জেমস হোয়াইট ব্ল্যাক
চিকিৎসাশাস্ত্রে নোবেল পুরষ্কার বিজয়ী
জেমস হোয়াইট ব্ল্যাক (১৪ জুন ১৯২৪ – ২২ মার্চ ২০১০)[১] ছিলেন একজন স্কটিশ ডাক্তার এবং ওষুধবিদ। তিনি গ্লাসগো বিশ্ববিদ্যালয়ে ফিজিওলজি বিভাগ প্রতিষ্ঠা করেন।
জেমস হোয়াইট ব্ল্যাক | |
---|---|
জন্ম | স্কটল্যান্ড | ১৪ জুন ১৯২৪
মৃত্যু | ২২ মার্চ ২০১০ | (বয়স ৮৫)
পরিচিতির কারণ | work towards the use of propranolol and cimetidine |
পুরস্কার | Lasker award (1976) Artois-Baillet Latour Health Prize (1979) চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার (১৯৮৮) রয়েল মেডেল (২০০৪) |
বৈজ্ঞানিক কর্মজীবন | |
কর্মক্ষেত্র | ওষুধবিজ্ঞান |
প্রতিষ্ঠানসমূহ | মালয় বিশ্ববিদ্যালয় গ্লাসগো বিশ্ববিদ্যালয় ICI Pharmaceuticals ইউনিভার্সিটি কলেজ লন্ডন কিংস কলেজ লন্ডন সেন্ট অ্যান্ড্রুজ বিশ্ববিদ্যালয় |
জীবনী
সম্পাদনাতিনি সেন্ট অ্যান্ড্রুজ বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাবিজ্ঞানে পড়াশোনা করেন। ১৯৭৩ সালে তিনি ইউনিভার্সিটি কলেজ লন্ডনের ফার্মাকোলজি বিভাগের অধ্যাপক নিযুক্ত হন।
সম্মাননা
সম্পাদনা১৯৭৬ সালে তিনি রয়েল সোসাইটির ফেলো নির্বাচিত হন। ১৯৮১ সালে তিনি নাইট ব্যাচেলর উপাধিতে ভূষিত হন। ২০০০ সালে তিনি অর্ডার অব মেরিটে ভূষিত হন।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ McGrath, John Christie; Bond, Richard A. (2021-06)। "Sir James Whyte Black OM. 14 June 1924—22 March 2010"। Biographical Memoirs of Fellows of the Royal Society (ইংরেজি ভাষায়)। 70: 23–40। আইএসএসএন 0080-4606। ডিওআই:10.1098/rsbm.2019.0047। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|তারিখ=
(সাহায্য)