টুপ্যাক আমারু শাকুর (/ˈtuːpɑːk ʃəˈkʊər/ টুপ্যাক শাকু্র; ১৬ জুন, ১৯৭১ – ১৩ সেপ্টেম্বর, ১৯৯৬), যিনি টু-প্যাক এবং ম্যাকাভেলি নামেও পরিচিত, একজন আমেরিকান র‍্যাপার এবং অভিনেতা ছিলেন। তাকে সর্বকালের সেরাদের একজন এবং অন্যতম প্রভাবশালী র‍্যাপার হিসেবে বিবেচনা করা হয়। গবেষণা মতে, তিনি বিংশ শতাব্দীর অন্যতম প্রভাবশালী সঙ্গীত শিল্পী এবং কৃষ্ণাঙ্গ আমেরিকানদের মধ্যে একজন বিশিষ্ট রাজনৈতিক কর্মী ছিলেন। সঙ্গীত জীবনের পাশাপাশি তিনি প্রচুর চলচ্চিত্রে প্রধান ভূমিকায় অভিনয় করেছেন এবং অসংখ্য কবিতা লিখেছেন। টুপ্যাক বিশ্বের সর্বাধিক বিক্রিত সঙ্গীত শিল্পীদের মধ্যে একজন, যার রেকর্ড বিশ্বব্যাপী ৭৫ মিলিয়নেরও বেশি বিক্রি হয়েছে। তার গানের কথায় সামাজিক অন্যায়, রাজনৈতিক ইস্যু এবং অন্যান্য আফ্রিকান-আমেরিকানদের প্রান্তিককরণ নিয়ে আলোচনা করা হয়েছে। যদিও গ্যাংস্টা র‍্যাপ এবং সহিংসতা মূলক গানের আরেক নাম ছিল টুপ্যাক শাকুর। ১৯৯৬ সালের ১৩ই সেপ্টেম্বর তিনি আততায়ীর গুলিতে নিহত হন।

টুপ্যাক শাকুর
জন্ম১৬ই জুন, ১৯৭১
ম্যানহেটান, নিউ ইয়র্ক, ইউ এস.
মৃত্যু১৩ই সেপ্টেম্বর, ১৯৯৬
লাস ভেগাস, নেভাডা, যুক্তরাষ্ট্র।
মৃত্যুর কারণগুপ্তহত্যা
অন্যান্য নামম্যাকাভেলি
পেশার‍্যাপার, অভিনেতা।
কর্মজীবন.১৯৮৯ - ১৯৯৬
স্বাক্ষর

তথ্যসূত্র

সম্পাদনা