জেনারেল হেডকোয়ার্টার (পাকিস্তান সেনাবাহিনী)
জেনারেল হেডকোয়ার্টার (জিএইচকিউ) হলো পাকিস্তান সেনাবাহিনীর সদর দপ্তর এবং এটি রাওয়ালপিন্ডিতে জয়েন্ট স্টাফ হেডকোয়ার্টার সংলগ্ন এলাকায় অবস্থিত। এটি ১৪ আগস্ট ১৯৪৭ সালে প্রাক্তন ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীর উত্তর কমান্ডের সদর দফতরে প্রতিষ্ঠিত হয়েছিল।[১][২][৩] ২০১৭ সালের ডিসেম্বরে ঘোষণা করা হয়েছিল যে সেনাবাহিনী প্রতিবেশী ইসলামাবাদে একটি নতুন সদরদপ্তরে স্থানান্তরিত হবে।[৪]
জেনারেল হেডকোয়ার্টার | |
---|---|
GHQ | |
রাওয়ালপিন্ডি , পাকিস্তান | |
স্থানাঙ্ক | ৩৩°৩৬′ উত্তর ৭৩°০২′ পূর্ব / ৩৩.৬০০° উত্তর ৭৩.০৩৩° পূর্ব |
ভবন/স্থাপনা/ক্ষেত্রের তথ্য | |
মালিক | পাকিস্তান সেনাবাহিনী |
ওয়েবসাইট | www |
ভবন/স্থাপনা/ক্ষেত্রের ইতিহাস | |
ব্যবহারকাল | ১৪ আগস্ট ১৯৪৭ |
রক্ষীসেনা তথ্য | |
বর্তমান সেনাধিনায়ক | জেনারেল কামার জাভেদ বাজওয়া |
কমান্ড কাঠামো
সম্পাদনাজেনারেল হেডকোয়ার্টার পাকিস্তানের স্থল বাহিনীর কমান্ড সেন্টার। জিএইচকিউতে লেফটেন্যান্ট জেনারেল পদমর্যাদার কর্মকর্তার দ্বারা পরিচালিত ১০টি শাখা এবং একজন মেজর জেনারেল পদমর্যাদার কর্মকর্তার অধীনে ৪০টি অধিদপ্তর রয়েছে। নিম্নে জিএইচকিউ-এর শাখা ও অধিদপ্তরের তালিকা দেওয়া হল।
১. জেনারেল স্টাফ, (জিএস) শাখা:
(ক) মিলিটারি অপারেশন, এমও ডিরেক্টরেট
(খ) মিলিটারি ইন্টেলিজেন্স, এমআই ডিরেক্টরেট
(গ) সংস্থা এবং পদ্ধতি, ওএন্ডএম অধিদপ্তর
(ঘ) পরিদর্শন এবং প্রযুক্তিগত উন্নয়ন, আইএন্ডটিডি অধিদপ্তর
(ঙ) অস্ত্র ও সরঞ্জাম, ডাব্লুএন্ডই অধিদপ্তর
২. লজিস্টিক স্টাফ, (এলএস) শাখা:
(ক) লজিস্টিক ডিরেক্টরেট
(খ) ন্যাশনাল লজিস্টিক সেল, এনএলসি
(গ) সরবরাহ ও পরিবহন, এসএন্ডটি অধিদপ্তর
(ঘ) বাজেট অধিদপ্তর
(ঙ) অর্ডিন্যান্স সার্ভিসেস, ওএস ডিরেক্টরেট
(চ) ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (ইএমই) অধিদপ্তর
(ছ) এভিয়েশন ফ্লিট ম্যানেজমেন্ট
৩. অস্ত্র শাখা:
(ক) মহাপরিচালক, ডিজি পদাতিক
(খ) মহাপরিচালক, ডিজি আর্মার্ড কর্পস
(গ) মহাপরিচালক, ডিজি আর্টিলারি
(ঘ) মহাপরিচালক, ডিজি আর্মি এয়ার ডিফেন্স
(ঙ) মহাপরিচালক, ডিজি ইঞ্জিনিয়ার্স
(চ) মহাপরিচালক, ডিজি আর্মি এভিয়েশন
৪. অ্যাডজুডেন্ট জেনারেল, (এজি) শাখা:
(ক) আইন অধিদপ্তর
(খ) কল্যাণ ও পুনর্বাসন, ডাব্লুএন্ডআর অধিদপ্তর
(গ) বেতন, পেনশন এবং অ্যাকাউন্টস, পিপিএন্ডএ অধিদপ্তর
(ঘ) হাউজিং ডিরেক্টরেট
(ঙ) ব্যক্তিগত পরিষেবা, পিএস অধিদপ্তর
(চ) প্রভোস্ট মার্শাল, প্রধানমন্ত্রীর অধিদপ্তর
(ছ) ন্যাশনাল গার্ডস
(জ) পার্সোনাল অ্যাডমিনিস্ট্রেশন, পিএ ডিরেক্টরেট
৫. সামরিক সচিব, (এমএস) শাখা:
৬. প্রশিক্ষণ ও মূল্যায়ন, (টিএন্ডই) শাখা:
(ক) সামরিক প্রশিক্ষণ, এমটি অধিদপ্তর
(খ) মানবসম্পদ উন্নয়ন, এইচআরডি অধিদপ্তর
(গ) মতবাদ এবং মূল্যায়ন, ডিএন্ডই অধিদপ্তর
(ঘ) ফেডারেল সরকার শিক্ষা প্রতিষ্ঠান, এফজিইআই অধিদপ্তর
(ঙ) আর্মি ইনস্টিটিউট অফ মিলিটারি হিস্ট্রি, রাওয়ালপিন্ডি
(চ) সেনা ক্রীড়া পরিদপ্তর
(ছ) পাকিস্তান মিলিটারি একাডেমি, কাকুল, অ্যাবোটাবাদ
(জ) কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ, সিএন্ডএসসি, কোয়েটা
৭. কোয়ার্টার মাস্টার জেনারেল শাখা:
(ক) কোয়ার্টারিং অ্যান্ড ল্যান্ড অধিদপ্তর
(খ) মিলিটারি ল্যান্ডস অ্যান্ড ক্যান্টনমেন্ট, এমএলএন্ডসি অধিদপ্তর
(গ) আরভি এন্ড এফসি ডিটিই
(ঘ) আর্মি হেরিটেজ ফাউন্ডেশন (এএইচএফ)
৮. প্রকৌশলী প্রধান, (ই-ইন-সি) শাখা:
(ক) ফ্রন্টিয়ার ওয়ার্কস অর্গানাইজেশন, এফডাব্লুও
(খ) ৪৫ ইঞ্জিনিয়ার্স বিভাগ, রাওয়ালপিন্ডি
৯. যোগাযোগ ও তথ্য প্রযুক্তি, (সিএন্ডআইটি) শাখা:
(ক) কমান্ড, নিয়ন্ত্রণ, যোগাযোগ, কম্পিউটার এবং গোয়েন্দা, (সিফোরআই) অধিদপ্তর
(খ) সংকেত অধিদপ্তর
১০. সার্জন জেনারেল, (এসজি) শাখা:
(ক) চিকিৎসা অধিদপ্তর
(খ) চিকিৎসা সেবা আজাদ কাশ্মীর, এমএসএকে
(গ) মেডিকেল সার্ভিসেস নেভি, এমএস এন
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ L. P. Sen (১ জানুয়ারি ১৯৯৪)। Slender Was the Thread। South Asia Books। পৃষ্ঠা 26। আইএসবিএন 978-0861316922। সংগ্রহের তারিখ ২৬ এপ্রিল ২০১২।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ Shreenivas Kumar Sinha (১৯৯২)। A soldier recalls। Spantech & Lancer। পৃষ্ঠা 86। আইএসবিএন 978-8170621614। সংগ্রহের তারিখ ২৬ এপ্রিল ২০১২।
- ↑ Eqbal Ahmad; Noam Chomsky (১৩ জুন ২০০৬)। The Selected Writings of Eqbal Ahmad (1st সংস্করণ)। Columbia University Press। পৃষ্ঠা 592। আইএসবিএন 978-0231127110। সংগ্রহের তারিখ ৪ মে ২০১২।
- ↑ Kashif Abbasi (২০১৭-১২-২৭)। "Army to be allotted over 1,000 acres for new GHQ, other offices"। Dawn Media Group। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-২৪।