জেমস কান
জেমস এডমান্ড কান (ইংরেজি: James Edmund Caan; জন্ম: ২৬ মার্চ ১৯৪০)[১] হলেন একজন মার্কিন অভিনেতা। তার অভিনীত সবচেয়ে উল্লেখযোগ্য চলচ্চিত্র হল দ্য গডফাদার (১৯৭২), এতে রাগী সনি করলেওনে চরিত্রে তার কাজের জন্য তিনি শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে অস্কার ও গোল্ডেন গ্লোব পুরস্কারের মনোনয়ন লাভ করেন। তার কর্মজীবনের শুরুর চলচ্চিত্রগুলোর মধ্যে তিনি দ্য গ্লোরি গাইজ (১৯৬৫) ছবিতে অভিনয় করে বর্ষসেরা নবীন অভিনেতা বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কারের মনোনয়ন লাভ করেন এবং এল ডোরাডো (১৯৬৭), দ্য রেইন পিপল (১৯৬৯) চলচ্চিত্রে অভিনয়ের পর ১৯৭০-এর দশকে ব্রায়ান্স সং (১৯৭১), সিন্ডেরেলা লিবার্টি (১৯৭৩), দ্য গ্যাম্বলার (১৯৭৪), ফ্রিবি অ্যান্ড দ্য বিন (১৯৭৪), রোলারবল (১৯৭৫), ফানি লেডি (১৯৭৫), আ ব্রিজ টু ফার (১৯৭৭) ও চ্যাপ্টার টু (১৯৭৯) চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করেন। তিনি দ্য গ্যাম্বলার (১৯৭৪) ও রোলারবল (১৯৭৫) ছবিতে অভিনয়ের জন্য আরও দুটি গোল্ডেন গ্লোব পুরস্কারের মনোনয়ন লাভ করেন।
জেমস কান | |
---|---|
James Caan | |
জন্ম | জেমস এডমান্ড কান ২৬ মার্চ ১৯৪০ দ্য ব্রন্ক্স, নিউ ইয়র্ক, মার্কিন যুক্তরাষ্ট্র |
মাতৃশিক্ষায়তন | নেইবারহুড প্লেহাউজ স্কুল অব দ্য থিয়েটার |
পেশা | অভিনেতা |
কর্মজীবন | ১৯৬১-বর্তমান |
দাম্পত্য সঙ্গী | ডি জে ম্যাটিস (বি. ১৯৬০; বিচ্ছেদ. ১৯৬৬) শিলা মারি রায়ান (বি. ১৯৭৬; বিচ্ছেদ. ১৯৭৭) ইংরিদ হায়েক (বি. ১৯৯০; বিচ্ছেদ. ১৯৯৫) লিন্ডা স্টোকস (বি. ১৯৯৫; বিচ্ছেদ. ২০০৯) |
সন্তান | ৫, স্কট কান-সহ |
কান পরবর্তী দশকগুলোতে থিফ (১৯৮১), মিজারি (১৯৯০), ফর দ্য বয়েজ (১৯৯১), ইরেজার (১৯৯৬), বোটল রকেট (১৯৯৬), ও এল্ফ (২০০৩) চলচ্চিত্রে অভিনয় করেন এবং টেলিভিশন ধারাবাহিক লাস ভেগাস (২০০৩-০৮)-এ "বিগ এড" ডেলাইন চরিত্রে অভিনয় করে একটি প্রাইমটাইম এমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন। এছাড়া তিনি ক্লাউডি উইথ আ চ্যান্স অব মিটবলস্ (২০০৯) ও ক্লাউডি উইথ আ চ্যান্স অব মিটবলস্ টু (২০১৩) চলচ্চিত্রে কেন্দ্রীয় চরিত্র ফ্লিন্ট লকউডের পিতা টিম লকউড চরিত্রের জন্য কণ্ঠ দেন।
প্রারম্ভিক জীবন
সম্পাদনাকান ১৯৪০ সালের ২৬শে মার্চ নিউ ইয়র্ক সিটির দ্য ব্রন্ক্সে জন্মগ্রহণ করেন। তার মাতা সোফি (জন্ম: ফাকেনস্টাইন; ২৪ জুন ১৯১৫ - ১৮ জানুয়ারি ২০১৬)[২] এবং পিতা আর্থার কান। তারা দুজনেই জার্মানি থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে আগত ইহুদি অভিবাসী।[৩][৪][৫] তার পিতা মাংসের ব্যবসায়ী ও কসাই ছিলেন।[৬][৭] তিন ভাইবোনের মধ্যে জেমস সর্বজ্যেষ্ঠ। তার অপর দুই ভাইবোনেরা হলেন বারবারা ও রোনাল্ড।[২] কানের শৈশব কাটে কুইন্সের সানিসাইডে।[৩] তিনি নিউ ইয়র্ক সিটিতে শিক্ষাগ্রহণ করেন এবং পরে মিশিগান স্টেট বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। সেখান থেকে তিনি হেমস্টিডের হফস্ট্রা বিশ্ববিদ্যালয়ে স্থানান্তরিত হন, কিন্তু স্নাতক সম্পন্ন করতে পারেননি। হফস্ট্রাতে তার সহপাঠি ছিলেন ফ্রান্সিস ফোর্ড কোপলা ও লেইনি কাজান।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "James Caan"। বায়োগ্রাফি (ইংরেজি ভাষায়)। এঅ্যান্ডই টেলিভিশন নেটওয়ার্কস। ২৬ মার্চ ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৯।
- ↑ ক খ "Sophie Caan Obituary"। লিগ্যাসি। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৯।
- ↑ ক খ মডেল, বেটসি। "The Ultimate Caan"। সিগার আফিসিনান্দো। ডিসেম্বর ৬, ২০০৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৯।
- ↑ হাজবেন্ড, স্টুয়ার্ট (২২ আগস্ট ১৯৯৯)। "Sheer Caan"। দ্য গার্ডিয়ান। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৯।
- ↑ ম্যালেনবম, কার্লি (২৯ নভেম্বর ২০১৮)। "Adam Sandler's 'Chanukah Song': Are all of those celebs actually Jewish?"। ইউএসএ টুডে। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৯।
- ↑ "James Caan Biography (1940?-)"। ফিল্ম রেফারেন্স। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৯।
- ↑ ইনসাইড দি অ্যাক্টরস স্টুডিওজ, ২০০০-এ উল্লেখ করেন।
বহিঃসংযোগ
সম্পাদনা- অলমুভিতে জেমস কান
- ইন্টারনেট মুভি ডেটাবেজে জেমস কান (ইংরেজি)
- টার্নার ক্লাসিক মুভিজ ডেটাবেজে জেমস কান (ইংরেজি)
- রটেন টম্যাটোসে জেমস কান (ইংরেজি)