জে এম সেন স্কুল এন্ড কলেজ
চট্টগ্রামে অবস্থিত একটি শিক্ষাপ্রতিষ্ঠান
জে এম সেন স্কুল এন্ড কলেজ বা যাত্রা মোহন সেন স্কুল এন্ড কলেজ চট্টগ্রামের ফিরিঙ্গীবাজারে অবস্থিত একটি বেসরকারি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান। শিক্ষাপ্রতিষ্ঠানটি ১৯১৩ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত হয় এবং এটি কোতোয়ালী থানার অন্তর্গত।
জে এম সেন স্কুল এন্ড কলেজ (যাত্রা মোহন সেন স্কুল এন্ড কলেজ) | |
---|---|
অবস্থান | |
কবি নজরুল ইসলাম সড়ক, ফিরিঙ্গীবাজার , ৪০০০ | |
স্থানাঙ্ক | ২২°১৯′৫৩″ উত্তর ৯১°৫০′১৪″ পূর্ব / ২২.৩৩১৪৫০° উত্তর ৯১.৮৩৭০৯৬° পূর্ব |
তথ্য | |
ধরন | বেসরকারি ও এমপিওভুক্ত |
নীতিবাক্য | Read, in the name of your lord (পড়, তোমার প্রভুর নামে ) |
প্রতিষ্ঠাকাল | ১৯১৩ |
বিদ্যালয় বোর্ড | চট্টগ্রাম শিক্ষা বোর্ড |
বিদ্যালয় জেলা | চট্টগ্রাম জেলা |
বিদ্যালয় কোড | ইআইআইএন: ১০৪৫০৭ |
অধ্যক্ষ | রেজাউল করিম (ভারপ্রাপ্ত) |
শ্রেণি | ৬ষ্ঠ-১২শ |
ওয়েবসাইট | www |
সর্বশেষ হালনাগাদ: ১০ই জুলাই, ২০২২ খ্রিষ্টাব্দ |
ইতিহাস
সম্পাদনা১৯১৩ খ্রিষ্টাব্দে যাত্রামোহন সেন এর জমি ও অর্থ সহায়তায় চট্টগ্রামের ফিরিঙ্গীবাজারে জে এম সেন হাইস্কুল প্রতিষ্ঠিত হয়। যাত্রামোহন সেনের নামানুসারে বিদ্যালয়টির নামকরণ করা হয় জে এম সেন হাই স্কুল। স্বদেশী যুগে চট্টগ্রামে স্থাপিত বিদ্যালয় গুলোর মধ্যে এটি অন্যতম।
উল্লেখযোগ্য শিক্ষার্থী
সম্পাদনা- কবরী – চিত্রনায়িকা, চলচ্চিত্র পরিচালক এবং নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য।[১]
- খাজা নিজাম উদ্দিন ভূঁইয়া – বীর উত্তম খেতাব প্রাপ্ত শহীদ মুক্তিযোদ্ধা, বুদ্ধিজীবী এবং সংস্কৃতিকর্মী।[২]
- কুমার বিশ্বজিৎ – সঙ্গীতশিল্পী
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "ফিরিঙ্গিবাজারে যেমন ছিলো কবরীর শৈশব - প্রথম আলো"। www.prothomalo.com।
- ↑ "খাজা নিজামউদ্দীন ভূঁইয়া - প্রথম আলো"। www.prothomalo.com।