দুই এক লাইনের নিবন্ধ

সম্পাদনা

অনুগ্রহ করে এক-দুই লাইনের নিবন্ধ তৈরি করবেন না। এক-দুই লাইনের নিবন্ধ শুধুমাত্র উইকিপিডিয়ার নিবন্ধ সংখ্যাই বৃদ্ধি করে, মান বৃদ্ধি করে না। তাই একটি নিবন্ধে অন্তত দুই প্যারা লেখা যোগ করে তবেই নতুন নিবন্ধে হাত দিন। উল্লেখ্য নিবন্ধ ব্যবহৃত কোনো প্রকার টেম্পপ্লেট ও বহিঃসংযোগকে নিবন্ধের কন্টেন্ট হিসেবে গণ্য করা হয় না। উইকিপিডিয়ায় এ ধরনের নিবন্ধকে খালি নিবন্ধ রূপে গণ্য ও দ্রুত অপসারণ নীতি অনুযায়ী এগুলিকে দ্রুত অপসারণ করা হতে পারে। অতএব আবারও অনুরোধ করছি আগে তৈরি করা আপনার নিবন্ধগুলোর মানোন্ননয়ন করে সন্তোষজনক অবস্থায় নিয়ে এসে তারপর নতুন নিবন্ধে হাত দিন। বাংলা উইকিপিডিয়াতে আপনার অবদানের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।ধন্যবাদ