টেক্কা রাজা বাদশা
টেক্কা রাজা বাদশা স্টার জলসায় সম্প্রসারিত একটি টেলিভিশন ধারাবাহিক। এটি প্রথম সম্প্রচার করা হয় ১৬ জুলাই ২০১৮ সালে। এখন এটি ডিজিটাল প্ল্যাটফর্ম হটস্টার সম্প্রচার করা হয়।[১] প্রধান ভূমিকায় অভিনয় করেছেন যুবরাজ চৌধুরী (এর আগে কালার্স বাংলার শো 'রূপকথায়' অভিনয় করেছিলেন), সোমরাজ মাইতি (এর আগে স্টার জলসায় ঠিক যেন লাভ স্টোরি, কালার্স বাংলায় গৌরীদান এবং জি বাংলাতে, এই ছেলেটা ভেলভেলেটাতে অভিনয় করেছিলেন), নবাগত সৌমিক সাহা, টনি লাহা রায় (জি বাংলাতে তুমি রবে নিরোবে এবং বাক্স বদল খ্যাতি এবং কালার্স বাংলার বেনে বউ অভিনয় করেছিলেন, মৌসুমী প্রিয়া দেবনাথ (এর আগে স্টার জলসায় পটল কুমার গানওয়ালা এবং কালার্স বাংলার রূপকথায় অভিনয় করেছিলেন) এবং দেবচন্দ্রিমা সিংহ রায় (এর আগে কালার্স বাংলায় কাজল লতাতে অভিনয় করেছিলেন)।[২] ধারাবাহিকটি অমিতাভ বচ্চন-ঋষি কাপুর অভিনীত ১৯৭৭ সালে নির্মিত এবং মনমোহন দেসাই পরিচালিত চলচ্চিত্র "অমর আকবর অ্যান্টনি"-র ভিত্তিতে নির্মাণ করা হয়েছিল।[১][২] ধারাবাহিকটি লিখেছেন স্নেহাশিস চক্রবর্তী, যিনি খোকাবাবু, জড়োয়ার ঝুমকো, তুমি রবে নীরবে, এবং রাখি বন্ধনের জন্য পরিচিত। দৈনিক ধারাবাহিক 'সন্ন্যাসী রাজা'র জায়গায় দেখানো হয়েছিল টেক্কা রাজা বাদশা।
টেক্কা রাজা বাদশা | |
---|---|
ধরন | নাটক কমেডি রোম্যান্স |
নির্মাতা | ব্লুজ প্রোডাকশনস |
লেখক | স্নেহাশিস চক্রবর্তী |
অভিনয়ে | যুবরাজ চৌধুরী সোমরাজ মাইতি সৌমিক সাহা |
উদ্বোধনী সঙ্গীত | টেক্কা রাজা বাদশা |
সুরকার | স্নেহাশিস চক্রবর্তী |
মূল দেশ | ভারত |
মূল ভাষা | বাংলা |
মৌসুমের সংখ্যা | ১ |
পর্বের সংখ্যা | ২৩৭ |
নির্মাণ | |
প্রযোজক | স্নেহাশিস চক্রবর্তী |
ব্যাপ্তিকাল | ২১ মিনিট |
নির্মাণ কোম্পানি | ব্লুজ প্রোডাকশনস |
মুক্তি | |
মূল নেটওয়ার্ক | স্টার জলসা |
ছবির ফরম্যাট | ৫৭৬আই এইচডিটিভি ১০৮০আই |
মূল মুক্তির তারিখ | ১৬ জুলাই ২০১৮ ১৭ মার্চ ২০১৯ | –
ক্রমধারা | |
পরবর্তী | সন্ন্যাসী রাজা |
সম্পর্কিত অনুষ্ঠান | অমর আকবর অ্যান্টনি |
বহিঃসংযোগ | |
নির্মাণ ওয়েবসাইট |
পটভূমি
সম্পাদনাতিন সম্পর্কহীন যুবকদের বন্ধুত্বের ফলে সম্পূর্ণ বিভ্রান্তি ও হতাশাজনক পরিণতি, সাথে বিশৃঙ্খলা সৃষ্টি হয়,যা নিয়ে গল্প এগিয়ে যায়।
রাজা একজন খুব ভালো গায়ক, তবে গ্রামের একজন সাধারণ ছেলে। বোকা হলেও সে সৎ,বিনয়ী। তার সততা এবং সদয়তা তাকে সর্বদা সমস্যার মধ্যে নিয়ে যায়। অন্যদিকে বাদশা হল একজন সৎ পুলিশ অফিসার। সে অপরাধী ও অপরাধকে ঘৃণা করে। ভাগ্যের চাকা বাতাসে নড়ে, যখন রাজা টেক্কাচোরের সাথে মিলিত হয়। যদিও টেক্কা ভালো মনের মানুষ, তবে সে একজন চোর। টেক্কা, রাজা এবং বাদশা কিছু রহস্য দ্বারা যুক্ত বলে মনে হয়। রহস্য যা তাদের অতীতে লুকিয়ে আছে। এই হল টেক্কা, রাজা, বাদশা এবং তাদের যাত্রার গল্প।
অভিনয়
সম্পাদনাটেক্কা চরিত্রে যুবরাজ চৌধুরী, রাজা চরিত্রে সোমরাজ মাইতি, বাদশা চরিত্রে সৌমিক সাহা, দার্জিলিং চরিত্রে মৌসুমী প্রিয়া দেবনাথ, আরাধ্যার চরিত্রে দেবচন্দ্রিম সিংহ রায়, তীর/গুরুমা চরিত্রে টেরি লাহা রায়, যুগ / ড্রাগ ডিলার চরিত্রে গৌরব ঘোষাল, দীনেশ চরিত্রে বিমল চক্রবর্তী, রাত্রীর চরিত্রে মৌমিতা চক্রবর্তীআধাধ্যায়ের, আরাধ্যার বোনের চরিত্রে কোঠা চক্রবর্তী, আরাধ্যার বোনের চরিত্রে রিমঝিম রিমস, যুগের মা চরিত্রে সোনালী চ্যাটার্জী এবং অন্যান্য শিল্পীবৃন্দ।।[২]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ "Tekka Raja Badshah to hit small screens soon"। Times of India। ১৫ জুন ২০১৮। সংগ্রহের তারিখ ১৮ জুন ২০১৮।
- ↑ ক খ গ "আসছে 'টেক্কা রাজা বাদশা', নায়িকার ভূমিকায় কারা"। ১৫ জুন ২০১৮। সংগ্রহের তারিখ ১৮ জুন ২০১৮।