জুয়েল মোর্শেদ
গোলাম মোর্শেদ জুয়েল, জুয়েল মোর্শেদ নামে পরিচিত। তিনি বাংলাদেশী অডিও প্রকৌশলী, সুরকার ও সংগীত শিল্পী। তিনি বাংলাদেশের অডিও প্রযুক্তির দক্ষ প্রকৌশলী হিসেবে পরিচিত.[১]
জুয়েল মোর্শেদ | |
---|---|
পেশা | অডিও প্রকৌশলী, সুরকার, শিল্পী |
ওয়েবসাইট | www.zooelmorshed.com |
কর্মজীবন
সম্পাদনাজুয়েল তার সংগীত যাত্রা শুরু ২০০০ সাল থেকে অডিও ইঞ্জিনিয়ার এবং বাংলাদেশ সঙ্গীত শিল্পে অ্যালবাম প্রযোজক হিসাবে। তিনি ২০১০ সালে তার প্রথম একক অ্যালবাম "একলা প্রথম" এবং ১১ জানুয়ারি ২০১৩ পশ্চিমবঙ্গে (ভারত) প্রকাশ করেছিলেন। তিনি বিখ্যাত ভারতীয় বাঙালি গায়ক সোমলতা, সোমচাঁদা ও মধুবন্তী বাগচী সহ দেশীয় গায়কদের সাথেও কাজ করেছেন। সংগীত এবং অন্যান্য কাজের পাশাপাশি, জুয়েল ক্লায়েন্ট সার্ভিস ডিরেক্টর এবং বহু বাংলাদেশী ইউটিউব চ্যানেল বিকাশক হিসাবে কাইনেটিক নেটওয়ার্ক নামে একটি এমসিএন এর সাথে দীর্ঘদিন কাজ করেছেন।
পুরস্কার
সম্পাদনাজুয়েল ৫ম সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস-তে সংগীত অ্যালবাম "অকৃতিম" এর জন্য সেরা সাউন্ড ইঞ্জিনিয়ার পুরস্কার অর্জন করেছে। .[২]
গানসমূহ
সম্পাদনা- বন্ধুত্ব -২০০৮
- পূর্নতা -২০০৯
- একলা প্রথম - ২০১০ এলিটা করিম & দিলশাদ নাহার কনা
- কি উপায় - ২০১৪ দিলশাদ নাহার কনা, সাবরিনা পড়শি, সোমলতা, সোমচাঁদা ও মধুবন্তী বাগচী।
- হয়নি বলা [৩] - ২০২১ জুয়েল মোর্শেদ ও জিসান খান শুভ
প্রযোজনা
সম্পাদনা- অকৃতিম - সজিব -২০০৭
- যেওনা - শশী -২০১০
- পড়শি ২ সাবরিনা পড়শি -২০১২
- পড়শি ৩ সাবরিনা পড়শি
অ্যালবাম মিক্স / মাষ্টার
সম্পাদনা- তাহসান - ক্রিত্যদাস এর নির্বান,আলো,নেই
- মিনার রহমান - সাদা
- নিয়ন আলোয় স্বাগতম,স্বপ্নচূড়া ১
- বন্ধ জানালাঃ শিরোনামহীন
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "New talent in Bangladesh"। MusicKolkata। ২০১৪-০৪-০৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৪-০৫-২৩।
- ↑ "5TH Citycell Channel-I award"। The daily star news। ডিসেম্বর ২৪, ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জানুয়ারি ১৪, ২০১০।
- ↑ "প্রকাশ হলো জুয়েল মোর্শেদ'র 'হয়নি বলা'"। www.dainiksangbadpratidin.com। সংগ্রহের তারিখ ২০২২-১২-২১।