টেমপ্লেট:আজকের নির্বাচিত ছবি/১ জানুয়ারি ২০১৯


২৩ এপ্রিল, ২০১৫ সালে নাসা এবং ইএসএ মহাকাশে প্রকৃতির নিজস্ব ফায়ারওয়ার্কগুলি প্রকাশের মাধ্যমে হাবল স্পেস টেলিস্কোপের ২৫ বছর উদযাপন করছে। ছবিটি তুলেছেন যৌথভাবে নাসা, ইএসএ এবং হাবল স্পেস টেলিস্কোপ দল, যা উইকিমিডিয়া কমন্সে পাবলিক ডোমেইন লাইসেন্সের আওতায় প্রকাশিত।