ঝাওয়াইল ইউনিয়ন
টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার একটি ইউনিয়ন
ঝাওয়াইল টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার একটি ইউনিয়ন।[১]
ঝাওয়াইল | |
---|---|
ইউনিয়ন | |
বাংলাদেশে ঝাওয়াইল ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৪°৩৬′০″ উত্তর ৮৯°৫১′৩৬″ পূর্ব / ২৪.৬০০০০° উত্তর ৮৯.৮৬০০০° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | ঢাকা বিভাগ |
জেলা | টাঙ্গাইল জেলা |
উপজেলা | গোপালপুর উপজেলা |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
অবস্থান ও আয়তন
সম্পাদনাঝাওয়াইল ইউনিয়ন গোপালপুর উপজেলার একটি ইউনিয়ন।এই ইউনিয়ন ঝিনাই নদীর পাড়ে অবস্থিত।
শিক্ষা
সম্পাদনাএই অনুচ্ছেদটি খালি। আপনি এখানে যোগ করে সাহায্য করতে পারেন। |
গ্রাম ভিত্তিক লোকসংখ্যা
সম্পাদনা- ভেঙ্গুলা = ৪০০০ জন।[২]
- ছয়ানীপাড়া= ১২০০ জন।
- বেড়ীপটল = ১৫০০ জন।
- ঘোড়ামারা=১২০০ জন।
- বেড়াডাকুরী= ৩৫০০ জন।
- পাকুটিয়া = ৪৩০০ জন।
- ঝাওয়াইল = ৫০০০ জন।
- গোলাবাড়ী= ২০০০ জন।
- দড়িসয়া=৩৫০০ জন।
- মৌড়াডাকুরী=৩০০০ জন।
- গান্দাইল ডাকুরী = ৮০০ জন।
- মোহাইল = ৩৫০০ জন।
- কাহেতা = ৫০০০ জন।
- সোনামুই= ৩৩০০ জন ।
- চক ভরুয়া = ১০০০ জন।
- ভাদাই = ৪৫০০ জন।
- হরিষা= ৩৫০০ জন।
- পাতিলাডুবি= ১৫০ জন।
প্রশাসনিক ব্যবস্থা
সম্পাদনাএই অনুচ্ছেদটি খালি। আপনি এখানে যোগ করে সাহায্য করতে পারেন। |
শিক্ষাপ্রতিষ্ঠান
সম্পাদনাএই ইউনিয়নে ৪ টি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে।এই এলাকায় কোনো কলেজ নেই।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Jhawail Union - ঝাওয়াইল ইউনিয়ন"। ২০ আগস্ট ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ জুন ২০১৬।
- ↑ "গ্রাম ভিত্তিক লোকসংখ্যা"। সংগ্রহের তারিখ ২২ জুন ২০১৬।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]