জ্যানেট ম্যাকটির

ব্রিটিশ অভিনেত্রী

জ্যানেট ম্যাকটির ওবিই (জন্ম ৫ আগস্ট ১৯৬১)[][][] হলেন একজন ইংরেজ অভিনেত্রী। তিনি ১৯৯৭ সালে আ ডল্‌স হাউজ (১৯৯৬-১৯৯৭) মঞ্চনাটকে নোরা চরিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে টনি পুরস্কার, লরন্স অলিভিয়ে পুরস্কারড্রামা ডেস্ক পুরস্কার অর্জন করেন। তিনি ১৯৯৯ সালের টাম্বলউইডস চলচ্চিত্রে অভিনয় করে সেরা সঙ্গীতধর্মী বা হাস্যরসাত্মক চলচ্চিত্র অভিনেত্রী বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কার অর্জন করেন ও শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন এবং ২০১১ সালে অ্যালবার্ট নবস চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন

জ্যানেট ম্যাকটির

Janet McTeer
২০১৫ সালের ফেব্রুয়ারিতে বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ম্যাকটির
জন্ম (1961-08-05) ৫ আগস্ট ১৯৬১ (বয়স ৬৩)[]
মাতৃশিক্ষায়তনরয়্যাল একাডেমি অব ড্রামাটিক আর্ট
কর্মজীবন১৯৮৫-বর্তমান

ম্যাকটির ১৯৮৪ সালে পেশাদার মঞ্চে অভিনয় শুরু ক্রএন। তিনি ১৯৮৬ সালে দ্য গ্রেস অব ম্যারি ট্রেভার্স নাটকে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ নবাগত বিভাগে লরন্স অলিভিয়ে পুরস্কারের মনোনয়ন লাভ করেন। তার অন্যান্য কাজগুলো হল লন্ডনে আঙ্কল ভানিয়া-তে ইয়েলেনা, লন্ডন ও নিউ ইয়র্কে গড অব কার্নেজ-এ ভেরোনিক ও ম্যারি স্টুয়ার্ট-এ নাম ভূমিকায় অভিনয়। শেষোক্ত কাজের জন্য তিনি ২০০৯ সালে তার দ্বিতীয় ড্রামা ডেস্ক পুরস্কার অর্জন করেন। টেলিভিশনে তিনি লিন্ডা লা প্ল্যান্টের দ্য গভর্নর (১৯৯৫-১৯৯৬) ধারাবাহিকে নাম ভূমিকায় অভিনয় করেন। তিনি ইনটু দ্য স্টর্ম (২০০৯)-এর জন্য সেরা পার্শ্ব অভিনেত্রী বিভাগে প্রাইমটাইম এমি পুরস্কারগোল্ডেন গ্লোব পুরস্কারের মনোনয়ন লাভ করেন এবং দ্য হোয়াইট কুইন (২০১৩)-এর জন্য সেরা পার্শ্ব অভিনেত্রী বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কারের মনোনয়ন করেন।

তার অভিনীত অন্যান্য উল্লেখযোগ্য চলচ্চিত্র হল হাফ মুন স্ট্রিট (১৯৮৬), হকস (১৯৮৮), উদারিং হাইটস (১৯৯২), ক্যারিংটন (১৯৯৫), ভেলভেট গোল্ডমাইন (১৯৯৮), সংক্যাচার (২০০০), দি ইন্টেন্ডেড (২০০২), অ্যাজ ইউ লাইক ইট (২০০৬), টাইডল্যান্ড (২০০৫), ক্যাট রান (২০১১), দ্য ওম্যান ইন ব্ল্যাক (২০১২), ম্যালেফিসেন্ট (২০১৪), দ্য ডাইভারজেন্ট ধারাবাহিক (২০১৫-২০১৬) এবং মি বিফোর ইউ (২০১৬)।

প্রারম্ভিক জীবন

সম্পাদনা

ম্যাকটির ১৯৬১ সালের ৫ই আগস্ট ইংল্যান্দের নিউক্যাসল আপন টাইনের ওয়ালসেন্ডে জন্মগ্রহণ করেন। তার পিতা অ্যালান ম্যাকটির এবং মাতা জিন (বিবাহপূর্ব মরিস)। তিনি ইয়র্কে তার শৈশব কাটান।[] তিনি বর্তমানে বিলুপ্ত কুইন অ্যান গ্রামার স্কুল ফর গার্লসে পড়াশোনা করেন। তিনি ইয়র্ক মিনস্টারের ওল্ড স্টার ইন ও শহরের থিয়েটার রয়্যালে কাজ করেন।[] তিনি স্থানীয়ভাবে জোসেফ রাউনট্রি থিয়েটারে রাউনট্রি প্লেয়ার্সদের সাথে মঞ্চে কাজ করেন এবং পরে রয়্যাল একাডেমি অব ড্রামাটিক আর্টে প্রশিক্ষণ গ্রহণ করে। রয়্যাল একাডেমি থেকে তার প্রশিক্ষণ সমাপ্তের পর তিনি রয়্যাল এক্সচেঞ্জ থিয়েটারের হয়ে কাজ শুরু করেন।[]

পুরস্কার ও সম্মাননা

সম্পাদনা

ম্যাকটির ২০০৮-এ রানীর জন্মদিন সম্মাননায় অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ারের অফিসার খেতাবে ভূষিত হন।[]

বছর পুরস্কার বিভাগ মনোনীত কর্ম ফলাফল
১৯৯৯ গোল্ডেন গ্লোব পুরস্কার সেরা অভিনেত্রী - সঙ্গীতধর্মী বা হাস্যরসাত্মক চলচ্চিত্র টাম্বলউইডস বিজয়ী
ন্যাশনাল বোর্ড অব রিভিউ শ্রেষ্ঠ অভিনেত্রী
স্যাটেলাইট পুরস্কার শ্রেষ্ঠ অভিনেত্রী - সঙ্গীতধর্মী বা হাস্যরসাত্মক চলচ্চিত্র
একাডেমি পুরস্কার শ্রেষ্ঠ অভিনেত্রী মনোনীত
শিকাগো চলচ্চিত্র সমালোচক সমিতি পুরস্কার শ্রেষ্ঠ অভিনেত্রী
শ্রেষ্ঠ প্রতিশ্রুতিশীল অভিনেত্রী
ইন্ডিপেন্ডেন্ট স্পিরিট পুরস্কার শ্রেষ্ঠ অভিনেত্রী
লন্ডন চলচ্চিত্র সমালোচক সমিতি পুরস্কার বর্ষসেরা অভিনেত্রী
নিউ ইয়র্ক চলচ্চিত্র সমালোচক সমিতি পুরস্কার শ্রেষ্ঠ অভিনেত্রী
অনলাইন চলচ্চিত্র সমালোচক সমিতি পুরস্কার শ্রেষ্ঠ অভিনেত্রী
স্ক্রিন অ্যাক্টরস গিল্ড পুরস্কার সেরা অভিনেত্রী - চলচ্চিত্র

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Ms Janet McTeer, OBE"ডারব্রেট্‌স পিপল অব টুডে। ১০ জুন ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ আগস্ট ২০২০ 
  2. হুইটিং, কেট (১৯ জানুয়ারি ২০০৯)। "Janet McTeer: A tall order's no trouble"চেস্টার ক্রনিকল। সংগ্রহের তারিখ ৫ আগস্ট ২০২০ 
  3. Births, Marriages, & Deaths Index of England & Wales, 1916–2005; at ancestry.com
  4. "Person: janet-mcteer"ইয়াহু মুভিজ। ১৫ নভেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  5. York Press, 26 January 2012
  6. "নং. 58729"দ্যা লন্ডন গেজেট (সম্পূরক) (ইংরেজি ভাষায়)। ১৪ জুন ২০০৮। 

বহিঃসংযোগ

সম্পাদনা