ঝিনাইদহ-২
বাংলাদেশের জাতীয় সংসদের একটি নির্বাচনী এলাকা
ঝিনাইদহ-২ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি ঝিনাইদহ জেলায় অবস্থিত জাতীয় সংসদের ৮২নং নির্বাচনী আসন।
ঝিনাইদহ-২ | |
---|---|
জাতীয় সংসদ-এর নির্বাচনী এলাকা | |
জেলা | ঝিনাইদহ জেলা |
বিভাগ | খুলনা বিভাগ |
মোট ভোটার |
|
বর্তমান নির্বাচনী এলাকা | |
সৃষ্ট | ১৯৮৪ |
সীমানা
সম্পাদনাএই আসনটি হরিণাকুন্ডু উপজেলা এবং ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়ন, ঘোড়াশাল ইউনিয়ন, ফুরসুন্ধি ইউনিয়ন ও মহারাজপুর ইউনিয়ন ব্যতীত গঠিত।[২]
নির্বাচিত সাংসদ
সম্পাদনানির্বাচন
সম্পাদনা২০১০-এর দশকে নির্বাচন
সম্পাদনাদল | প্রার্থী | ভোট | % | ±% | ||
---|---|---|---|---|---|---|
স্বতন্ত্র | তাহজীব আলম সিদ্দিকী | ৬৭,৯৮৪ | ৫৬.১ | প্র/না | ||
আওয়ামী লীগ | মোঃ শফিকুল ইসলাম | ৫১,২৪৪ | ৪২.৩ | -৯.৩ | ||
বিএনএফ | মোঃ মমিনুল ইসলাম | ১,৮৫৮ | ১.৫ | প্র/না | ||
সংখ্যাগরিষ্ঠতা | ১৬,৭৪০ | ১৩.৮ | +৯.২ | |||
ভোটার উপস্থিতি | ১,২১,০৮৬ | ৩২.০ | −৫৯.৪ | |||
আওয়ামী লীগ থেকে স্বতন্ত্র অর্জন করে |
২০০০-এর দশকে নির্বাচন
সম্পাদনাদল | প্রার্থী | ভোট | % | ±% | ||
---|---|---|---|---|---|---|
আওয়ামী লীগ | মোঃ শফিকুল ইসলাম | ১,৬১,০৬২ | ৫১.৬ | +৭.৪ | ||
বিএনপি | মসিউর রহমান | ১,৪৬,৭৩৬ | ৪৭.১ | +২.৯ | ||
ইসলামী আন্দোলন | মোঃ শরাফত হোসেন জোয়ারদার | ৩,৪৯৫ | ১.১ | প্র/না | ||
প্রগদ | মোঃ মিজানুর রহমান | ৩৬১ | ০.১ | প্র/না | ||
জাসদ (রব) | মিসেস রেহেনা আখতার হিরা | ১৮৮ | ০.১ | প্র/না | ||
সংখ্যাগরিষ্ঠতা | ১৪,৩২৬ | ৪.৬ | −৫.৬ | |||
ভোটার উপস্থিতি | ৩,১১,৮৪২ | ৯১.৪ | +৫.৭ | |||
বিএনপি থেকে আওয়ামী লীগ অর্জন করে |
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
---|---|---|---|---|---|
বিএনপি | মসিউর রহমান | ১,৪৪,৯৫১ | ৫৪.৪ | +১৩.৫ | |
আওয়ামী লীগ | নুর-এ-আলম সিদ্দিকি | ১,১৭,৭০৬ | ৪৪.২ | +১০.৪ | |
ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট | মোঃ জালাল উদ্দিন আহমেদ | ৩,২৪৫ | ১.২ | প্র/না | |
বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ-খালেকুজ্জামান) | তাহেরা বেগম জলি | ২০৬ | ০.১ | প্র/না | |
গণতন্ত্রি পার্টি | মোঃ রেজাউল করিম | ১১০ | ০.০ | প্র/না | |
সংখ্যাগরিষ্ঠতা | ২৭,২৪৫ | ১০.২ | +৩.১ | ||
ভোটার উপস্থিতি | ২,৬৬,২১৮ | ৮৫.৭ | +১.৩ | ||
বিএনপি নির্বাচনী এলাকা ধরে রাখে |
১৯৯০-এর দশকে নির্বাচন
সম্পাদনাদল | প্রার্থী | ভোট | % | ±% | |
---|---|---|---|---|---|
বিএনপি | মসিউর রহমান | ৮৩,৯৬৭ | ৪০.৯ | -৬.৪ | |
আওয়ামী লীগ | নুর-এ-আলম সিদ্দিকি | ৬৯,৩৫৩ | ৩৩.৮ | +১০.২ | |
জামায়াতে ইসলামী | নুর মোহাম্মদ | ৪১,২৪৭ | ২০.১ | -১.০ | |
জাতীয় পার্টি | মোঃ মোশাররফ হোসেন মুসা | ৮,৪১১ | ৪.১ | -০.৮ | |
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ | আরিফ বিল্লাহ | ১,২৩৭ | ০.৬ | প্র/না | |
জাকের পার্টি | মোঃ আবু তালেব | ৮৯৬ | ০.৪ | -১.৬ | |
বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (খালেকুজ্জামান) | তাহেরা বেগম জলি | ১৩০ | ০.১ | প্র/না | |
ফ্রিডম পার্টি | আনোয়ারুল করিম | ৪১ | ০.০ | -০.১ | |
সংখ্যাগরিষ্ঠতা | ১৪,৬১৪ | ৭.১ | −১৬.৬ | ||
ভোটার উপস্থিতি | ২,০৫,২৮২ | ৮৪.৪ | +১৮.৪ | ||
বিএনপি নির্বাচনী এলাকা ধরে রাখে |
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
---|---|---|---|---|---|---|
বিএনপি | মসিউর রহমান | ৭৬,০০১ | ৪৭.৩ | |||
আওয়ামী লীগ | মতিউর রহমান | ৩৭,৯২৩ | ২৩.৬ | |||
জামায়াতে ইসলামী | মোঃ আবুল কাশেম | ৩৩,৯৭৫ | ২১.১ | |||
জাতীয় পার্টি | আশরাফুল আবেদিন | ৭,৯১২ | ৪.৯ | |||
জাকের পার্টি | কে এম জাহাঙ্গীর মজমাদর | ৩,১৬৬ | ২.০ | |||
বিকেএ | হাতেম আলী | ১,৪৫৫ | ০.৯ | |||
জাসদ (রব) | মোঃ শফিউর রহমান | ১৬৯ | ০.১ | |||
ফ্রিডম পার্টি | আনোয়ারুল করিম | ৮৯ | ০.১ | |||
বাংলাদেশ ইউনাইটেড কমিউনিস্ট লীগ | মোঃ আব্দুল মতিন মিয়া | ৫৭ | ০.০ | |||
সংখ্যাগরিষ্ঠতা | ৩৮,০৭৮ | ২৩.৭ | ||||
ভোটার উপস্থিতি | ১,৬০,৭৪৭ | ৬৬.০ | ||||
জাতীয় পার্টি থেকে বিএনপি অর্জন করে |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "ঝিনাইদহ-২ কেন্দ্র সংক্রান্ত গেজেট" (পিডিএফ)। ecs.gov.bd। বাংলাদেশ নির্বাচন কমিশন। ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২৪।
- ↑ "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১৬ জুন ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫।
- ↑ "৩য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "৪র্থ জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ৮ জুলাই ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "Jhenaidah-2"। বাংলাদেশের নির্বাচনের ফলাফল ২০১৪ (ইংরেজি ভাষায়)। ঢাকা ট্রিবিউন। ১৯ মে ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ "Electoral Area Result Statistics: Jhenaidah-2"। আমারএমপি (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৫ মার্চ ২০১৮।
- ↑ "মনোনয়ন জমাদানের তালিকা"। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ ক খ গ "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"। ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৯ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮।
বহিঃসংযোগ
সম্পাদনা- প্রথম আলোতে ঝিনাইদহ-২