ঠাকুর মান্দা মন্দির
ঠাকুর মান্দা মন্দির বা শ্রীশ্রী রঘুনাথ জিউ মন্দির হলো বাংলাদেশের নওগাঁ জেলার মান্দা উপজেলায় ঠাকুর মান্দা গ্রামে অবস্থিত একটি রাম মন্দির। এই মন্দিরটি প্রায় তিনশো বছরের পুরনো।[১] মন্দিরের পূর্বদিকে রয়েছে শিব নদী।
শ্রীশ্রী রঘুনাথ জিউ মন্দির | |
---|---|
ধর্ম | |
অন্তর্ভুক্তি | হিন্দুধর্ম |
জেলা | নওগাঁ জেলা |
ঈশ্বর | রাম |
উৎসব | রাম নবমী |
অবস্থান | |
অবস্থান | মান্দা |
দেশ | বাংলাদেশ |
স্থাপত্য | |
সৃষ্টিকারী | রাণী ভবানী (পুনর্নির্মাণ) |
প্রতিষ্ঠার তারিখ | ১৭৮০ খ্রিস্টাব্দ (পুনর্নির্মাণ) |
ইতিহাস
সম্পাদনাএকসময় মন্দিরের চারদিকে ছিল বিল। একদিন মান্দার বিলে স্নান করতে যান এক দরিদ্র অন্ধ ব্রাহ্মণ। তিনি ছিলেন রামভক্ত। স্নানকালে তিনি রাম, লক্ষ্মণ ও সীতা বিগ্রহ পান। তিনি বিগ্রহগুলোকে কোলে করে নিজের বাড়ি নিয়ে যান। পরে তিনি মন্দির তৈরি করে পুজো অর্চনা শুরু করেন। এতে তিনি তার দৃষ্টিশক্তি ফিরে পান। আর তার দরিদ্রতাও দূর হয়ে যায়। এ কথা লোকমুখে ছড়িয়ে পড়লে নাটোরের রাণী ভবানী ১৭৮০ সালে এই মন্দিরটি বড়ো পরিসরে নির্মাণ করেন।[২][৩] মন্দিরের সেবাইত ছিলেন “মানদাদেবী”। তার নামে এই এলাকার নাম মান্দা হয়েছে। এছাড়া রঘুনাথ নামে মন্দিরের এক পুজারীর কথা শোনা যায়। জাগ্রত মন্দির হওয়ার জন্য মন্দিরের নাম শ্রী শ্রী রঘুনাথ জিউ মন্দির হয়েছে। ২০২০ সালের ৭ সেপ্টেম্বর ভারত সরকারের অর্থে তৈরি মন্দিরের বিশ্রাম ভবনের উদ্বোধন করা হয়।[৪]
পূজা ও উৎসব
সম্পাদনাএই মন্দিরটি খুব জাগ্রত। এই মন্দিরে মানত করে অনেকের ইচ্ছে পূরণ হয়েছে। অনেকে দৃষ্টিশক্তি ফিরে পেয়েছে । অনেকের সন্তান লাভ হয়েছে। মানতে অনেক মৃত শিশু প্রাণ ফেরার কথাও শোনা যায়। অনেক মুসলিমও এখানে মানত করে।[৫] বাসন্তী পূজার মহানবমীতে মন্দিরে রামচন্দ্রের পূজার মাধ্যমে রাম নবমী উৎসব শুরু হয়।যা ১৫ দিন অবদি চলে।[৬] রাম নবমীতে এখানে ৯ দিনের মেলা বসে।[৭] এছাড়া মন্দিরে লক্ষাধিক ভক্ত আসে বাংলাদেশ ও ভারতের বিভিন্ন জায়গা থেকে।[৮]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "রঘুনাথ জিউ মন্দিরে ভক্তের ঢল"। Bangladesh Pratidin (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৭-৩০।
- ↑ "নওগাঁর শ্রী শ্রী রঘুনাথ জিউ মন্দিরে লাখো ভক্তের ঢল"।
- ↑ "নওগাঁর ঐতিহ্যবাহী মান্দা রঘুনাথ মন্দিরে হাজারো ভক্তের ঢল"। উত্তরাধিকার ৭১ নিউজ : মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ গড়ার প্রত্যয়। সংগ্রহের তারিখ ২০২১-০৭-৩০।
- ↑ Bojrokontho। "নওগাঁর মান্দায় শ্রী শ্রী রঘুনাথ জিউ মন্দিরের তীর্থযাত্রী বিশ্রামালয় ভবনের উদ্বোধন"। Bojrokontho। ২০২১-০৭-৩০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৭-৩০।
- ↑ "নওগাঁর ঐতিহ্যবাহী মান্দা রঘুনাথ মন্দিরে হাজারো ভক্তের ঢল"। উত্তরাধিকার ৭১ নিউজ : মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ গড়ার প্রত্যয়। সংগ্রহের তারিখ ২০২১-০৭-৩০।
- ↑ "দৈনিক জনকন্ঠ || নওগাঁর মান্দা রঘুনাথ জিঁউ মন্দিরে রামনবমী উৎসব আগামীকাল"। দৈনিক জনকন্ঠ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৭-৩০।
- ↑ "মান্দায় রঘুনাথ জিউ মন্দিরে রাম নবমী উৎসবে ভক্তের ঢল"। Jugantor (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৭-৩০।
- ↑ "ঐতিহ্য বাহী ঠাকুর মান্দা মন্দির"। naogaon.gov.bd (ইংরেজি ভাষায়)। ২০২১-০৭-৩০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৭-৩০।