ "Dambal, India Page"। সংগ্রহের তারিখ ২০০৭-০১-২৫।
- ↑ "Census of India: View Population Details"। Censusindia.gov.in। সংগ্রহের তারিখ ২০১৩-০১-২০।
- ↑ "Kamat Research Database - Buddhist System of Education"। সংগ্রহের তারিখ ২০০৭-০৩-১২।
- ↑ "The Buddhist Legacy"। ২০১২-০৫-১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৭-০৩-১২।
- ↑ "Architecture of the Indian Subcontinent"। ২০১৫-০৫-০২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৬-১২-১৮।
- ↑ "Dodda Basappa temple - 12th century"। ২০২২-০১-০২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৬-১২-১৯।
বহিঃসংযোগ
সম্পাদনা- History of Indian Art
- মাহবুবুর রহমান (২০১২)। "স্থাপত্যশিল্প"। ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। আইএসবিএন 9843205901। ওএল 30677644M। ওসিএলসি 883871743।
- Deccan-herald: Dambal
- Dambal a religious symphony
- Dusty Dambal? Think again!