জ্যাক ম্যাকলেস (জন্ম ৮ জুলাই ১৯৪৫) একজন ফরাসি দাবাড়ু, ফিদে মাস্টার, ফরাসি দাবা চ্যাম্পিয়নশিপ (১৯৭০) বিজয়ী এবং প্যারিস সিটি দাবা চ্যাম্পিয়নশিপ (১৯৭৫) বিজয়ী।

জ্যাক ম্যাকলেস
দেশফ্রান্স
জন্ম (1945-07-08) ৮ জুলাই ১৯৪৫ (বয়স ৭৯)
খেতাবফিদে মাস্টার
ফিদে রেটিং2301 (February 2013)
সর্বোচ্চ রেটিং২৩৭৫ (জানু ১৯৮৮)

১৯৬৫ সালে, বার্সেলোনায়, জ্যাক ম্যাকলেস ৮ম বিশ্ব জুনিয়র দাবা চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করেন এবং ১৭ তম স্থান অধিকার করেন।[] এছাড়াও তিনি ফ্রান্সে ১৯৬০-১৯৮০-এর দশকে অনুষ্ঠিত বেশ কয়েকটি আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। জ্যাক ম্যাকলেস ১৯৭০ সালে[] ফরাসি দাবা চ্যাম্পিয়নশিপ এবং ১৯৭৫ সালে প্যারিস সিটি দাবা চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন।

জ্যাক ম্যাকলেস দাবা অলিম্পিয়াডে ফ্রান্সের হয়ে খেলেছেন :[]

  • ১৯৭৪ সালে, নিসের ২১তম দাবা অলিম্পিয়াডে প্রথম বোর্ডে (+৬, =৭, -৪)।

তথ্যসূত্র

সম্পাদনা

বহিঃসংযোগ

সম্পাদনা