জুহি পরমার

ভারতীয় অভিনেত্রী
(জুহি পারমার থেকে পুনর্নির্দেশিত)

জুহি পরমার (জন্ম: ১৪ই ডিসেম্বর ১৯৮০)[] হলেন একজন ভারতীয় টেলিভিশন ব্যক্তিত্ব, অভিনেত্রী, টেলিভিশন উপস্থাপক, গায়িকা এবং নৃত্যশিল্পী। তিনি স্টার প্লাসে প্রচারিত জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক কুমকুম – এক প্যায়ারা সা বন্ধনে কুমকুম যতীন ওয়াধওয়া চরিত্রে অভিনয়ের করার মাধ্যমে সর্বাধিক জনপ্রিয়তা অর্জন করেছেন। ২০১১ সালে, তিনি কালার্স টিভিতে সম্প্রচারিত জনপ্রিয় রিয়ালিটি অনুষ্ঠান বিগ বসের ৫ম আসরে একজন প্রতিযোগী হিসেবে অংশগ্রহণ করেছিলেন এবং সেখানে তিনি বিজয়ী হয়েছিলেন।[] ২০১৯ সালে, কালার্স টিভিতে প্রচারিত টেলিভিশন ধারাবাহিক তন্ত্রে সুমতি খান্না চরিত্রে তাকে দেখা গিয়েছিল।[]

জুহি পরমার
বিকাশ কালান্ত্রির বিবাহ অনুষ্ঠানে জুহি পরমার
জন্ম (1980-12-14) ১৪ ডিসেম্বর ১৯৮০ (বয়স ৪৪)
পেশাঅভিনেত্রী
কর্মজীবন১৯৯৮–বর্তমান
দাম্পত্য সঙ্গীশচীন শ্রফ (২০০৯–২০১৮)
সন্তান

ব্যক্তিগত জীবন

সম্পাদনা

মূলত রাজস্থানী পটভূমিরর জুহি পরমার, একজন গুজরাটি ব্যবসায়ী এবং অভিনেতা শচীন শ্রফকে ২০০৯ সালের ১৫ই ফেব্রুয়ারি তারিখে জয়পুরের একটি প্রাসাদে বিবাহ করেন।[][] এই দম্পতির সমিরা শ্রফ নামে একটি মেয়ে রয়েছে, যে ২০১৩ সালের ২৭শে জানুয়ারি তারিখে জন্মগ্রহণ করেছে।[][]

২০১৮ সালের জানুয়ারি মাসের প্রথম দিকে, জুহি পরমার প্রকাশ করেন যে তিনি এবং শচীন শ্রফ বিবাহ বিচ্ছেদের জন্য আবেদন করেছেন।[] বেশ কয়েক মাস আদালতে লড়াই হওয়ার পর,[][১০][১১] ২০১৮ সালের জুলাই মাসে এই দম্পতির বিবাহ বিচ্ছেদ মঞ্জুর করা হয়েছিল।[১২] তাঁদের মেয়ের জিম্মা পরমারকে দেওয়া হয়েছিল।[১৩]

ক্যারিয়ার

সম্পাদনা

২০০৩ সালে, পরমার দ্য মিস রাজস্থান নামক সুন্দরী প্রতিযোগিতা জয়লাভ করেছেইলেন।[১৪] তিনি জি টিভিতে প্রচারিত টেলিভিশন ধারাবাহিক ওহ-এ অভিনয়ের মধ্য দিয়ে অভিনয় জগতে তাঁর কর্মজীবন শুরু করেন। তিনি সবচেয়ে বড় সাফল্যের মুখ দেখেছিলেন, যখন তিনি স্টার প্লাসের জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক কুমকুম – এক পেয়ারা সা বন্ধনে কুমকুম যতীন ওয়াধওয়া চরিত্রে অভিনয় করেছেন; এই ধারাবাহিকে অভিনয় করার মাধ্যমে তিনি ঘরে ঘরে এক পরিচিত মুখে পরিণত হয়েছিলেন। এই ধারাবাহিকে তিনি হুসেন কুওয়াজারওয়ালার বিপরীতে অভিনয় করেছিলেন। এই ধারাবাহিকে তাঁর অভিনয়ের জন্য ২০০৫ সালে "সেরা অভিনেত্রী (সমালোচক)" বিভাগে তিনি ভারতীয় টেলি পুরস্কার জয় করেছিলেন।[১৫] অতঃপর তিনি সে শাবা শাবা এবং সাস বনাম বহুর মতো রিয়ালিটি অনুষ্ঠানের চূড়ান্ত প্রতিযোগী ছিলেন। পরবর্তীতে, তিনি সনি এন্টারটেইনমেন্ট টেলিভিশনে প্রচারিত কৌতুকের অনুষ্ঠান কমেডি সার্কাসে অংশগ্রহণ করেছেন; যেখানে তিনি বিজয়ী হয়েছিলেন।[১৬]

২০১১ সালের অক্টোবর মাসে, জুহি পরমার কালার্স টিভিতে সম্প্রচারিত জনপ্রিয় রিয়ালিটি অনুষ্ঠান বিগ বসের (নেদারল্যান্ডসের জনপ্রিয় রিয়ালিটি অনুষ্ঠান বিগ ব্রাদারের ভারতীয় সংস্করণ) ৫ম আসরে একজন প্রতিযোগী হিসেবে অংশগ্রহণ করেছিলেন; যেখানে তিনি ৯৮ দিন অর্থাৎ ১৪ সপ্তাহ অবস্থান করেছিলেন। ২০১২ সালের ৭ই জানুয়ারি তারিখে তিনি বিগ বস ৫-এর ট্রফি জয়লাভ করেন।[][১৭]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "EXCLUSIVE: Birthday girl Juhi Parmar on her show Tantra and being a single mother to Samairra"Pinkvilla। ১৫ ডিসেম্বর ২০১৮। 
  2. "Juhi Parmar wins 'Bigg Boss 5'"Hindustan Times। ৮ জানুয়ারি ২০১২। 
  3. "Juhi Parmar has no qualms about playing mom on-screen"India Today। ২৫ নভেম্বর ২০১৮। 
  4. "Juhi Parmar and Sachin Shroff set to tie the knot"Khaleej Times। ২০ নভেম্বর ২০০৮। ১২ জুলাই ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ মার্চ ২০২০ 
  5. "We wanted to be together: Sachin Shroff and Juhi Parmar"Deccan Chronicle। ৬ ডিসেম্বর ২০১৫। 
  6. "Juhi Parmar is now a mom"India Today। ২৮ জানুয়ারি ২০১৩। 
  7. "It's a baby girl for Juhi Parmar"Hindustan Times। ২৮ জানুয়ারি ২০১৩। 
  8. "Juhi Parmar confirms she divorced husband Sachin Shroff for daughter's well-being"Times Now News। ৩ জানুয়ারি ২০১৮। 
  9. "Juhi Parmar was never in love with me, says Sachin Shroff on divorce"Hindustan Times। ১৬ জুলাই ২০১৮। 
  10. "Sachin Shroff Opens Up About His Failed Marriage, Says Juhi Parmar Never Loved Him"News 18। ১৭ জুলাই ২০১৮। 
  11. "Juhi Parmar hits back at ex-husband Sachin Shroff through an open letter"Indian Express। ২১ জুলাই ২০১৮। 
  12. "Juhi Parmar and Sachin Shroff granted divorce"Times of India। ৬ জুলাই ২০১৮। 
  13. "I had to explain the divorce to my child, says single mom Juhi Parmar"Indian Express। ৯ আগস্ট ২০১৮। 
  14. "Kumkum Actress Juhi Parmar Is Unrecognisable In This Throwback Pic"NDTV। ২৯ আগস্ট ২০১৮। 
  15. "Indian Telly Awards 2005- list of winners"Biz Asia Live। ২৯ নভেম্বর ২০০৫। 
  16. "'I was lucky to have a partner like VIP'"Rediff। ১১ সেপ্টেম্বর ২০০৮। 
  17. "Juhi Parmar: I was not a silent player in Bigg Boss"Rediff। ৯ জানুয়ারি ২০১২। 

বহিঃসংযোগ

সম্পাদনা