টমাশ কুশতাক

পোলীয় ফুটবলার

টমাশ কুশতাক (IPA pronunciation: [ˈtɔmaʃ ˈkuʃtʃak] শুনুন) (জন্ম ২০ মার্চ ১৯৮২ পোল্যান্ড) একজন পোলীয় ফুটবল খেলোয়াড়, যিনি গোলরক্ষক হিসেবে প্রিমিয়ারশিপ দল ম্যানচেস্টার ইউনাইটেডপোল্যান্ড জাতীয় ফুটবল দলে খেলেন।

টমাশ কুশতাক
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম টমাশ কুশতাক
উচ্চতা ১.৯০ মিটার (৬ ফুট ৩ ইঞ্চি)
মাঠে অবস্থান গোলরক্ষক
ক্লাবের তথ্য
বর্তমান দল
ম্যানচেস্টার ইউনাইটেড
জার্সি নম্বর ২৯
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)

১৯৯৯-২০০০
২০০০-২০০৪
২০০৪-২০০৬
২০০৬-২০০৭
২০০৭-
Śląsk Wrocław
Uerdingen
Hertha Berlin
ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিওন
ম্যানচেস্টার ইউনাইটেড (loan)
ম্যানচেস্টার ইউনাইটেড


0০ (০)
৩১ (০)
0৬ (০)
0০ (০)
জাতীয় দল
২০০৩- পোল্যান্ড 0৪ (০)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং 21:48, ৯ জুন ২০০৭ (GMT +8) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা জুন ২০ ২০০৬ তারিখ অনুযায়ী সঠিক।

ম্যানচেস্টার ইউনাইটেডের আগে তিনি খেলেছেন পোলীয় ক্লাব স্ল্যাস্ক রোক্ল, জার্মান ক্লাব কেএফসি উরদিঞ্জেন ০৫ ও হার্থা বার্লিনের হয়ে। ২০০৪ রাসে তিনি ইংল্যান্ডের ক্লাব ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিওনে যোগ দেন। ২০০৬ সালে তিনি একবছর ওয়েস্ট ব্রমে খেলার পর ম্যানচেস্টার ইউনাইটেডে চলে আসেন।

কুশতাক পোল্যান্ড অনূর্ধ্ব-২১ দলের হয়ে ১৪ টি ম্যাচ খেলেছেন এবং বর্তমানে সিনিয়র দলের হয়ে ৪টি ম্যাচে অংশ নিয়েছেন।

পরিসংখ্যান

সম্পাদনা

সকল পরিসংখ্যান ৯ মে ২০০৭ সাল পর্যন্ত সঠিক

বর্তমান দলে পারফরমেন্স
ক্লাব মৌসুম লিগ এফএ কাপ লিগ কাপ অন্যান্য মোট
উপস্থিতি গোল উপস্থিতি গোল উপস্থিতি গোল উপস্থিতি গোল উপস্থিতি গোল
ম্যানচেস্টার ইউনাইটেড ২০০৬-০৭ ১৩
ওয়েস্ট ব্রম ২০০৫-০৬ ২৮ ৩০
২০০৪-০৫
Total ৩৭ ৪৮

বহিঃসংযোগ

সম্পাদনা