জোরাম ন্যাশনালিস্ট পার্টি
ভারতের রাজনৈতিক দল
জোরাম ন্যাশনালিস্ট পার্টি হল ভারতের মিজোরাম রাজ্যের একটি স্বীকৃত রাজ্য রাজনৈতিক দল। দলটি অতীতে মিজো ন্যাশনাল ফ্রন্ট (ন্যাশনালিস্ট) (এমএনএফ(এন)) নামে পরিচিত ছিল। প্রাক্তন সাংসদ লালডুহোমা এই দলের নেতা। ১৯৯৭ সালে মিজো ন্যাশনাল ফ্রন্ট ভেঙে এমএনএফ(এন) গঠিত হয়।
জোরাম ন্যাশনালিস্ট পার্টি | |
---|---|
নেতা | লাডুহাওমা |
প্রতিষ্ঠা | ১৯৯৭ |
সদর দপ্তর | ট্রেজারি স্কোয়ার, আইজল, মিজোরাম |
স্বীকৃতি | রাজ্য রাজনৈতিক দল[১] |
নির্বাচনী প্রতীক | |
ভারতের রাজনীতি রাজনৈতিক দল নির্বাচন |
দলটি ২০০৩ ও ২০০৮ সালের বিধানসভা নির্বাচনে মিজোরাম বিধানসভায় দু’টি আসন জয় করেছিল। বর্তমানে জোরাম ন্যাশনালিস্ট পার্টি জোরাম পিপল’স মুভমেন্টের অঙ্গীভূত হয়েছে।[২]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "List of Political Parties and Election Symbols main Notification Dated 18.01.2013" (পিডিএফ)। India: Election Commission of India। ২০১৩। সংগ্রহের তারিখ ৯ মে ২০১৩।
- ↑ "Mizoram: MPC severs ties with Zoram People's Movement"। eastmojo। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৯।
বহিঃসংযোগ
সম্পাদনা- ZNP Official Website - http://www.zoramnationalistparty.org[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]