জুদিয়াক (খুনি)

সিরিয়াল কিলার

জুদিয়াক ছিলেন একজন সিরিয়াল কিলার যিনি ১৯৬০ সালের পর থেকে ১৯৭০ সাল পর্যন্ত উত্তর ক্যালিফোর্নিয়ায় মানুষ খুন করেছেন।[] এখন পর্যন্ত এই খুনির পরিচয় জানা যায়নি। জুদিয়াক ডিসেম্বর ১৯৬৮ ও অক্টোবর ১৯৬৯ সালের মধ্যে বেনিসিয়া, ভ্যালিযু, লেক ব্যারিসা এবং সান ফ্রান্সিসকোতে সক্রিয় ছিলেন। তিনি ১৬ থেকে ২৯ বছর বয়সের মধ্যে চারজন পুরুষ ও তিনজন নারীকে হত্যার জন্য টার্গেট করেছিলেন। প্রত্যেক হত্যার পর খুনি স্থানীয় পুলিশ ও সংবাদসংস্থাকে জানিয়ে একটি চিঠি দিতেন যাতে তিনি তার নাম জুদিয়াক বলে উল্লেখ করেন। এসব চিঠিতে চারটি সাংকেতিক ভাষার শব্দ ছিল যার মধ্যে এখন পর্যন্ত মাত্র একটি সমাধান করা হয়েছে।[][]

জুদিয়াক খুনি
জুদিয়াক খুনির একটি স্কেচ
ব্যক্তির তথ্য
নামেও পরিচিতজুদিয়াক
জন্মঅজানা
মৃত্যুঅজানা
মৃত্যুর কারণঅজানা
দোষপ্রমাণN/A
কারাদণ্ডN/A
হত্যাকাণ্ড
শিকারের সংখ্যা৫ জন হত্যা, ২ জন আহত (সম্ভবত ৩৭ জনকে হত্যা করেছিল।)
দেশযুক্তরাষ্ট্র
রাজ্যক্যালিফোর্নিয়া, (সম্ভবত নেভাডাতেও)
ধরার তারিখN/A
প্রেরিত চিঠিতে জুদিয়াক এই চিহ্নটি ব্যবহার করত

খুনের পর থেকে তদন্ত কর্মকর্তারা অনেককে খুনের অভিযোগে গ্রেফতার করেন কিন্তু তাদের হাতে জোড়ালো কোন প্রমাণ ছিলনা। ২০০৪ সালের এপ্রিলে সানফ্রান্সিসকো পুলিস এই মামলাকে সক্রিয় মামলার তালিকা থেকে বাদ দেয়। যদিও পরবর্তীকালে ২০০৭ সালের মার্চে আবার চালু হয়েছিল কিন্তু কোন উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি।[] ভ্যিালিজু, নাপা কাউন্টি ও সোলানো কাউন্টির প্রশাসন এখনো মামলাটি চালু করে রেখেছে। ক্যালিফোর্নিয়া পুলিস প্রশাসন ১৯৬৯ সাল থেকে জুদিয়াক মামলাটি চালু রেখেছে কিন্তু কেউই তেমন কোন আগ্রগতি অর্জন করতে পারেনি।[]

হত্যাকাণ্ড

সম্পাদনা
নিশ্চিত টার্গেট

যদিও জুদিয়াক তার চিঠিতে ৩৭টি হত্যার কথা দাবি করেছিল কিন্তু তদন্ত কর্মকর্তারা মাত্র ৭ জনের কথা নিশ্চিত হয়েছেন। যাদের মধ্যে ২ জন আহত অবস্থায় উদ্ধার পেয়েছিল। নিচে তালিকা দেওয়া হল,

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Zodiac Killer Biography"। Biography। 
  2. "Zodiac Letters"। Zodiackiller.com। সংগ্রহের তারিখ আগস্ট ৯, ২০১১ 
  3. SFPD News Release, March 2007
  4. "Zodiac: The killer who will not die"। ২৪ আগস্ট ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ জুন ২০১৩ 
  5. California Department of Justice Website

প্রধান উৎস

সম্পাদনা

এফবিআই নথি:

আরো পড়ুন

সম্পাদনা

বহিঃসংযোগ

সম্পাদনা
  • "Zodiac Murder Map" – Google Map plotting definite and possible Zodiac attacks (with details).