জুসেপ্পে তোর্নাতোরে

জুসেপ্পে তোর্নাতোরে (লাতিন: Giuseppe Tornatore; জন্ম: ২৭শে মে ১৯৫৬) হলেন একজন ইতালীয় চলচ্চিত্র পরিচালক ও চিত্রনাট্যকার। ত্রিশ বছরের বেশি সময়ে তার কর্মজীবনে তিনি লা লেজ্জেন্দা দেল পিয়ানিস্তা সোল্লোচেয়ানো, মালিনা, বারিয়া, ও লা মিওলিয়র অফের্তা চলচ্চিত্র রচনা ও পরিচালনা করেন। তার সবচেয়ে বিখ্যাত চলচ্চিত্র হল সিনেমা পারাদিসো, যার জন্য তিনি শ্রেষ্ঠ বিদেশি ভাষার চলচ্চিত্র বিভাগে একাডেমি পুরস্কার লাভ করেছেন। এছাড়া এই চলচ্চিত্রের জন্য তিনি শ্রেষ্ঠ মৌলিক চিত্রনাট্য বিভাগে বাফটা পুরস্কার লাভ করেন এবং শ্রেষ্ঠ পরিচালনা বিভাগে বাফটা পুরস্কারের মনোনয়ন লাভ করেন।[] এছাড়া তিনি দলচে অ্যান্ড গাব্বানার কয়েকটি বিজ্ঞাপন চিত্র নির্মাণ করেন।

জুসেপ্পে তোর্নাতোরে
Giuseppe Tornatore
জন্ম (1956-05-27) ২৭ মে ১৯৫৬ (বয়স ৬৮)
জাতীয়তাইতালীয়
পেশাচলচ্চিত্র পরিচালক, চিত্রনাট্যকার
কর্মজীবন১৯৮৫-বর্তমান
পুরস্কারপূর্ণ তালিকা
১৯৯৪ কান চলচ্চিত্র উৎসবে তোর্নাতোরে।

চলচ্চিত্রের তালিকা

সম্পাদনা
বছর চলচ্চিত্র পরিচালক চিত্রনাট্যকার রটেন টম্যাটোস
রেটিং[]
১৯৮৬ ইল কামোরিস্তা হ্যাঁ -
১৯৮৮ সিনেমা পারাদিসো হ্যাঁ হ্যাঁ ৯০%
১৯৯০ স্তান্নো তুত্তি বেনে হ্যাঁ হ্যাঁ ৮৮%
১৯৯৪ উনা পুরা ফর্মালিতা হ্যাঁ হ্যাঁ ৮০%
১৯৯৫ লুমো দেল্লে স্তেল্লে হ্যাঁ হ্যাঁ ৭৫%
১৯৯৯ লা লেজ্জেন্দা দেল পিয়ানিস্তা সোল্লোচেয়ানো হ্যাঁ হ্যাঁ ৫৪%
২০০০ মালিনা হ্যাঁ হ্যাঁ ৫৪%
২০০৮ লা স্কোনোসুতা হ্যাঁ হ্যাঁ ৬৮%
২০০৯ বারিয়া হ্যাঁ হ্যাঁ ৫৫%
২০১৪ লা মিওলিয়র অফের্তা হ্যাঁ হ্যাঁ ৫৫%

পুরস্কার ও মনোনয়ন

সম্পাদনা
একাডেমি পুরস্কার
বাফটা পুরস্কার
সেজার পুরস্কার

তথ্যসূত্র

সম্পাদনা
  1. ভিভারেল্লি, নিক (১৪ জানুয়ারি ২০১৬)। "Giuseppe Tornatore On His New Movie, Working With Ennio Morricone, And Upcoming Morricone Docu"ভ্যারাইটি (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৭ মে ২০১৮ 
  2. "Giuseppe Tornatore"রটেন টম্যাটোস (ইংরেজি ভাষায়)। ফ্যানড্যাঙ্গো। সংগ্রহের তারিখ ২৭ মে ২০১৮ 

বহিঃসংযোগ

সম্পাদনা