দেহকলা উৎপাদন
(টিস্যু কালচার থেকে পুনর্নির্দেশিত)
জীবাণুমুক্ত পরিবেশে কৃত্রিম পুষ্টি মাধ্যমে মাতৃদেহ থেকে বিচ্ছিন্নকৃত টিস্যুকে আবাদ করার অর্থাৎ বর্ধন ও বিকাশের পদ্ধতিকে টিস্যু কালচার বলে। টিস্যু কালচার পদ্ধতিতে বিভাজনক্ষম কোষ থেকে তৈরি উদ্ভিদ চারার বৈশিষ্ট্য হলো রোগমুক্ত থাকা। এর অপরনাম In-vitro কালচার। এ পদ্ধতিকে বলা হয় Somatic embryo উদ্ভিদ টিস্যু কালচার এর প্রবর্তক হেবারল্যান্ড Gottlied Haberlandt ।
ধাপ বর্ণনা
সম্পাদনা- এক্সপ্লান্ট নির্বাচন
মাতৃ উদ্ভিদ থেকে সংগৃহীত টিস্যুকে এক্সপ্লান্ট বলে।[১]
- কালচার মিডিয়াম
পুষ্টি বৃদ্ধির জন্য যে সমস্ত রাসায়নিক উপাদানের প্রয়োজন হয় সেগুলো যে মাধ্যম থেকে সরবরাহ করা হয় তাকে কালচার মিডিয়াম বলে।[১]
- জীবাণুমক্তকরণ
মিডিয়ামকে অটোক্লেভ যন্ত্রে ১২১° সে. তাপ ও ১৫ পাউন্ড চাপে ২০ মিনিট ধরে জীবাণুমুক্ত করার উদ্দেশ্যে রাখা হয়।[১]
- মিডিয়াম এক্সপ্লান্ট স্থাপন
- ক্যালাস সৃষ্টি ও সংখ্যাবৃদ্ধি
- চারা উৎপাদন
- চারা টবে স্থানান্তর
- মাঠ পর্যায়ে স্থানান্তর