জেনারেল পোস্ট অফিস, কলকাতা
জেনারেল পোস্ট অফিস, কলকাতা বা জিপিও (GPO Kolkata) হল কলকাতার কেন্দ্রীয় এবং পশ্চিমবঙ্গের প্রধান ডাকঘর। এই ডাকঘরের মাধ্যমেই যাবতীয় চিঠিপত্র ও পার্সেল শহরে আনানেওয়া করা হয়। মধ্য কলকাতার বিনয়-বাদল-দীনেশ বাগ অঞ্চলে অবস্থিত এই ডাকঘরের মনোরম স্থাপত্যশৈলী এটিকে কলকাতার অন্যতম দ্রষ্টব্য স্থানের মর্যাদা দিয়েছে।
জেনারেল পোস্ট অফিস, কলকাতা | |
---|---|
সাধারণ তথ্যাবলী | |
শহর | কলকাতা |
দেশ | পশ্চিমবঙ্গ,ভারত |
সম্পূর্ণ | ১৮৬৮ |
নকশা ও নির্মাণ | |
স্থপতি | ওয়ালটার বি. গ্রেনভিল |
১৮৬৮ সালে পুরনো ফোর্ট উইলিয়াম দুর্গের একাংশে এই ডাকঘরটি স্থাপিত হয়।[১] পূর্বে পুরনো কেল্লার অবস্থান নির্দেশ করে এখানে একটি পিতলের পাত বসানো থাকত।[২] ভারত সরকারের স্থপতি ওয়ালটার বি. গ্রেনভিলের নকশা অনুযায়ী ম্যাকিনটশ বার্ন এই ভবনটি নির্মাণ করে।[১] বর্তমানে এখানে একটি ডাক সংগ্রহশালা,ডাকটিকিট সংগ্রহের লাইব্রেরি ও সুকান্ত ভট্টাচার্যের কবিতা অবলম্বনে নির্মিত একটি "রানার" ভাস্কর্য আছে।[১]
শহরের পিনকোড ও অঞ্চল
সম্পাদনাপিনকোড | অঞ্চল |
---|---|
৭০০০০১ | লালবাজার |
৭০০০০২ | কাশীপুর |
৭০০০০৩ | বাগবাজার |
৭০০০০৪ | হাতিবাগান |
৭০০০০৫ | আহিরিটোলা |
৭০০০০৬ | দর্জিপাড়া |
৭০০০০৭ | জোড়াসাঁকো |
৭০০০০৮ | বড়িশা |
৭০০০০৯ | গরপাড় |
৭০০০১০ | বেলেঘাটা |
৭০০০১১ | নারকেলডাঙা |
৭০০০১২ | বউবাজার |
৭০০০১৩ | চাঁদনী চক |
৭০০০১৪ | শিয়ালদাহ-এন্টালি |
৭০০০১৫ | ট্যাংরা |
৭০০০১৬ | পার্ক স্ট্রিট |
৭০০০১৭ | পার্ক সার্কাস |
৭০০০১৮ | বড়তলা - পোর্ট এরিয়া |
৭০০০১৯ | বালিগঞ্জ |
পাদটীকা
সম্পাদনাবহিঃসংযোগ
সম্পাদনাউইকিমিডিয়া কমন্সে জেনারেল পোস্ট অফিস, কলকাতা সংক্রান্ত মিডিয়া রয়েছে।