টিটলিস ঝুলন্ত সেতু

টিটলিস ঝুলন্ত সেতু সুইস আল্পসের টিটলিস পর্বতের চূড়ার পাশে অবস্থিত একটি ঝুলন্ত পথচারী সেতু। সমুদ্রপৃষ্ঠ হতে প্রায় ৩,০০০ মিটার (৯,৮০০ ফুট) উপরে নির্মিত এটি ইউরোপের সর্বোচ্চ-উচ্চতার ঝুলন্ত সেতু[][] এবং "বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর সেতু" হিসেবে আখ্যায়িত।[] অবস্থানগত উচ্চতায় এটি সুইজারল্যান্ডে অবস্থিত সালবিট সেতুর রেকর্ড ভেঙে দিয়েছে।[] সেতুটি দৈর্ঘ্যে প্রায় ১০০ মিটার (৩২০ ফুট) কিন্তু মাত্র ১ মিটার (৩ ফুট) প্রশস্ত।[]

টিটলিস ঝুলন্ত সেতু
স্থানাঙ্ক৪৬°৪৬′১৩.৪″ উত্তর ৮°২৫′৩৪.৭৯″ পূর্ব / ৪৬.৭৭০৩৮৯° উত্তর ৮.৪২৬৩৩০৬° পূর্ব / 46.770389; 8.4263306
বহন করেপর্বতারোহী ও পথচারী
দাপ্তরিক নামটিটলিস ক্লিফ ওয়াক
বৈশিষ্ট্য
নকশাঝুলন্ত সেতু
মোট দৈর্ঘ্য১০০ মিটার (৩৩০ ফুট)
প্রস্থ১.০ মিটার (৩.৩ ফুট)
নিন্মে অনুমোদিত সীমা৩,০০০ মিটার (৯,৮০০ ফুট)
ইতিহাস
চালু৭ ডিসেম্বর, ২০১২
অবস্থান
মানচিত্র

নির্মাণ ইতিহাস

সম্পাদনা

টিটলিস সেতু বছরের উষ্ণ মাসগুলিতে পর্যটকদের জন্য একটি বিশেষ আকর্ষণ হয়ে উঠবে-এই উদ্দ্যেশে নির্মিত হয়েছিল।[][] আবহাওয়া অনুকূলে থাকা সাপেক্ষে পাঁচ মাসের মধ্যে এটির নির্মাণ হয়েছিল। সেতুটি ১৯০ কিলোমিটার প্রতি ঘণ্টা (১২০ মাইল প্রতি ঘণ্টা) বায়ুবেগ সহ্য করার পাশাপাশি উল্লেখযোগ্য তুষারপাত প্রতিরোধ করার উপযোগি করে নকশা করা হয়েছিল , টিটলিস এঙ্গেলবার্গ স্কি রিসোর্টের একজন মুখপাত্র ব্যাখ্যা করেন যে, এটি প্রায় ৪৫০ টন (৫০০ শর্ট টন) তুষার মোকাবেলা করতে পারে। নির্মাণে ব্যবহৃত বেশিরভাগ সামগ্রী কেবল কারে পরিবহন করা হত, বড় যন্ত্রাংশগুলি হেলিকপ্টারের মাধ্যমে বহন করা হয়েছিল।[] সম্পূর্ণ প্রকল্পটি সম্পন্ন করতে প্রায় ১ মিলিয়ন ডলার ব্যয় হয়েছিল।[][] ১৯১৩ সালের জানুয়ারিতে এঙ্গেলবার্গ -গার্সনিয়ালপ ফনিকুলার রেলপথের উদ্বোধনের শতবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রকল্পটির নকশা করা হয়েছিল। ২০১২ সালের ৭ ডিসেম্বর সেতুটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়েছিল। ১৫টি দেশ হতে আগত অতিথিরা তুষার ঝড়ের কারণে কয়েক মিটারের বেশি দেখতে পাননি; একদিন পর সেতুটি জনগণের জন্য উন্মুক্ত করা হয়।[]

জনপ্রিয়তা

সম্পাদনা

টিটলিস সেতু উদ্বোধনের প্রথম দুই সপ্তাহে, প্রায় ৫০০ পথচারী সেতুটি অতিক্রম করেছেন। গণমাধ্যমগুলির প্রতিবেদন অনুযায়ী এটি "বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর সেতু"।[] সুইজারল্যান্ড পর্যটন এটিকে "একটি উচ্চ-অ্যাড্রেনালাইন তৈরী করা নতুন রোমাঞ্চ" বলে অভিহিত করেছে।[][][] স্কি রিসোর্টের মুখপাত্র দাবি করেছেন যে সেতুটি "শতভাগ নিরাপদ" এবং তার ব্যাখ্যানুসারে "সেতু থেকে পড়ে যাওয়া সত্যিই অসম্ভব"।[]

চিত্রশালা

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Pawlowski, A. (১১ ডিসেম্বর ২০১২)। "Europe's highest suspension bridge opens in Swiss Alps"। এনবিসি নিউজ। ৫ জুন ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ সেপ্টেম্বর ২০১৩ 
  2. "Titlis Cliff Walk: Europe's Highest Suspension Bridge Opens (PHOTOS)"হাফপোস্ট। ১২ ডিসেম্বর ২০১২। ১৮ ফেব্রুয়ারি ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ সেপ্টেম্বর ২০১৩ 
  3. Cha, Frances (১৮ ডিসেম্বর ২০১২)। "Cold, terrifying and incredible: Europe's highest suspension bridge opens"সিএনএন। ১ ফেব্রুয়ারি ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ সেপ্টেম্বর ২০১৩ 
  4. "Europe's highest suspension bridge opens in the Swiss Alps"ফক্স নিউজ। ১৭ ডিসেম্বর ২০১২। ১৪ ফেব্রুয়ারি ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ সেপ্টেম্বর ২০১৩ 

বহিঃসংযোগ

সম্পাদনা