ঝুঁটিত্তয়ালা মাছরাঙা
পাখির প্রজাতি
(ঝুটিয়াল মাছরাঙা থেকে পুনর্নির্দেশিত)
ঝুঁটিত্তয়ালা মাছরাঙা (Megaceryle lugubris) হল হিমালয়ের বাসিন্দা এবং উত্তর ভারত, বাংলাদেশ এই দেশগুলোর পাদদেশে এবং উত্তর ইন্দোচীন এবং দক্ষিণ-পূর্ব এশিয়া এবং জাপান প্রভৃতি জায়গায় এদের দেখতে পাওয়া যায়। এদের আকার বড় ধরনের হয় (৪১ সেমি) এবং এদের গায়ের রঙ হয় সাদা-কালো রঙের। এদের ল্যাজে সাদা-কালো ডোরাকাটা দাগ থাকে। এদের ভুরু থাকে না এবং এদের বুক সাদা রঙের হয়। কিছু কিছু সময় তা লালচে-বাদামি রঙেরও হয়ে থাকে। এই পাখিগুলোকে প্রধানত পাহাড়ী নদীতে এবং কিছু কিছু সময়ে বড় বড় নদীর তীরেও দেখতে পাওয়া যায়।
ঝুঁটিত্তয়ালা মাছরাঙা | |
---|---|
প্রাপ্তবয়স্ক ঝুঁটিত্তয়ালা মাছরাঙা, জিম করবেট জাতীয় উদ্যান, ভারত | |
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস | |
জগৎ: | প্রাণীজগৎ |
পর্ব: | কর্ডাটা |
শ্রেণী: | পক্ষী |
বর্গ: | Coraciiformes |
পরিবার: | Cerylidae |
গণ: | Megaceryle |
প্রজাতি: | M. lugubris |
দ্বিপদী নাম | |
Megaceryle lugubris (টেমিঙ্ক, ১৮৩৪) | |
The Distribution of the Crested Kingfisher |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ BirdLife International (২০১২)। "Megaceryle lugubris"। বিপদগ্রস্ত প্রজাতির আইইউসিএন লাল তালিকা। সংস্করণ 2013.2। প্রকৃতি সংরক্ষণের জন্য আন্তর্জাতিক ইউনিয়ন। সংগ্রহের তারিখ ২৬ নভেম্বর ২০১৩।
উইকিমিডিয়া কমন্সে ঝুঁটিত্তয়ালা মাছরাঙা সংক্রান্ত মিডিয়া রয়েছে।
পাখি বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |