জুলফিকার আজিজ
জুলফিকার আজিজ (জন্ম ১৮ অক্টোবর, ১৯৬৩) বাংলাদেশ নৌবাহিনী-এর একজন অবসরপ্রাপ্ত রিয়ার অ্যাডমিরাল। তিনি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ-এর সাবেক চেয়ারম্যান ছিলেন।
জুলফিকার আজিজ | |
---|---|
জন্ম | পাবনা, পূর্ব পাকিস্তান, পাকিস্তান | ১৮ অক্টোবর ১৯৬৩
আনুগত্য | বাংলাদেশ |
সেবা/ | বাংলাদেশ নৌবাহিনী |
কার্যকাল | ১৯৮৪ – ২০২১ |
পদমর্যাদা | রিয়ার এডমিরাল |
নেতৃত্বসমূহ |
|
মাতৃশিক্ষায়তন | নটর ডেম কলেজ, ঢাকা বাংলাদেশ নেভাল একাডেমি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় |
প্রাথমিক জীবন ও শিক্ষা
সম্পাদনাজুলফিকার আজিজ পাবনা জেলার একটি বাঙালি মুসলিম পরিবারে ১৮ অক্টোবর ১৯৬৩ সালে জন্মগ্রহণ করেন। তিনি নটর ডেম কলেজের প্রাক্তন শিক্ষার্থী। ১৯৮৯ সালে তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক সম্পন্ন করেন।[১]
পেশাগত জীবন
সম্পাদনাতিনি ১৯৮৪ সালের জানুয়ারিতে অফিসার ক্যাডেট হিসেবে বাংলাদেশ নৌবাহিনীতে যোগদান করেন। ১৯৯২ সালে তিনি ভারতে থেকে মেরিন ইঞ্জিনিয়ারিংয়ে বিশেষায়িত ডিগ্রি অর্জন করেন।
সেপ্টেম্বর ২০১২ সালে, আজিজকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (ইঞ্জিনিয়ারিং) হিসেবে নিয়োগ দেওয়া হয়।[২] জানুয়ারি ২০১৮ সালে, তাকে চেয়ারম্যান পদে উন্নীত করা হয় এবং তিনি রিয়ার এডমিরাল আবুল কালাম আজাদ-এর স্থলাভিষিক্ত হন। নভেম্বরে ২০১৮ সালে, আজিজকে কমোডোর থেকে রিয়ার এডমিরাল পদে পদোন্নতি দেওয়া হয়।[৩][৪] ২০২০ সালের ১২ এপ্রিল, রিয়ার এডমিরাল আবুল কালাম আজাদ তাকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে প্রতিস্থাপন করেন।[৫] তিনি ২০২০ সালের ১৬ এপ্রিল থেকে ২০২১ সালের ৯ নভেম্বর পর্যন্ত কমোডোর সুপারিনটেনডেন্ট ডকইয়ার্ড হিসেবে দায়িত্ব পালন করেন।[৬]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ দায়িত্ব নিলেন চট্টগ্রাম বন্দরের নতুন চেয়ারম্যান। Bangladesh Pratidin। জানুয়ারি ৩১, ২০১৮। সংগ্রহের তারিখ জুন ৪, ২০২৪।
- ↑ চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নতুন সদস্য ক্যাপ্টেন জুলফিকার। banglanews24.com। সেপ্টেম্বর ৬, ২০১২। সংগ্রহের তারিখ জুন ৪, ২০২৪।
- ↑ Alam, Zafar, সম্পাদক (জানুয়ারি ২০১৯)। "CPA chairman Zulfiqur Aziz promoted as Rear Admiral"। CPA News। খণ্ড 3 নং 4। Chittagong। পৃষ্ঠা 22। আইএসএসএন 2617-6122।
- ↑ রিয়ার এডমিরাল হলেন চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান জুলফিকার আজিজ। Daily Naya Diganta। নভেম্বর ১১, ২০১৮। সংগ্রহের তারিখ জুন ৪, ২০২৪।
- ↑ "Chairman"। Chittagong Port Authority। সংগ্রহের তারিখ জুন ৪, ২০২৪।
- ↑ "List of Previous CSD"। Commodore Superintendent Dockyard। সংগ্রহের তারিখ জুন ৪, ২০২৪।