জোসেফা ফ্রান্সিসকো

নারী অধিকারকর্মী

জোসেফা "জিগি" ফ্রান্সিসকো (মৃত্যু: ২২ জুলাই ২০১৫) নারীর সমতা ও নারীর অধিকার বিষয়ক কর্মী ও গবেষক ছিলেন।[] নারীর অধিকারের সামাজিক মর্যাদা এবং অধিকার আদায়ের বোধ নিয়ে তিনি গবেষণা করেন। তিনি জাতিসংঘের সাথে ঘনিষ্ঠভাবে বিভিন্ন প্রকল্প পরিচালনা করেছেন।[][]

জোসেফা "জিগি" ফ্রান্সিসকো
মৃত্যু২২ জুলাই ২০১৫
পেশাগবেষক, ডনের বৈশ্বিক সমন্বয়ক
প্রতিষ্ঠানআইসিস ইন্টারন্যাশনাল
উইম্যান অ্যান্ড জেন্ডার ইনস্টিটিউট
ডন

কর্মজীবন

সম্পাদনা

শিক্ষাদান এবং লেখনীর মাধ্যমে তিনি তার প্রযুক্তিগত অভিজ্ঞতা, তার দৃষ্টিভঙ্গি এবং সামাজিক আন্দোলনের সূত্রপাত করেন তরুণ প্রজন্মের মধ্যে। ১৯৯৯ থেকে ২০০২ পর্যন্ত তিনি আইসিস ইন্টারন্যাশনালের সদস্য হিসেবে কাজ করেন। এই সংগঠনটি আন্তর্জাতিকভাবে নারীর অধিকার নিয়ে কাজ করে।[] পরবর্তীতে তিনি উইম্যান অ্যান্ড জেন্ডার ইনস্টিটিউট (ওয়াগি) নামক সংগঠনটির নির্বাহী পরিচালক হিসেবে তিনি দায়িত্ব পালন করেন। এই সংগঠনটি ১৯৯৯ সাল থেকে নারী অধিকার বিষয়ক নানাবিধ অনলাইন কোর্স পরিচালনা করত।[] তিনি নতুন যুগের নারীদের জন্য উন্নয়নের বিকল্প (ডেভেলপমেন্ট অল্টারনেটিভস ফর উইম্যান ইন আ নিউ এরা) তথা ডন নামক সংগঠনের সদস্য ছিলেন। সংগঠনটি বৈশ্বিক দক্ষিণ অঞ্চল থেকে নারীর কণ্ঠ ও দৃষ্টিভঙ্গি বিশ্বে ছড়িয়ে দেওয়ার কাজ করে থাকে। সংগঠনটির বৈশ্বিক সমন্বয়ক হিসেবে তিনি ২০০৮ থেকে ২০১৪ সাল পর্যন্ত কাজ করেন। জাতিসংঘ এবং ডন একত্রে এশিয়া-প্যাসিফিক অঞ্চলে কাজ করে চলে জিগির নেতৃত্বে। তাদের মধ্যকার কাজ দ্য ফিউচার দ্য এশিয়া প্যাসিফিক উইম্যান ওয়ন্ট নামে ২০১৫ সালে প্রকাশিত হয়। তিনি নারী নেতৃত্ব উন্নয়নের জন্য কাজ করে চলা মিরিয়াম কলেজে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত ছিলেন।[] দারিদ্র্য, জেন্ডার, উন্নয়ন এবং নারীবাদী আন্দোলনের ব্যাপারে তিনি গুরুত্বপূর্ণ গবেষণা করেন।[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Josefa "Gigi" Francisco, In Remembrance"। ২৪ জুলাই ২০১৫। সংগ্রহের তারিখ ১০ মার্চ ২০২০ 
  2. "Connecting the Global and the Local: Women's Human Rights Movements and the Critique of Globalization"ডব্লিউএইচআরনেট। অক্টোবর ২০০২। ১৭ মার্চ ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ মার্চ ২০২০ 
  3. Joanna Kerr, Ellen Sprenger, Alison Symington (২০০৪)। The Future of Women's Rights: Global Visions and Strategies। Zed Books। পৃষ্ঠা ৬৯। আইএসবিএন 1842774581 
  4. "An Interview with DAWN's Global Coordinator, Gigi Francisco"ডব্লিউএইচআরনেট। ৫ জানুয়ারি ২০০৯। সংগ্রহের তারিখ ১০ মার্চ ২০২০ 
  5. "AWID remembers Josefa "Gigi" Francisco"ডব্লিউএইচআরনেট। ২৮ জুলাই ২০১৫। সংগ্রহের তারিখ ১০ মার্চ ২০২০