টেইলর অ্যান্ড ফ্রান্সিস
টেইলর অ্যান্ড ফ্রান্সিস গ্রুপ একটি আন্তর্জাতিক কোম্পানী যেটি জার্নাল এবং বই প্রকাশ করে থাকে। টেইলর অ্যান্ড ফ্রান্সিস প্রতি বছর ১০০০ এর বেশি বই এবং ১৮০০ এর বেশি জার্নাল প্রকাশ করে। যুক্তরাজ্যের বাইরেও নিউ ইয়র্ক, ফিলাডেলফিয়া, সিঙ্গাপুর, সিডনি এবং ভারতে এর কার্যালয় আছে। ২০১১ সালের জুনে তারা ইন্টারনেটভিত্তিক প্রকাশনা কার্যক্রম শুরু করে।
অবস্থা | সচল |
---|---|
প্রতিষ্ঠাকাল | ১৮৫২ |
প্রতিষ্ঠাতা | উইলিয়াম ফ্রান্সিস এবং রিচার্ড টেইলর |
দেশ | যুক্তরাজ্য |
পরিবেশন | বিশ্বব্যাপী |
প্রকাশনা | বই এবং পিয়ার রিভিউকৃত জার্নাল |
বিষয়বস্তু | চিকিৎসা, বিজ্ঞান, সামাজিক বিজ্ঞান, গণিত, আইন, প্রকৌশল এবং অন্যান্য |
ওয়েবসাইট | www.taylorandfrancis.com/ |
ইতিহাস
সম্পাদনা১৮৫২ সালে টেইলর অ্যান্ড ফ্রান্সিস প্রতিষ্ঠিত হয়।
তথ্যসূত্র
সম্পাদনাবহিঃসংযোগ
সম্পাদনাএই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |