টোটাল ইক্লিপস (চলচ্চিত্র)

টোটাল ইক্লিপস ১৯৯৫ সালে মুক্তিপ্রাপ্ত জীবনীমুলক-নাট্য চলচ্চিত্র। ক্রিস্টোফার হ্যাম্পটন রচিত ১৯৬৭ সালের নাটক অবলম্বনে ও তার লেখা চিত্রনাট্য ছবিটি পরিচালনা করেছেন আগনিয়েস্কা হল্যান্ড। পত্র ও পদ্যের মাধ্যমে ১৯শ শতকের দুই ফরাসি কবি আর্থার রিমবাউপল ভারলেইন-এর মধ্যে আবেগপ্রবণ সম্পর্ক তুলে ধরা হয়েছে। আর্থার রিমবাউয়ের চরিত্রে অভিনয় করেছেন লিওনার্দো ডিক্যাপ্রিও ও পল ভারলেইনের চরিত্রে অভিনয় করেছেন ডেভিড থেলিস

টোটাল ইক্লিপস
প্রেক্ষাগৃহে মুক্তির আসল পোস্টার
পরিচালকআগনিয়েস্কা হল্যান্ড
প্রযোজকজিন-পিয়ার রামসি-লেভি
ফিলিপ হিঞ্চক্লিফ
ভিক্টর গ্লিন (সহ-প্রযোজক)
রচয়িতাক্রিস্টোফার হ্যাম্পটন
শ্রেষ্ঠাংশে
সুরকারজান এ পি কাজমারেক
চিত্রগ্রাহকইয়োর্গস আরভানিতিস
সম্পাদকইসাবেলা লরেন্ত
পরিবেশকফাইন লাইন ফিচারস
মুক্তি
  • ৩ নভেম্বর ১৯৯৫ (1995-11-03) (যুক্তরাষ্ট্র)
স্থিতিকাল১১১ মিনিট
দেশযুক্তরাজ্য
ফ্রান্স
বেলজিয়াম
ইতালি
যুক্তরাষ্ট্র
ভাষাইংরেজি
নির্মাণব্যয়€৬,৭৮০,০০০[]
আয়$৩৪০,১৩৯[]

কাহিনী সংক্ষেপ

সম্পাদনা

অভিনয়শিল্পী

সম্পাদনা

সমালোচনা

সম্পাদনা

দ্য নিউ ইয়র্ক টাইমস-এর জেনেট মাসলিন বলেন, "চলচ্চিত্রটিতে সুষ্ঠু পরিচালনার অভাব রয়েছে।"[] রজার ইবার্ট চলচ্চিত্রটিকে ৪-এ ২.৫ রেটিং দিয়েছেন এবং বলেন "লিওনার্দো ডিক্যাপ্রিও তার অভিনয় দিয়ে দর্শকের বিরক্তি কাটাতে সক্ষম হন কিন্তু থেলিস ভেরলেইন চরিত্র দিয়ে নিজেকে বুদ্ধিমান হিসেবে তুলে ধরতে চাইলেও তার অভিনয় বিরক্তিকর রয়ে যায়।"[] রটেন টম্যাটোস-এর সমালোচকরা একে মাত্র ২৫% স্কোর দিয়েছে (১৬ জনের মধ্যে ৪ জন ইতিবাচক সমালোচনা করেছেন); অন্যদিকে দর্শকেরা ৬১% স্কোর দিয়েছেন।[]

ডিভিডি

সম্পাদনা

১৯৯৯ সালে চলচ্চিত্রটি ডিভিডি প্রকাশিত হয়। এতে একই ডিস্কে ট্রেইলারসহ চলচ্চিত্রটির ওয়াইড-স্ক্রিন ও ফুল-স্ক্রিন ভার্সন পাওয়া যায়।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Total Eclipse (1995)"। JPBox-Office। সংগ্রহের তারিখ ১৩ ডিসেম্বর ২০১৬ 
  2. "Total Eclipse (1995)"। Box Office Mojo। সংগ্রহের তারিখ ১৩ ডিসেম্বর ২০১৬ 
  3. "FILM REVIEW;Rimbaud: Portrait of the Artist as a Young Boor"। দ্য নিউ ইয়র্ক টাইমস। নভেম্বর ৩, ১৯৯৫। সংগ্রহের তারিখ ১৩ ডিসেম্বর ২০১৬ 
  4. "Total Eclipse"। Roger Ebert। নভেম্বর ৩, ১৯৯৫। সংগ্রহের তারিখ ১৩ ডিসেম্বর ২০১৬ 
  5. https://www.rottentomatoes.com/m/total_eclipse Rotten Tomatoes reviews

বহিঃসংযোগ

সম্পাদনা