জুলফিকার আহমদ কিসমতী
মাওলানা জুলফিকার আহমদ কিসমতী ছিলেন একজন বাংলাদেশি সাংবাদিক, গবেষক, বহু গ্রন্থপ্রণেতা ও ইসলামি চিন্তাবিদ।[১][২] তিনি ফ্রাঙ্কলিন পাবলিকেশন্স কর্তৃক প্রকাশিত প্রথম বাংলা বিশ্বকোষের অন্যতম সম্পাদক ছিলেন।[৩] এছাড়াও তিনি বাংলাদেশ বেতারের বহিঃবিশ্ব প্রোগ্রামের আরবি সংবাদ পাঠক ও পর্যালোচক হিসাবে দায়িত্বরত ছিলেন। তিনি দৈনিক সংগ্রাম পত্রিকার সিনিয়র সহকারি সম্পাদক ছিলেন। এর পাশাপাশি তিনি জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য, ইসলামিক ফাউন্ডেশন সম্পাদনা পরিষদের সদস্য ও বাংলা একাডেমির সদস্যও ছিলেন।[৪]
জুলফিকার আহমদ কিসমতী | |
---|---|
জন্ম | মোক্তার বাড়ি, বাগৈগ্রাম, চৌদ্দগ্রাম উপজেলা, কুমিল্লা জেলা | ২ জানুয়ারি ১৯৩৫
মৃত্যু | ২৭ ডিসেম্বর ২০১৫ | (বয়স ৮০)
জাতীয়তা | বাংলাদেশি |
নাগরিকত্ব | বাংলাদেশি |
মাতৃশিক্ষায়তন |
|
পেশা | সাংবাদিকতা, লেখক ও আলেম |
প্রতিষ্ঠান | সহকারি সম্পাদক, দৈনিক সংগ্রাম পত্রিকা |
উল্লেখযোগ্য কর্ম |
|
পিতা-মাতা |
|
জন্ম ও পরিচয়
সম্পাদনাকিসমতী ১৯৩৫ সালের ২ জানুয়ারি কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার বাগৈগ্রাম মোক্তার বাড়ি গ্রামের এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।[৫] তার পিতার নাম মুন্সি সেকান্দার আলি ও মাতার নাম জমিলা খাতুন।[৬]
শিক্ষাজীবন
সম্পাদনাআসমতী প্রাথমিক শিক্ষা গ্রহনের জন্য স্থানীয় হাজতখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভর্তি হন, প্রাথমিক শিক্ষা সম্পন্ন করার পরে বটগ্রাম হামিদিয়া মাদ্রাসায় ভর্তি হন। এই মাদ্রাসা থেকে তিনি ১৯৫১ সালে দাখিল ও ১৯৫৫ সালে আলিম পাশ করেন।[৭] এরপরে তিনি ১৯৫৭ সালে বটগ্রাম হামিদিয়া মাদ্রাসা থেকে বাংলা ও ইংরেজি অতিরিক্ত বিষয় নিয়ে ফাজিল পাশ করেন। পাশাপাশি তিনি চট্টগ্রামের হাটহাজারি মাদ্রাসায় ভর্তি হন, ১৯৫৭ সালে তিনি এখান থেকে দাওরা পাশ করেন।[৭] এরপরে কামিল পড়ার জন্য ফেনী আলিয়া মাদ্রাসায় ভর্তি হন, এখানে তিনি তাফসিরে বাইজাবি, তাফসিরে কাশকাফ, বুখারী শরীফ, মুসলিম শরীফসহ নানা ইসলামি বই সমাপ্ত করে ১৯৫৯ সালে কামিল পাশ করেন।
লিখিত অবদান
সম্পাদনাআহমদ কিসমতীর বহু লিখিত অবদান রয়েছে, তার লেখাগুলো ইসলামি সংস্কারে ভূমিকা রেখেছে। তিনি প্রায় ৩০টি গ্রন্থ রচনা ও অনুবাদ করেছেন। তিনি ১৯৬০ ঢাকা থেকে প্রকাশিত উর্দু সাপ্তাহিক ‘ইনসাফ' পত্রিকায় সহকারি সম্পাদকের দায়িত্ব পালন করতেন। ১৯৬১ সালে তিনি ঢাকার এমদাদিয়া প্রকাশনা বিভাগে কাজ শুরুর মধ্যে দিয়ে সাংবাদিকতা জীবন শুরু করেন।[৮] উল্লেখযোগ্য গ্রন্থসমূহ:[৯]
অনুবাদিত গ্রন্থ
- মহানবী (সা:) (আরবি ভাষার সীরাতুন্নবী অনুবাদ)
- আদর্শ কীভাবে প্রচার করতে হবে (তাবলীগ কি হিকমাতের অনুবাদ)
- শরীয়তী রাষ্ট্রব্যবস্থা (আহকামে শারঈয়া, ইমাম ইবনে তাইমিয়া)
- সোভিয়েত ইউনিয়নে মুসলমান (আল মুসলিমুনা ফিল ইত্তেহাদিস সুফিয়াতি', রাবেতা-এ-আলমে ইসলামি)
- মাযহাব সৃষ্টির গোড়ার কথা ("আল ইনসাফ ফি বাইয়ান" এবং "সাবাবিল ইখতিলাফ", শাহ ওয়ালীউল্লাহ দেহলভী)
- উপমহাদেশে ইসলামী শিক্ষা-সংস্কৃতির ক্রমবিকাশের ইতিহাস (উর্দু ভাষার আবে কাউসার গ্রন্থের অনুবাদ)
মৌলিক রচিত গ্রন্থ
- এই সময় এই জীবন
- শহীদে কারবালা
- আল কুরআনের দৃষ্টিতে সমাজসেবা
- আজাদী আন্দোলনে আলেম সমাজের সংগ্রামী ভূমিকা
- চিন্তাধারা
- বাংলাদেশের সংগ্রামী আলেম-ওলামা পীর-মাশায়েখ
- দার্শনিক শাহ ওয়ালীউল্লাহ দেহলভী ও তার চিন্তাধারা
- আল কুরআনের দৃষ্টিতে সমাজসেবা
- আমাদের মাদরাসা শিক্ষা
- ইন্দোনেশিয়ায় কমিউনিস্ট ষড়যন্ত্র
- ষড়যন্ত্রের অন্তরালে
- মানবতা বিধ্বংসী দু'টি মতবাদ
- ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের পহেলা শহীদ ইমাম হোসাইন
- আল-উম্মাতুল মুসলিমাহ ওয়াল-লুগাতুল আরাবিয়া (আরবি ভাষার বই)
উত্তরাধিকার
সম্পাদনাজুলফিকার আহমদ কিসমতীর জীবন কর্মের উপর ঢাকা বিশ্ববিদ্যালয় আরবি বিভাগে ‘মাওলানা জুলফিকার আহমদ কিসমতী: আরবি ও বাংলা ভাষায় সাহিত্য চর্চা ও সাংবাদিকতা’ শিরোনামে একটি অভিসন্দর্ভ উপস্থাপিত হয়েছে।[১০] এই থিসিস পেপারটি রচনা করেছেন মো. ইসমাঈল ও এর তত্ত্বাবধায়ক ছিলেন আ জ ম কুতুবুল ইসলাম নোমানী।
মৃত্যু
সম্পাদনাকিসমতী ২০১৫ সালের ২৭ ডিসেম্বর ইউনাইটেড হাসপাতাল ঢাকায় বিভিন্ন বার্ধক্যজনিত বিভিন্ন অসুখে মৃত্যুবরন করেন।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ দিগন্ত, Daily Nayadiganta-নয়া। "জুলফিকার আহমদ কিসমতীর মৃত্যুবার্ষিকী আজ"। Daily Nayadiganta। সংগ্রহের তারিখ ২০২২-০৯-২০।
- ↑ "জুলফিকার আহমদ কিসমতী : কর্ম ও জীবন"। The Daily Sangram। সংগ্রহের তারিখ ২০২২-০৯-২১।
- ↑ "লেখকঃ জুলফিকার আহমদ কিসমতি | পাঠাগার"। www.pathagar.org। সংগ্রহের তারিখ ২০২২-০৯-২১।
- ↑ "মাওলানা জুলফিকার আহমদ কিসমতি আর নেই"। The Daily Sangram। সংগ্রহের তারিখ ২০২২-০৯-২১।
- ↑ "মাওলানা কিসমতীর ২য় মৃত্যুবার্ষিকী আজ"। The Daily Sangram। সংগ্রহের তারিখ ২০২২-০৯-২১।
- ↑ আজিজুল হক আনসারী, এ এস এম (জুলাই ২০১২)। বাংলাদেশের পীর আওলিয়া সাধক ও উলামা মাশায়েখদের জীবনি। বাংলাবাজার, ঢাকা: সোলেমানিয়া বুক হাউজ। পৃষ্ঠা ৩২৮।
- ↑ ক খ তত্ত্বাবধায়ক: আ জ ম কুতুবুল ইসলাম নোমানী, পৃ. ৬।
- ↑ তত্ত্বাবধায়ক: আ জ ম কুতুবুল ইসলাম নোমানী, পৃ. ২০।
- ↑ "Julfikar Ahmod Kismoti Books - জুলফিকার আহমদ কিসমতী এর বই | Rokomari.com"। www.rokomari.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০৯-২১।
- ↑ তত্ত্বাবধায়ক: আ জ ম কুতুবুল ইসলাম নোমানী, মো. ইসমাঈল হোসেন (২০১৪)। মাওলানা জুলফিকার আহমদ কিসমতী:আরবি ও বাংলা ভাষায় সাহিত্য চর্চা ও সাংবাদিকতা (পিডিএফ)। রেজিঃ নং- ৯১/২০১৩-১৪। ঢাকা বিশ্ববিদ্যালয়।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]