Information icon সুপ্রিয় Uw-grammar, উইকিপিডিয়ার উন্নয়নে আপনার প্রচেষ্টাকে আমি স্বাগত জানাই। আপনার কিছু সম্পাদনা আমি বাতিল বা সংশোধন করেছি কেননা আপনার লেখায় বানানগত বা ব্যাকরণগত ভুল ছিলো। যদি আপনি অন্য ভাষায় আরো ভালোভাবে যোগাযোগ করতে পারেন বা সাহায্যের প্রয়োজন হয়, সেক্ষেত্রে অনুগ্রহপূর্বক আপনার প্রস্তাবিত সম্পাদনা বিষয়ক সাহায্য চাইতে নির্দ্বিধায় নিবন্ধের আলাপ পাতায় লিখুন। পরিবর্তনগুলো সঠিক হয়েছে কিনা সেটা বোঝার মতো বাংলা ভাষায় যথেষ্ট সাবলীল না হলে দয়া করে বানান বা ব্যাকরণ ঠিক করতে যান্ত্রিক উপাদানের সাহায্য নিবেন না। এখানে অনেক ব্যবহারকারী রয়েছেন যারা আপনাকে ব্যাকরণ সম্পর্কিত সমস্যায় সাহায্য করতে খুশি হবেন। উইকিপিডিয়ায় অন্যান্য দরকারী অবদানগুলোয় যেগুলোতে বাংলায় সম্পূর্ণ সাবলীলতার প্রয়োজন নেই সেসব অবদানগুলো সম্পর্কে জানতে, উইকিপিডিয়া:কর্মকেন্দ্র দেখুন। ধন্যবাদ!