টি. টি. ভি. ধিনাকরণ
ভারতীয় রাজনীতিবিদ
টি. টি. ভি. ধিনাকরণ (জন্ম ১৩ ডিসেম্বর ১৯৬৩) একজন ভারতীয় রাজনীতিবিদ এবং আম্মা মাক্কাল মুন্নীত্রা কাজাগামের সাধারণ সম্পাদক। অতীতে তিনি সর্ব ভারতীয় আন্না দ্রাবিড় মুন্নেত্রা কাঝাগাম পার্টির কোষাধ্যক্ষ ছিলেন এবং রাজ্যসভা ও লোকসভার সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০১৭ সালের আগস্টে তাকে এআইএডিএমকে থেকে বহিষ্কার করা হয়।[১][২] তিনি ডঃ রাধাকৃষ্ণণ নগর আসন থেকে ১৫তম তামিলনাড়ু বিধানসভার সদস্য হিসাবেও দায়িত্ব পালন করেন (২০১৭-২০২১)।[৩] তিনি ২০১৭ সালের ডিসেম্বরে বহুল প্রতীক্ষিত আর কে নগর উপ-নির্বাচনে জয়লাভ করেন। ২০১৮ সালের ১৫ মার্চ ধিনাকরণ আম্মা মাক্কাল মুন্নেত্রা কাজাগাম নামে তার নিজের রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেন।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Sasikala to be expelled from AIADMK, OPS settles for deputy CM"। দ্য নিউজ মিনিট। ২১ আগস্ট ২০১৭। সংগ্রহের তারিখ ১ ডিসেম্বর ২০১৮।
- ↑ NARASIMHAN, T. E. (২৮ আগস্ট ২০১৭)। "Ruling AIADMK expels Sasikala & Dhinakaran, plans to retrieve Jaya TV"। বিজনেস স্টান্ডার্ড ভারত।
- ↑ "Dhinakaran wins RK Nagar bypoll, creates history in Tamil Nadu"। টাইমস অফ ইন্ডিয়া। ২৪ ডিসেম্বর ২০১৭। সংগ্রহের তারিখ ২৪ ডিসেম্বর ২০১৭।