টেক-টু ইন্টারেক্টিভ
(টেক-টু ইন্ট্যারাক্টিভ থেকে পুনর্নির্দেশিত)
টেক-টু ইন্ট্যারাক্টিভ (ইংরেজি: Take-Two Interactive Software, Inc.) যা সবাই টেক-টু হিসেবে যানে একটি বহুযাতিক ভিডিও গেম নির্মাতা, বিকাশকারী এবং পরিবেশক প্রতিষ্ঠান। যারা পুরো রকস্টার গেমস এবং ২কে গেমস্ এর মালিক। তাদের মূল সদরদফতর নিউ ইয়র্ক সিটিতে অবস্থিত হলেও আন্তর্জাতিক সদরদফতর যুক্তরাজ্যএর উইন্ডসরএ অবস্থিত। তাদের বিকাশ বিভাগ বিভিন্ন জায়গায় রয়েছে, স্যান ডিয়েগো, ভ্যানকুভার, টরোন্টো, নাভাটা, ক্যালিফোর্নিয়া। টেক-টু অনেক জনপ্রিয় গেমের প্রকাশক; যেমন: গ্র্যান্ড থেফট অটো, মাফিয়া ২, মেক্স পেইন; এবং খুব সম্প্রতি নির্মিত বায়ওস্বক।তারা ২কে গেমস্এর মালিক হওয়ায় ২কে স্পোর্টস পরিচালনা করে।
ধরন | সাধারণ |
---|---|
ন্যাসড্যাক: TTWO | |
আইএসআইএন | US8740541094 |
শিল্প | কম্পিউটার এবং ভিডিও গেম ইন্ট্যারাক্টিভ বিনোদন |
প্রতিষ্ঠাকাল | ১৯৯৩ |
প্রতিষ্ঠাতা | রায়ান ব্রান্ট |
সদরদপ্তর | |
প্রধান ব্যক্তি | স্ট্রাউস যেলনিক[১] (চেয়ারম্যান এবং সি.ই.ও.) |
পণ্যসমূহ | বর্ডারল্যান্ড সিরিজ বায়ওস্বক সিরিজ গ্র্যান্ড থেফট অটো সিরিজ মেক্স পেইন সিরিজ মাফিয়া সিরিজ এল.এ. নওয়র এনবিএ টুকে সিরিজ সিভিলাইযেসোন সিরিজ ডব্লিউডব্লিউই টুকে সিরিজ এক্সকম সিরজ |
আয় | ১,২১৪.৪৮ মিলিয়ন মার্কিন ডলার (২০১২) [২] |
৫.২৪ মিলিয়ন মার্কিন ডলার(২০১২)[২] | |
২৯.৪৯ মিলিয়ন মার্কিন ডলার (২০১২)[২] | |
মোট সম্পদ | ৬,০২,৮২,১৮,০০০ মার্কিন ডলার (২০২১) |
কর্মীসংখ্যা | ২,৪৪০ (ডিসেম্বর ২০১২)[৩] |
ওয়েবসাইট | টেকটুগেমস.কম |
ইতিহাস
সম্পাদনাঅধীনস্থঃ প্রতিষ্ঠান
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "সি.ই.ও .র পদত্যাগ, চেয়ারম্যান স্থলভিষিক্ত"। গেমস্পট। সংগ্রহের তারিখ নভেম্বর ১৬, ২০১০।
- ↑ ক খ গ "টেক-টু ইন্ট্যারাক্টিভের বাণিজ্যিক বিবরণ"। গুগল ফাইন্যান্স।
- ↑ "টেক-টু ইন্ট্যারাক্টিভের বাণিজ্যিক উদ্ধৃতি"। গুগল ফাইন্যান্স।