জুন ২০০৭ ছিল সেই বছরের (খ্রিস্টীয় মতের) ৬ষ্ঠ মাস। মাসটি শুক্রবারে শুরু হয় এবং ৩০ দিন পর শনিবারে শেষ হয়।
- গর্ডন ব্রাউন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর পদ গ্রহণ করেন।
- ফ্রান্সের প্রেসিডেন্ট সে দেশের মানুষকে না মারা যাওয়ার জন্য ঘোষণা দিয়েছেন।সে দেশের মানুষের মৃত্যুহার এতই বেশী যে ঘোরস্থানে জায়গা হচ্ছিল না । তাই বাধ্য হয়েই সরকার এমন সিদ্বান্ত নিলেন । প্রথম আল
- বাংলাদেশে এল.ডি.পি সভাপতি ডা: বদ্দরুদ্দোজা চৌধুরী দলের প্রসিডিয়াম ভেঙ্গে দিয়েছেন।
জুন ২১, ২০০৭
|
- স্বেচ্ছা অবসরে যেতে আবেদন করেছেন বিমানের ১৬০০ কর্মকর্তা-কর্মচারী।
- চট্টগ্রামে পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য বাংলাদেশকে ১ কোটি ডলার দিবে ভারত
- আহসানউল্লাহ বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকাল বন্ধ ঘোষণা করা হয়েছে।
- বাগদাদে এতিমখানা থেকে উদ্ধার করা হয়েছে নির্যাতিত ২৪ শিশুকে।
|
জুন ২০, ২০০৭
|
- প্রথম বারের মত প্রবাসী বাংলাদেশীদের ভোটাধিকার দিতে উদ্যোগ নিচ্ছে নির্বাচন কমিশন। এই জন্য নিবন্ধন ডেস্ক খোলা হচ্ছে দূতাবাসগুলোতে।
- গৃহবন্দিত্বে আরও একটি জন্মদিন পালন করলেন ৬৩তে পা দেয়া সুকি।
|
জুন ১৯, ২০০৭
|
- দেশে ফিরিয়ে আনা হয়েছে বঙ্গবন্ধু হত্যা মামলার মৃত্যদন্ড প্রাপ্ত আসামী মেজর (অবঃ) এ. কে. এম মহিউদ্দিনকে। গতকাল থাই এয়ারওয়েজের একটি বিমান তাকে নিয়ে বেলা ১২ টার দিকে ঢাকায় অবতরণ করে। সেখান থেকে তাকে গ্রেপ্তার করে সি. এস. এম আদালতে নিয়ে যাওয়া হয়। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেষ দেয়।
- উচ্চ আদালতে আপীল করার সুযোগ থাকছে মহিউদ্দিনের।
- রাজশাহী বিশ্ববিদ্যালের শিক্ষক ড. তাহের হত্যা মামলায় ড. মহিউদ্দিন ও শিবির নেতা সালেহী সহ আরো ছয় জনকে দায়ী করে তাদের বিরুদ্ধে চার্জশিট দেয়া হয়েছে।
- তিনমাস আগে অপহৃত বি. বি. সির সাংবাদিক অ্যালান জনস্টনকে হত্যার হুমকি দিয়ে ইন্টারনেটে ভিডিও চিত্র প্রকাশ।
- জয়ের দ্বার প্রান্তে পৌছে গেছে ইংল্যান্ড। এন পাওয়ার টেস্ট সিরিজের শেষ টেস্টে জয়ের জন্য তাদের প্রয়োজন ত্রিশ রান। হাতে আছে সাত উইকেট।
|