জোসেপ ভায়ে
স্পেনীয় ফুটবল খেলোয়াড়
হোসে ভায়ে মাস (১৩ নভেম্বর ১৯১৮ – ৩১ ডিসেম্বর ২০০৫) বার্সেলোনার একজন আক্রমণভাগের খেলোয়াড় ছিলেন।[১][২] তিনি তার ক্যারিয়ারের অধিকাংশ সময় বার্সেলোনার হয়ে খেলেছেন, যেখানে তিনি ৭৭ ম্যাচে ২০টি গোল করেছেন। অতঃপর তিনি এক মৌসুমের জন্য বাদালোনার হয়ে খেলার পর, সান আর্দ্রেসে যোগদান করেন, যেখানে তিনি ১৭ ম্যাচে ২টি গোল করেছেন। তিনি ১৯৫২ সালে সান আর্দ্রেসের হয়ে খেলার পর ফুটবলকে বিদায় জানান। তিনি তার ক্যারিয়ারে সর্বমোট ১১২টি ম্যাচে ২৩টি গোল করেছেন।
ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | হোসে ভায়ে মাস | ||
জন্ম | ১৩ নভেম্বর ১৯১৮ | ||
জন্ম স্থান | তারোল, স্পেন | ||
মৃত্যু | ৩১ ডিসেম্বর ২০০৫ | (বয়স ৮৭)||
মাঠে অবস্থান | আক্রমণভাগের খেলোয়াড় | ||
জ্যেষ্ঠ পর্যায়* | |||
বছর | দল | ম্যাচ | (গোল) |
১৯৪০–১৯৪৯ | বার্সেলোনা | ৭৭ | (২০) |
১৯৪৯–১৯৫০ | বাদালোনা | ১৮ | (১) |
১৯৫০–১৯৫২ | সান আর্দ্রেস | ১৭ | (২) |
মোট | ১১২ | (২৩) | |
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে |
অর্জন
সম্পাদনা- লা লিগা (৩): ১৯৪৪–৪৫, ১৯৪৭–৪৮, ১৯৪৮–৪৯
- লাতিন কাপ (১): ১৯৪৮–৪৯
- এভা দুয়ার্তে কাপ (১): ১৯৪৮–৪৯
- হেনেরালিসিমো কাপ (১): ১৯৪১–৪২
- কোপা দে অরো আর্জেন্টিনা (১): ১৯৪৫–৪৬
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Josep Valle"। fcbarcelona.com (ইংরেজি ভাষায়)। বার্সেলোনা। ২রা ফেব্রুয়ারি ২০১৯। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|তারিখ=
(সাহায্য) - ↑ "Valle: José Valle Mas"। bdfutbol.com (ইংরেজি ভাষায়)। বিডিফুটবল। ২রা ফেব্রুয়ারি ২০১৯। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|তারিখ=
(সাহায্য)
বহিঃসংযোগ
সম্পাদনা- বিডিফুটবলে জোসেপ ভায়ে (ইংরেজি)
- বার্সেলোনার ওয়েবসাইট জোসেপ ভায়ে