জে. ওম প্রকাশ
জয় ওম প্রকাশ (১৯২৭-২০১৯) একজন ভারতীয় চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক ছিলেন যিনি ব্রিটিশ ভারতের পাঞ্জাবের শিয়ালকোটে জন্মেছিলেন। তিনি আপ কি কসম (১৯৭৪), আখির কিউঁ (১৯৮৫) এর মত ব্যবসাসফল চলচ্চিত্র পরিচালনা করেছিলেন যাতে রাজেশ খান্না মুখ্য পুরুষ চরিত্রে অভিনয় করেছিলেন। এছাড়া, তিনি আপনাপান (১৯৭৭), আশা (১৯৮০), আপনা বানা লো (১৯৮২), অর্পণ (১৯৮৩), আদমি খিলোনা হ্যায় (১৯৯৩) এর মত চলচ্চিত্র পরিচলনা করেছিলেন যাতে মুখ্য পুরুষ চরিত্রে অভিনয় করেছিলেন জিতেন্দ্র।[৩][৪] তার মেয়ে পিংকি বিবাহ বন্ধনে আবদ্ধ হন রাকেশ রোশনের সাথে এবং এর দরুন তিনি ঋত্বিক রোশানের সম্পর্কে নানা হন।[২][৫]
জয় ওম প্রকাশ | |
---|---|
জন্ম | [১][২] | ২৪ জানুয়ারি ১৯২৭
মৃত্যু | ৭ আগস্ট ২০১৯ | (বয়স ৯২)
জাতীয়তা | ভারতীয় |
পেশা | চলচ্চিত্র পরিচালক চলচ্চিত্র প্রযোজক |
তিনি আস কা পাঞ্ছি (১৯৬১), আয়ে মজলা কি বেলা (১৯৬৪), আয়ে দিন বাহার কে (১৯৬৬), আয়া সাওয়ান ঝুম কে (১৯৬৯), আখোঁ আখোঁ মেঁ (১৯৭২) ও আখির কিউঁ (১৯৮৫) এর মত চলচ্চিত্র প্রযোজনা করেছিলেন।
রাজেশ খান্না ও মুমতাজ অভিনীত ব্যবসাসফল চলচ্চিত্র আপ কি কসম পরিচালনার মাধ্যমে চলচ্চিত্র পরিচালক হিসেবে অভিষেক ঘটে তার। তার অধিকাংশ চলচ্চিত্রের নাম ইংরেজি হরফ এ দিয়ে শুরু।
তিনি ১৯৮৩ সালে মুক্তিপ্রাপ্ত ব্যবসাসফল পাঞ্জাবি চলচ্চিত্র আসরা পেয়ার দা পরিচালনা করেছিলেন। তিনি ১৯৭৫ সালে আন্ধি চলচ্চিত্রটি পরিচালনা করেন। চলচ্চিত্রটি ব্যবসাসফল না হলেও সমালোচকদের নিকট প্রশংসা অর্জন করে। তিনি ১৯৯৫ সাল থেকে ১৯৯৬ সাল পর্যন্ত ভারতীয় চলচ্চিত্র ফেডারেশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।[৬][৭]
জয় ওম প্রকাশ ২০১৯ সালের ৭ আগস্ট মুম্বাইয়ে নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন।[৮][৯][১০] মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর।[২]
চলচ্চিত্র তালিকা
সম্পাদনাপরিচালক
সম্পাদনা- আফসানা দিলওয়ালোঁ কা (২০০১)
- আদমি খিলোনা হ্যায় (১৯৯৩)
- আজিব দাস্তান হ্যায় ইয়ে (১৯৯২)
- আদমি অউর অপ্সরা (১৯৯১)
- অগ্নি (১৯৮৮)
- ভগবান দাদা (১৯৮৬)
- আপ কি সাথ (১৯৮৬)
- আখির কিউঁ? (১৯৮৫)
- অর্পণ (১৯৮৩)
- আসরা পেয়ার দা (১৯৮৩)
- আপনা বানা লো (১৯৮২)
- আশপাশ (১৯৮১)
- আশা (১৯৮০)
- আশিক হুঁ বাহারোঁ কা (১৯৭৭)
- আপনাপান (১৯৭৭)
- আক্রমণ (১৯৭৫)
- আপ কি কসম (১৯৭৪)
প্রযোজক
সম্পাদনা- আফসানা দিলওয়ালোঁ কা (২০০১)
- আজিব দাস্তান হ্যায় ইয়ে (১৯৯২)
- অগ্নি (১৯৮৮)
- আপ কে সাথ (১৯৮৬)
- আখির কিউঁ? (১৯৮৫)
- অর্পণ (১৯৮৩)
- আশা (১৯৮০)
- আপনাপান (১৯৭৭)
- আন্ধি (১৯৭৫)
- আপ কি কসম (১৯৭৪)
- আখোঁ আখোঁ মেঁ (১৯৭২)
- আয়া সাওয়ান ঝুম কে (১৯৬৯)
- আয়ে দিন বাহার কে (১৯৬৬)
- আয়ে মিলাঁ কি বেলা (১৯৬৪)
- আস কা পাঞ্ছি (১৯৬১)
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "J. Om Prakash"। Times of India। সংগ্রহের তারিখ ৭ আগস্ট ২০১৯।
- ↑ ক খ গ "Filmmaker J Om Prakash, Hrithik Roshan's maternal grandfather, dies at 92"। India Today। ৭ আগস্ট ২০১৯। সংগ্রহের তারিখ ৭ আগস্ট ২০১৯।
- ↑ "Content and Contentment"। ২৪ জানুয়ারি ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ এপ্রিল ২০০৭।
- ↑ Gautam Chintamani (২০০৩)। Dark Star: The Loneliness of Being Rajesh Khanna। Delhi Press। সংগ্রহের তারিখ ১৮ জুন ২০১৫।
- ↑ "পরিবারের পছন্দে বিয়ে করেছিলেন যেসব বলিউড তারকারা"। কালের কণ্ঠ। ২ মার্চ ২০১৭। ৭ আগস্ট ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ আগস্ট ২০১৯।
- ↑ Rajinder, Dudrah; Jigna, Desai (২০০৮)। The Bollywood Reader। McGraw-Hill International। পৃষ্ঠা 49–। আইএসবিএন 978-0-335-22212-4।
- ↑ "Presidents Of Film Federation Of India"। Film Federation Of India। পৃষ্ঠা 1–2। ২০১৪-০৯-১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৪-০৬-২৮।
- ↑ "প্রয়াত বলিউড পরিচালক ওম প্রকাশ"। নিউজ১৮ বাংলা। ৭ আগস্ট ২০১৯। সংগ্রহের তারিখ ৭ আগস্ট ২০১৯।
- ↑ "প্রয়াত হৃত্বিক রোশনের দাদু জে ওম প্রকাশ"। এই সময়। ৭ আগস্ট ২০১৯। সংগ্রহের তারিখ ৭ আগস্ট ২০১৯।
- ↑ "বুধবার সকালেই দুঃসংবাদ হৃত্বিক রোশনের বাড়িতে"। জি ২৪ ঘণ্টা। ৭ আগস্ট ২০১৯। সংগ্রহের তারিখ ৭ আগস্ট ২০১৯।
বহিঃসংযোগ
সম্পাদনা- ইন্টারনেট মুভি ডেটাবেজে জে. ওম প্রকাশ (ইংরেজি)