টেক চাঁদ শর্মা (দিল্লির রাজনীতিবিদ)

ভারতীয় রাজনীতিবিদ

টেক চাঁদ শর্মা ভারতীয় জাতীয় কংগ্রেসের দিল্লি বিধানসভার প্রাক্তন সদস্য, দু'বার ১৯৯৩১৯৯৯ সালে সাকেট নির্বাচনী এলাকার প্রতিনিধিত্ব করেছিলেন। []

১৯৯৯ সালের দিল্লি বিধানসভা নির্বাচনে শর্মা সাকেত আসনে বিজেপির বিজয় জোলির বিরুদ্ধে ভারতীয় জাতীয় কংগ্রেসের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। [] শর্মা ৭১৭৯ ভোটের বড় ব্যবধানে নির্বাচনে জয়লাভ করেছিলেন। []

তাঁর ছেলে বীরেন্দ্র শর্মা ভারতীয় জাতীয় কংগ্রেস থেকে ২০১২ এবং ২০১৭ সালের দিল্লির পৌর কর্পোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। বীরেন্দ্র ভারতের জাতীয় ছাত্র ইউনিয়নের প্রাক্তন জাতীয় সচিব।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Kumaraswami, Sridhar (২৬ নভেম্বর ২০০৩)। "BJP heavyweight takes on Cong first-timer"Hindustan Times (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৭ অক্টোবর ২০১৯ 
  2. "🗳️ Tek Chand Sharma winner in Saket, Delhi Assembly Elections 1998: LIVE Results & Latest News: Election Dates, Polling Schedule, Election Results & Live Election Updates"Latestly (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-১২-১৭