জেমস ই. ওয়েব
মার্কিন মহাকাশ সংস্থা নাসা-র প্রাক্তন প্রশাসক (১৯৬১-১৯৬৮)
জেমস এডউইন ওয়েব (অক্টোবর ৭, ১৯০৬ - মার্চ ২৭, ১৯৯২) ছিলেন একজন আমেরিকান সরকারী কর্মকর্তা যিনি নাসার ২য় প্রধান হিসেবে ১৪ ফেব্রুয়ারি, ১৯৬১ থেকে ৭ অক্টোবর, ১৯৬৮ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন।
জেমস ই. ওয়েব | |
---|---|
২য় প্রধান, ন্যাশনাল অ্যারোনেটিকস এন্ড স্পেস এডমিনিস্ট্রেটর | |
কাজের মেয়াদ ফেব্রুয়ারি ১৪, ১৯৬১ – অক্টোবর ৭, ১৯৬৮ | |
রাষ্ট্রপতি | জন এফ. কেনেডি লিন্ডন জনসন |
ডেপুটি | হিউজ ড্রাইডেন রবার্ট সিমানস থোমাস ও. পেইনি |
পূর্বসূরী | টি. কেইট গ্লেনান |
উত্তরসূরী | থোমাস ও. পেইনি |
কাজের মেয়াদ জানুয়ারী ২৮, ১৯৪৯ – ফেব্রুয়ারি ২৯, ১৯৫২ | |
রাষ্ট্রপতি | হ্যারি এস. ট্রুম্যান |
পূর্বসূরী | রবার্ট এ. লোভাট |
উত্তরসূরী | ডেভিড ব্রুস |
অফিস ম্যানেজম্যান্ট ও বাজেটের পরিচালক | |
কাজের মেয়াদ জুলাই ১৩, ১৯৪৬ – জামুয়ারী ২৭, ১৯৪৯ | |
রাষ্ট্রপতি | হ্যারি এস. ট্রুম্যান |
পূর্বসূরী | হ্যারোল্ড ডি. স্মিথ |
উত্তরসূরী | ফ্র্যাংক পেস |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | জেমস এডউইন ওয়েব ৭ অক্টোবর ১৯০৬ Tally Ho, North Carolina, U.S. (now Stem) |
মৃত্যু | ২৭ মার্চ ১৯৯২ ওয়াশিংটন, ডি.সি., যুক্তরাষ্ট্র | (বয়স ৮৫)
সমাধিস্থল | আরলিংটন ন্যাশনাল সিমেট্রি |
রাজনৈতিক দল | ডেমোক্রেটিক |
শিক্ষা | ইউনিভার্সিটি অব নর্থ ক্যারোলাইনা অ্যাট চ্যাপেল হিল (BA) জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয় (JD) |
সামরিক পরিষেবা | |
আনুগত্য | United States |
শাখা | টেমপ্লেট:দেশের উপাত্ত United States Marine Corps |
কাজের মেয়াদ | ১৯৩০-১৯৩২ ১৯৪৪-১৯৪৫ |
পদ | Lieutenant Colonel [তথ্যসূত্র প্রয়োজন] |
জেমস ই. ওয়েবের স্মরণে, ২০০২ সালে, একটি পরিকল্পিত মহাকাশ দূরবীক্ষণ যন্ত্রের নাম জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ নামে নামকরণ করা হয়।
ব্যক্তিগত জীবন
সম্পাদনাওয়েব, পেটসি আইকেন ডগ্লাস কে ১৯৩৮ সালে বিয়ে করেন এবং তাদের দুটি সন্তান রয়েছেঃ সারাহ গরহাম ওয়েব (জন্মঃ১৯৪৫) এবং জেমস এডউইন ওয়েব জুনিয়র (জন্মঃ ১৯৪৭)।
মরণোত্তর সম্মান
সম্পাদনাফ্রম দ্যা আর্থ টু দ্যা মুন মিনিসিরিজে ১৯৯৮ সালে ড্যান লরিয়া ওয়েবের চরিত্রে অভিনয় করেন।[১]
২০১৬ সালের চলচ্চিত্র "হিডেন ফিগারস" এ কেন স্ট্রাঙ্ক ওয়েবের চরিত্রে অভিনয় করেন।
২০২১ সালে উৎক্ষেপণ করা জেমস ওয়েব মহাকাশ দূরবীক্ষণ যন্ত্র তাঁর নামানুসারে নামকরণ করা হয়।[২]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ James, Caryn (এপ্রিল ৩, ১৯৯৮)। "Television Review; Boyish Eyes on the Moon"। The New York Times। সংগ্রহের তারিখ আগস্ট ৫, ২০১৮।
- ↑ "NASA Completes Webb Telescope Review, Commits to Launch in Early 2021"। NASA। জুন ২৭, ২০১৮। মার্চ ১৪, ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ডিসেম্বর ১৪, ২০১৮।