ইউরেনিয়ামোত্তর মৌল

(ট্রান্সইউরেনিয়াম মৌল থেকে পুনর্নির্দেশিত)

যেসব মৌল পর্যায় সারণীতে ইউরেনিয়ামের পরে অবস্থিত অর্থাৎ যাদের পারমাণবিক সংখ্যা ৯২ এর অধিক তাদেরকে ইউরেনিয়ামোত্তর মৌল বলা হয়।[] সর্বশেষ ১০ নভেম্বর ২০১৬ তারিখে ১১৮ নং মৌলের নামকরণ সম্পন্ন করা হয়েছে। এতে করে ৭টি পর্যায় সম্পূর্ণতা লাভ করেছে।

ইউরেনিয়াম

ইউরেনিয়ামোত্তর মৌলের তালিকা

সম্পাদনা
  1. নেপচুনিয়াম - Np (৯৩)
  2. প্লুটোনিয়াম - Pu (৯৪)
  3. অ্যামেরিসিয়াম - Am (৯৫)
  4. কুরিয়াম - Cm (৯৬)
  5. বার্কেলিয়াম - (৯৭)
  6. ক্যালিফোর্নিয়াম - Bk (৯৮)
  7. আইনস্টাইনিয়াম - Es (৯৯)
  8. ফার্মিয়াম - Fm (১০০)
  9. মেন্ডেলিভিয়াম - Md (১০১) - Unu
  10. নোবেলিয়াম - No (১০২) - Unb
  11. লরেনসিয়াম - Lr (১০৩) - Unt
  12. রাদারফোর্ডিয়াম - Rf (১০৪) - Unq
  13. ডুবনিয়াম - Db (১০৫) - Unp
  14. সিবোর্গিয়াম - Sg (১০৬) - Unh
  15. বোহরিয়াম - Bh (১০৭) - Uns
  16. হাসিয়াম - Hs (১০৮) - Uno
  17. মিটনেরিয়াম - Mt (১০৯) - Une
  18. ডার্মস্টেডিয়াম - Ds (১১০) - Uun
  19. রন্টজেনিয়াম - Rg (১১১) - Uuu
  20. কোপার্নিসিয়াম - Cn (১১২) - Uub
  21. নিহোনিয়াম - Nh (১১৩) - Uut
  22. ফ্লেরোভিয়াম - Fl (১১৪) - Uuq
  23. মস্কোভিয়াম - Mc (১১৫) - Uup
  24. লিভারমোরিয়াম - Lv (১১৬) - Uuh
  25. টেনেসিন - Ts (১১৭) - Uus
  26. ওগানেসন - Og (১১৮) - Uuo

এদের মধ্যে ১১টি মৌল অর্থাৎ নেপচুনিয়াম থেকে লরেনসিয়াম পর্যন্ত মৌলগুলো অ্যাক্টিনাইড সিরিজের অন্তর্ভুক্ত। অন্য মৌলগুলো যাদের পারমাণবিক সংখ্যা ১০৩ এর অধিক তাদেরকে ট্রান্সঅ্যাক্টিনাইড মৌল বলা হয়। সকল ইউরেনামোত্তর মৌলসমূহ অস্থিতিশীল এবং তেজস্ক্রিয়তার কারণে ক্ষয়শীল। এদের অর্ধায়ু লক্ষ লক্ষ বছর থেকে শুরু করে কয়েক সেকেন্ড পর্যন্ত হতে পারে।

এই মৌল সমূহের মধ্য কেবল দুটি প্রকৃতিতে পাওয়া যায়। এ দুটি হল নেপচুনিয়াম এবং প্লুটোনিয়াম। বাকিগুলো নিউক্লিয় বিক্রিয়ার মাধ্যমে তৈরি করা হয়েছে। এই মৌলগুলো নিয়ে গবেষণার ফলে মৌলের অনেক গাঠনিক বৈশিষ্ট্য আবিষ্কার করা সম্ভব হয়েছে এবং পরবর্তী মৌল সম্বন্ধে ভবিষ্যদ্বাণী করা সম্ভব হয়েছে। এতে ধারণা করা হচ্ছে যে সর্বোচ্চ পারমাণবিক সংখ্যাবিশিষ্ট মৌলটির পারমিনবিক সংখ্যা ১৭০ থেকে ২১০ এর মধ্যে হবে।

  • IUPAC upgrades
  • উচ্চ মাধ্যমিক রসায়ন প্রথম পত্র - প্রফেসর মো. মহির উদ্দিন, লায়লা মুসতারিন, ড. তানভীর মুসলিম, হাছিনা বেগম।
  • ব্রিটানিকা বিশ্বকোষ (Encyclopedia Britannica)

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Transuranium element | Definition & Examples | Britannica"www.britannica.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০২-০৯