টেমপ্লেট:তারিখ রূপান্তর
ব্যবহার
সম্পাদনাএই টেমপ্লেটের সাহায্যে গ্রেগরীয় তারিখ (তথাকথিত "ইংরেজি তারিখ") থেকে বাংলা তারিখে রূপান্তর করা যায়।
{{তারিখ রূপান্তর|<দিন>|<মাস>|<খ্রিস্টাব্দ>|দেশ=<বাংলাদেশ, ভারত>|বিভক্তি=<এ, এর>}}
যেহেতু বাংলাদেশ ও ভারতে প্রচলিত বাংলা তারিখের মধ্যে কয়েক দিনের পার্থক্য থাকতে পারে, সেহেতু ভারত-সঙ্ক্রান্ত নিবন্ধের জন্য |দেশ=
প্যারামিটারটি ব্যবহার করা উচিত, নাহলে বাংলাদেশে প্রচলিত বাংলা তারিখ দেখাবে।
উদাহরণ
সম্পাদনা{{তারিখ রূপান্তর|১৪|এপ্রিল|২০২৩}}
দিলে আমরা পাই: ১৪ এপ্রিল ২০২৩ (১ বৈশাখ ১৪৩০){{তারিখ রূপান্তর|১৪|এপ্রিল|২০২৩|দেশ=ভারত}}
দিলে আমরা পাই: ১৪ এপ্রিল ২০২৩ (৩১ চৈত্র ১৪৩০){{তারিখ রূপান্তর|২১|ফেব্রুয়ারি|১৯৫২|বিভক্তি=এ}}
দিলে আমরা পাই: ২১ ফেব্রুয়ারি ১৯৫২-এ (৮ ফাল্গুন ১৩৫৮-এ)
সীমাবদ্ধতা
সম্পাদনামাস লেখার সময় মাসের সম্পূর্ণ নাম ব্যবহার করুন, সংক্ষিপ্ত নাম বা সংখ্যা নয় (যেমন: "মার্চ" ব্যবহার করুন, "মা" বা "৩" নয়)।
কিছুক্ষেত্রে, বিশেষত পুরনো তারিখের ক্ষেত্রে, এই টেমপ্লেট দ্বারা গণনাকৃত বাংলা তারিখের সঙ্গে আসল বাংলা তারিখের মিল হয় না। যেমন: রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রেগরীয় জন্মতারিখ ৭ মে ১৮৬১ এবং এই টেমপ্লেট দ্বারা গণনাকৃত বাংলা জন্মতারিখ ২৪ বৈশাখ ১২৬৮ (বাংলাদেশ) বা ২৩ বৈশাখ ১২৬৮ (ভারত)। কিন্তু তাঁর আসল বাংলা জন্মতারিখ ২৫ বৈশাখ ১২৬৮। এক্ষেত্রে এই টেমপ্লেট ব্যবহার না করে তথ্যসূত্রসহ সরাসরি বাংলা তারিখ যোগ করবেন।
আরও দেখুন
সম্পাদনা- {{সাল রূপান্তর}} – এর সাহায্যে খ্রিস্টাব্দ থেকে বঙ্গাব্দে রূপান্তর করা যায়
- {{রূপান্তর}} – এর সাহায্যে বিভিন্ন এককের মধ্যে রূপান্তর করা যায়