টমাশ কুশতাক
পোলীয় ফুটবলার
টমাশ কুশতাক (IPA pronunciation: [ˈtɔmaʃ ˈkuʃtʃak] ) (জন্ম ২০ মার্চ ১৯৮২ পোল্যান্ড) একজন পোলীয় ফুটবল খেলোয়াড়, যিনি গোলরক্ষক হিসেবে প্রিমিয়ারশিপ দল ম্যানচেস্টার ইউনাইটেড ও পোল্যান্ড জাতীয় ফুটবল দলে খেলেন।
ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | টমাশ কুশতাক | ||
উচ্চতা | ১.৯০ মিটার (৬ ফুট ৩ ইঞ্চি) | ||
মাঠে অবস্থান | গোলরক্ষক | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | ম্যানচেস্টার ইউনাইটেড | ||
জার্সি নম্বর | ২৯ | ||
জ্যেষ্ঠ পর্যায়* | |||
বছর | দল | ম্যাচ (গোল) | |
১৯৯৯-২০০০ ২০০০-২০০৪ ২০০৪-২০০৬ ২০০৬-২০০৭ ২০০৭- |
Śląsk Wrocław Uerdingen Hertha Berlin ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিওন → ম্যানচেস্টার ইউনাইটেড (loan) ম্যানচেস্টার ইউনাইটেড |
০ (০) ৩১ (০) ৬ (০) ০ (০) | |
জাতীয় দল‡ | |||
২০০৩- | পোল্যান্ড | ৪ (০) | |
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং 21:48, ৯ জুন ২০০৭ (GMT +8) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা জুন ২০ ২০০৬ তারিখ অনুযায়ী সঠিক। |
ম্যানচেস্টার ইউনাইটেডের আগে তিনি খেলেছেন পোলীয় ক্লাব স্ল্যাস্ক রোক্ল, জার্মান ক্লাব কেএফসি উরদিঞ্জেন ০৫ ও হার্থা বার্লিনের হয়ে। ২০০৪ রাসে তিনি ইংল্যান্ডের ক্লাব ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিওনে যোগ দেন। ২০০৬ সালে তিনি একবছর ওয়েস্ট ব্রমে খেলার পর ম্যানচেস্টার ইউনাইটেডে চলে আসেন।
কুশতাক পোল্যান্ড অনূর্ধ্ব-২১ দলের হয়ে ১৪ টি ম্যাচ খেলেছেন এবং বর্তমানে সিনিয়র দলের হয়ে ৪টি ম্যাচে অংশ নিয়েছেন।
পরিসংখ্যান
সম্পাদনাসকল পরিসংখ্যান ৯ মে ২০০৭ সাল পর্যন্ত সঠিক
ক্লাব | মৌসুম | লিগ | এফএ কাপ | লিগ কাপ | অন্যান্য | মোট | |||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
উপস্থিতি | গোল | উপস্থিতি | গোল | উপস্থিতি | গোল | উপস্থিতি | গোল | উপস্থিতি | গোল | ||
ম্যানচেস্টার ইউনাইটেড | ২০০৬-০৭ | ৬ | ০ | ৫ | ০ | ২ | ০ | ০ | ০ | ১৩ | ০ |
ওয়েস্ট ব্রম | ২০০৫-০৬ | ২৮ | ০ | ০ | ০ | ২ | ০ | ০ | ০ | ৩০ | ০ |
২০০৪-০৫ | ৩ | ০ | ১ | ০ | ১ | ০ | ০ | ০ | ৫ | ০ | |
Total | ৩৭ | ০ | ৬ | ০ | ৫ | ০ | ০ | ০ | ৪৮ | ০ |
বহিঃসংযোগ
সম্পাদনা- সকারবেসে টমাশ কুশতাক (ইংরেজি)
- BBC Profile ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৭ মে ২০০৭ তারিখে
- Official website of the পোল্যান্ড Football Association
- Profile on FIFA World Cup 2006 website
- [১] goal scored by Neco Martínez