টিএসপি কমপ্লেক্স লিমিটেড

ট্রিপল সুপার ফসফেট কমপ্লেক্স লিমিটেড বা টিএসপি কমপ্লেক্স নিমিটেড বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত সার উৎপাদনকারী প্রতিষ্ঠান। এটি বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) নিয়ন্ত্রণাধীন। প্রতিষ্ঠানটি প্রাথমিকভাবে ফসফেট সার উৎপাদন করে।[] টিএসপি কমপ্লেক্স কারখানায় দুইটি ইউনিট রয়েছে, যার নিট উৎপাদন ক্ষমতা ১,৫২,০০০ এমটি (ইউনিট-১: ৩২,০০০ এমটি, ইউনিট-২: ১,২০,০০০ এমটি)।[] চট্টগ্রামের পতেঙ্গায় কর্ণফুলী নদীর তীরে সার কারখানাটি অবস্থিত।[]

ট্রিপল সুপার ফসফেট কমপ্লেক্স লিমিটেড
টিএসপি কমপ্লেক্স লিমিটেড
শিল্পমনোক্যালসিয়াম ফসফেট
প্রতিষ্ঠাকাল১৯৭৪; ৫১ বছর আগে (1974)
প্রতিষ্ঠাতাপূর্ব পাকিস্তান শিল্প উন্নয়ন কর্পোরেশন
সদরদপ্তরপতেঙ্গা, চট্টগ্রাম
মালিকবাংলাদেশ সরকার
মাতৃ-প্রতিষ্ঠানবাংলাদেশ রাসায়নিক শিল্প কর্পোরেশন

ইতিহাস

সম্পাদনা

পূর্ব পাকিস্তান শিল্প উন্নয়ন কর্পোরেশন (ইপিআইডিসি) কর্তৃক টিএসপি কমপ্লেক্স স্থাপিত হলেও বাংলাদেশের স্বাধীনতার পর ১৯৭৪ সালে প্রতিষ্ঠানটি বাণিজ্যিকভাবে কার্যক্রম শুরু করে।[] কমপ্লেক্সের ইউনিট দুইটির মধ্যে ২ নম্বর ইউনিটটিকে ১৯৭৪ সালের সেপ্টেম্বর মাসে কমিশন করা হয় এবং ইউনিট-১ ১৯৭৭ সালের এপ্রিল মাসে বাণিজ্যিক উৎপাদনে যায়। প্রাথমিকভাবে প্রতিষ্ঠানটি শুধু ট্রিপল সুপার ফসফেট (টিএসপি) উৎপাদন করলেও ১৯৯০ সাল থেকে একই সাথে সিঙ্গেল সুপারফসফেট উৎপাদন শুরু করে।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "7 govt factories run without ETP"দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ২০ মে ২০১৬। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২০ 
  2. "Fertilizer Production: TSP COMPLEX LIMITED, CHITTAGONG (AN ENTERPRISE OF BCIC)"The Lawyers & Jurists। সংগ্রহের তারিখ ২০২০-০৭-০১ 
  3. "বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন"BCIC (ইংরেজি ভাষায়)।