টান (২০২২-এর চলচ্চিত্র)

টান রায়হান রাফী পরিচালিত ২০২২ সালের বাংলাদেশী থ্রিলার চলচ্চিত্র। এটি যৌথভাবে রচনা করেছেন রায়হান রাফী ও সিদ্দিক আহমেদ। এতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, শবনম বুবলি, সোহেল মণ্ডল, নীলাঞ্জনা নীলা, ও ফারজানা ছবি। গল্পে দেখা যায় পালিয়ে বিয়ে করা দুই তরুণ-তরুণীর জীবনে হঠাৎ এক দুর্ঘটনা সবকিছু উলট-পালট করে দেয়।[] চলচ্চিত্রটি ২০২২ সালের ২৭ই জানুয়ারি চরকিতে মুক্তি দেওয়া হয়।[]

টান
চলচ্চিত্রের পোস্টার
পরিচালকরায়হান রাফী
প্রযোজকরেদওয়ান রনি
চিত্রনাট্যকাররায়হান রাফী
কাহিনিকারসিদ্দিক আহমেদ
শ্রেষ্ঠাংশে
সুরকারজাহিদ নিরব
চিত্রগ্রাহকশেখ রাজীবুল ইসলাম
সম্পাদকসিমিত রায় অন্তর
পরিবেশকচরকি
মুক্তি
  • ২৭ জানুয়ারি ২০২২ (2022-01-27)
স্থিতিকাল১০৩ মিনিট
দেশবাংলাদেশ
ভাষাবাংলা

অভিনয়শিল্পীদল

সম্পাদনা

নির্মাণ

সম্পাদনা

চরকির জন্য নির্মিত এই চলচ্চিত্রের চিত্রনাট্য লিখেছেন সিদ্দিক আহমেদ ও রায়হান রাফীখাঁচার ভেতর অচিন পাখির পর এটি চরকির সঙ্গে রাফীর নির্মিত দ্বিতীয় ওয়েব চলচ্চিত্র। ২০২২ সালের ২রা জানুয়ারি এই চলচ্চিত্রের চিত্রগ্রহণ শুরু হয় এবং ১০ই জানুয়ারি চিত্রগ্রহণ সমাপ্ত হয়।[]

সঙ্গীত

সম্পাদনা

টান চলচ্চিত্রের সঙ্গীতায়োজন করেছেন জাহিদ নিরব। গানের কথা লিখেছেন রঙ্গন চক্রবর্তী, আসিফ আলতাফ, পুলক অনিল ও রাসেল মাহমুদ। গানে কণ্ঠ দিয়েছেন ইমরান, দিলশাদ নাহার কনা, জাহিদ নিরব, মাশা ইসলাম, ও রাসেল মাহমুদ।

গানের তালিকা
নং.শিরোনামগীতিকারকণ্ঠশিল্পী(গণ)দৈর্ঘ্য
১."কি করি"রঙ্গন চক্রবর্তীইমরান, দিলশাদ নাহার কনা৩:৫৬
২."ললিত"আসিফ আলতাফজাহিদ নিরব৩:২৭
৩."জীবন দিলাম"পুলক অনিলজাহিদ নিরব, মাশা ইসলাম৩:০১
৪."টান র‍্যাপ"রাসেল মাহমুদইমরান, জাহিদ নিরব, রাসেল মাহমুদ১:৩৪

পুরস্কার ও মনোনয়ন

সম্পাদনা
ব্লেন্ডারস চয়েস-দ্য ডেইলি স্টার ওটিটি অ্যান্ড ডিজিটাল কনটেন্ট পুরস্কার
প্রদানের তারিখ বিভাগ মনোনীত কর্ম ফলাফল সূত্র.
২১ অক্টোবর ২০২৩ শ্রেষ্ঠ ওয়েব চলচ্চিত্র টান মনোনীত []
শ্রেষ্ঠ পরিচালক (চলচ্চিত্র) রায়হান রাফী মনোনীত
শ্রেষ্ঠ অভিনেত্রী শবনম বুবলি মনোনীত
শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী ফারজানা ছবি মনোনীত
শ্রেষ্ঠ খল অভিনয়শিল্পী সোহেল মণ্ডল মনোনীত
শ্রেষ্ঠ কাহিনি রায়হান রাফী, সিদ্দিক আহমেদ মনোনীত
শ্রেষ্ঠ সম্পাদক সিমিত রায় অন্তর মনোনীত
শ্রেষ্ঠ সুরকার জাহিদ নিরব (গান: ”ললিত" ও "জীবন দিলাম") মনোনীত
শ্রেষ্ঠ গীতিকার আসিফ আলতাফ (গান: ”ললিত") মনোনীত
পুলক অনিল (গান: "জীবন দিলাম") মনোনীত
শ্রেষ্ঠ সঙ্গীতশিল্পী দিলশাদ নাহার কনা, ইমরান মাহমুদুল (গান: "কি করি") মনোনীত
জাহিদ নিরব (গান: ”ললিত") মনোনীত

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "পালিয়ে যাওয়া দুই তরুণ-তরুণীর দিনগুলি!"বাংলা ট্রিবিউন। ৩ জানুয়ারি ২০২২। সংগ্রহের তারিখ ৩০ অক্টোবর ২০২৩ 
  2. "চরকিতে সিয়াম–বুবলীর 'টান' আসছে আজ"দৈনিক প্রথম আলো। ২৭ জানুয়ারি ২০২২। সংগ্রহের তারিখ ২৮ অক্টোবর ২০২৩ 
  3. "'টান'-এ সিয়াম-বুবলি'র বদলে যাওয়া"বার্তা ২৪.কম। ৩ জানুয়ারি ২০২২। সংগ্রহের তারিখ ৩০ অক্টোবর ২০২৩ 
  4. "Blender's Choice-The Daily Star to celebrate the best of OTT"দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ৩১ আগস্ট ২০২৩। সংগ্রহের তারিখ ২৪ অক্টোবর ২০২৩ 

বহিঃসংযোগ

সম্পাদনা