টাঙ্গাইল-২
বাংলাদেশের জাতীয় সংসদের একটি নির্বাচনী এলাকা
(টাংগাইল-২ থেকে পুনর্নির্দেশিত)
টাঙ্গাইল-২ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি টাঙ্গাইল জেলায় অবস্থিত জাতীয় সংসদের ১৩১নং আসন।
টাঙ্গাইল-২ | |
---|---|
জাতীয় সংসদ-এর নির্বাচনী এলাকা | |
জেলা | টাঙ্গাইল জেলা |
বিভাগ | ঢাকা বিভাগ |
মোট ভোটার |
|
বর্তমান নির্বাচনী এলাকা | |
সৃষ্ট | ১৯৭৩ |
সীমানা
সম্পাদনাটাঙ্গাইল-2 আসনটি টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলা ও ভূঞাপুর উপজেলা নিয়ে গঠিত।[২]
নির্বাচিত সাংসদ
সম্পাদনানির্বাচন
সম্পাদনা২০১০-এর দশকে নির্বাচন
সম্পাদনাদল | প্রার্থী | ভোট | % | ±% | |
---|---|---|---|---|---|
আওয়ামী লীগ | খন্দকার আসাদুজ্জামান | ১,৪০,৭৫৯ | ৯৪.৬ | +৩৭.০ | |
জাতীয় পার্টি | আজিজুর রহমান তারফদার | ৮,০১৭ | ৫.৪ | প্র/না | |
সংখ্যাগরিষ্ঠতা | ১,৩২,৭৪২ | ৮৯.২ | +৭২.৮ | ||
ভোটার উপস্থিতি | ১,৪৮,৭৭৬ | ৪৭.৭ | −৪১.০ | ||
আওয়ামী লীগ নির্বাচনী এলাকা ধরে রাখে |
২০০০-এর দশকে নির্বাচন
সম্পাদনাদল | প্রার্থী | ভোট | % | ±% | ||
---|---|---|---|---|---|---|
আওয়ামী লীগ | খন্দকার আসাদুজ্জামান | ১,৪৪,৭১০ | ৫৭.৬ | +১০.০ | ||
বিএনপি | সুলতান সালাহউদ্দীন টুকু | ১,০৩,৫০৯ | ৪১.২ | -৭.৫ | ||
কেএসজেএল | খালেদা হাবিব | ২,০৩৩ | ০.৮ | -০.৮ | ||
বিকল্পধারা | মুনিরুল ইসলাম | ৫৫২ | ০.২ | প্র/না | ||
জাকের পার্টি | এনামুল হক মঞ্জু | ৪১০ | ০.২ | প্র/না | ||
সংখ্যাগরিষ্ঠতা | ৪১,২০১ | ১৬.৪ | +১৫.৩ | |||
ভোটার উপস্থিতি | ২,৫১,২১৪ | ৮৮.৭ | +১২.৮ | |||
বিএনপি থেকে আওয়ামী লীগ অর্জন করে |
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
---|---|---|---|---|---|---|
বিএনপি | আব্দুস সালাম পিন্টু | ১,০৫,২৭৩ | ৪৮.৭ | +৭.৮ | ||
আওয়ামী লীগ | খন্দকার আসাদুজ্জামান | ১,০২,৯৯৯ | ৪৭.৬ | +১.৫ | ||
ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট | শামসুল হক তালুকদার | ৪,২৯৬ | ২.০ | প্র/না | ||
কেএসজেএল | আবদুল কাদের সিদ্দিকী | ৩,৫১৯ | ১.৬ | প্র/না | ||
জাতীয় পার্টি | আজিজ বঙ্গাল | ২৩৬ | ০.১ | প্র/না | ||
সংখ্যাগরিষ্ঠতা | ২,২৭৪ | ১.১ | −৪.১ | |||
ভোটার উপস্থিতি | ২,১৬,৩২৩ | ৭৫.৯ | +০.৩ | |||
আওয়ামী লীগ থেকে বিএনপি অর্জন করে |
১৯৯০-এর দশকে নির্বাচন
সম্পাদনাদল | প্রার্থী | ভোট | % | ±% | ||
---|---|---|---|---|---|---|
আওয়ামী লীগ | খন্দকার আসাদুজ্জামান | ৭৭,০৮৬ | ৪৬.১ | +৭.২ | ||
বিএনপি | আব্দুস সালাম পিন্টু | ৬৮,৪০৬ | ৪০.৯ | -১০.৮ | ||
জাতীয় পার্টি | শামীম আল মামুন | ১৫,১৮৮ | ৯.১ | +০.৯ | ||
জামায়াতে ইসলামী | আবদুস সালাম খান | ৫,৮০১ | ৩.৫ | প্র/না | ||
গণফোরাম | ফরিদুল আলম তালুকদার | ৩৭১ | ০.২ | প্র/না | ||
ডেমোক্রেটিক রিপাবলিকান পার্টি | হেলাল উদ্দিন খান | ২৩৭ | ০.১ | প্র/না | ||
সংখ্যাগরিষ্ঠতা | ৮,৬৮০ | ৫.২ | −৭.৬ | |||
ভোটার উপস্থিতি | ১,৬৭,০৮৯ | ৭৫.৬ | +১৮.৪ | |||
বিএনপি থেকে আওয়ামী লীগ অর্জন করে |
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
---|---|---|---|---|---|---|
বিএনপি | আব্দুস সালাম পিন্টু | ৭৫,৬০৩ | ৫১.৭ | |||
আওয়ামী লীগ | হাতেম আলী তালুকদার | ৫৬,৮৫২ | ৩৮.৯ | |||
জাতীয় পার্টি | শামসুল হক তালুকদার | ১২,০১৬ | ৮.২ | |||
ইউসিএল | কে. জাহাঙ্গীর | ৫৩০ | ০.৪ | |||
জাকের পার্টি | মো. আলী | ৫১২ | ০.৪ | |||
স্বতন্ত্র | রফিকুল ইসলাম | ৪৫২ | ০.৩ | |||
স্বতন্ত্র | শ্যাম শংকর দত্ত | ২১৭ | ০.১ | |||
সংখ্যাগরিষ্ঠতা | ১৮,৭৫১ | ১২.৮ | ||||
ভোটার উপস্থিতি | ১,৪৬,১৮২ | ৫৭.২ | ||||
জাসদ (সিরাজ) থেকে বিএনপি অর্জন করে |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "টাঙ্গাইল-২ কেন্দ্র সংক্রান্ত গেজেট" (পিডিএফ)। ecs.gov.bd। বাংলাদেশ নির্বাচন কমিশন। ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২৪।
- ↑ "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১৬ জুন ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫।
- ↑ "১ম জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ৯ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ "২য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ৪ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "৩য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "৪র্থ জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ৮ জুলাই ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "Tangail-2"। বাংলাদেশের নির্বাচনের ফলাফল ২০১৪ (ইংরেজি ভাষায়)। ঢাকা ট্রিবিউন। ১৮ নভেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ "৯ম জাতীয় সংসদ নির্বাচন" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ২৮ নভেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৮।
- ↑ "মনোনয়ন জমাদানের তালিকা"। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ ক খ গ "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"। ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৯ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮।
বহিঃসংযোগ
সম্পাদনা- প্রথম আলোতে টাঙ্গাইল-২