ডট-কম বুদবুদ, অর্থাৎ ডট-কম বিস্ফোরণ, ছিল ১৯৯০-এর দশকের শেষের দিকে শেয়ার বাজারের একটি বুদবুদ। ইন্টারনেট গ্রহণে ব্যাপক বৃদ্ধি, উপলব্ধ উদ্যোগ মূলধনের প্রসার এবং নতুন ডট-কম স্টার্টআপে মূল্যায়নের দ্রুত বৃদ্ধির সাথে সেই বুদ্বুদটি সৃষ্টি হয়েছিল।

ডট-কম বুদ্বুদের কারণে নাসডাক কম্পোজিট শেয়ার সূচক ২০০০ সাল পর্যন্ত অনেক উপরে উঠে ঠিক তারপরেই দ্রুত পড়লো।

১৯৯৫ সাল থেকে ২০০০ সালের মার্চ মাস পর্যন্ত নাসডাক কম্পোজিট শেয়ার সূচকে বিনিয়োগ বেড়েছিল ৮০০%। কিন্তু ঠিক তারপরই এটা দ্রুত পড়তে শুরু করলো। ২০০০ সালের মার্চ মাস আর ২০০২ সালের অক্টোবর মাসের মধ্যে বিনিয়োগ ৭৪০% কমে গিয়েছিল। বুদবুদের সময় যা সমস্ত লাভ হয়েছিল, সব উধাও হয়ে গিয়েছিলো।

বিনিয়োগের সেই দ্রুত পতনটিকে বলা হয়ে থাকে ডট-কম ক্র্যাশ। ডট-কম ক্র্যাশের ফলে পেটস.কম, ওয়েবভ্যান এবং বু.কম-দের মতো অনেক অনলাইন শপিং কোম্পানি আর ওয়ার্ল্ডকম, নর্থপয়েন্ট কমিউনিকেশনস এবং গ্লোবাল ক্রসিং-দের মতো অনেক যোগাযোগ সংস্থা বন্ধ হয়ে গিয়েছিলো।[] কিছু কিছু কোম্পানি, যেমন লাস্টমিনিট.কম, এম্পি৩.কম, এবং পিপেলসাউন্ড শুরুর দিকে টিকতে পারলেও শেষ পর্যন্ত অর্জিত হয়ে যায়। আমাজন এবং সিসকো সিস্টেমস-দের মতো বড় কোম্পানিগুলিও উল্লেখযোগ্য ক্ষতির সম্মুখীন হয়েছিলো; সিসকো তার শেয়ার মূল্যের ৮০% হারিয়ে ফেলেছিল৷ ডট-কম ক্র্যাশের ফলে অনেক ব্যর্থ এবং ব্যর্থ হতে যাওয়া ডট-কম কোম্পানি ডট-বম্বস[], ডট-কনস[] বা ডট-গনস [] নামে উল্লেখিত হতে থাকে।

টীকা ও তথ্যসূত্র

সম্পাদনা
  1. "The greatest defunct Web sites and dotcom disasters"। ২৮ আগস্ট ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ আগস্ট ২০২৩ 
  2. "What detonated dot-bombs?"USA Today। ডিসেম্বর ২৮, ২০০০। জুন ২৬, ২০০১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ আগস্ট ২০২৩ 
  3. Skillings, Jonathan। "Explaining the "dot-cons""। ZDNet। ৭ আগস্ট ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ আগস্ট ২০২৩ 
  4. From dotcoms to dotgones.. - News - London Evening Standard[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]. Thisislondon.co.uk (2001-12-13). Retrieved on 2013-07-19.