টিএসপি কমপ্লেক্স লিমিটেড
ট্রিপল সুপার ফসফেট কমপ্লেক্স লিমিটেড বা টিএসপি কমপ্লেক্স নিমিটেড বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত সার উৎপাদনকারী প্রতিষ্ঠান। এটি বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) নিয়ন্ত্রণাধীন। প্রতিষ্ঠানটি প্রাথমিকভাবে ফসফেট সার উৎপাদন করে।[১] টিএসপি কমপ্লেক্স কারখানায় দুইটি ইউনিট রয়েছে, যার নিট উৎপাদন ক্ষমতা ১,৫২,০০০ এমটি (ইউনিট-১: ৩২,০০০ এমটি, ইউনিট-২: ১,২০,০০০ এমটি)।[২] চট্টগ্রামের পতেঙ্গায় কর্ণফুলী নদীর তীরে সার কারখানাটি অবস্থিত।[২]
টিএসপি কমপ্লেক্স লিমিটেড | |
শিল্প | মনোক্যালসিয়াম ফসফেট |
প্রতিষ্ঠাকাল | ১৯৭৪ |
প্রতিষ্ঠাতা | পূর্ব পাকিস্তান শিল্প উন্নয়ন কর্পোরেশন |
সদরদপ্তর | পতেঙ্গা, চট্টগ্রাম |
মালিক | বাংলাদেশ সরকার |
মাতৃ-প্রতিষ্ঠান | বাংলাদেশ রাসায়নিক শিল্প কর্পোরেশন |
ইতিহাস
সম্পাদনাপূর্ব পাকিস্তান শিল্প উন্নয়ন কর্পোরেশন (ইপিআইডিসি) কর্তৃক টিএসপি কমপ্লেক্স স্থাপিত হলেও বাংলাদেশের স্বাধীনতার পর ১৯৭৪ সালে প্রতিষ্ঠানটি বাণিজ্যিকভাবে কার্যক্রম শুরু করে।[৩] কমপ্লেক্সের ইউনিট দুইটির মধ্যে ২ নম্বর ইউনিটটিকে ১৯৭৪ সালের সেপ্টেম্বর মাসে কমিশন করা হয় এবং ইউনিট-১ ১৯৭৭ সালের এপ্রিল মাসে বাণিজ্যিক উৎপাদনে যায়। প্রাথমিকভাবে প্রতিষ্ঠানটি শুধু ট্রিপল সুপার ফসফেট (টিএসপি) উৎপাদন করলেও ১৯৯০ সাল থেকে একই সাথে সিঙ্গেল সুপারফসফেট উৎপাদন শুরু করে।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "7 govt factories run without ETP"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ২০ মে ২০১৬। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২০।
- ↑ ক খ "Fertilizer Production: TSP COMPLEX LIMITED, CHITTAGONG (AN ENTERPRISE OF BCIC)"। The Lawyers & Jurists। সংগ্রহের তারিখ ২০২০-০৭-০১।
- ↑ "বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন"। BCIC (ইংরেজি ভাষায়)।
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |