ডেম জুডিথ অলিভিয়া জুডি ডেঞ্চ, সিএইচ, ডিবিই, এফআরএসএ (ইংরেজি: Dame Judith Olivia Judi Dench), (জন্মঃ ৯ ডিসেম্বর, ১৯৩৪) চলচ্চিত্র, মঞ্চ এবং টেলিভিশনের জনপ্রিয় ইংরেজ অভিনেত্রী হিসেবে বিশ্বের সর্বত্র পরিচিত ব্যক্তিত্ব।

ডেম জুডি ডেঞ্চ
২০০৭ সালে বাফটা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ডেঞ্চ
জন্ম
জুডিথ অলিভিয়া ডেঞ্চ

(1934-12-09) ৯ ডিসেম্বর ১৯৩৪ (বয়স ৮৯)[]
পেশাঅভিনেত্রী, লেখক[]
কর্মজীবন১৯৫৭ - বর্তমান
দাম্পত্য সঙ্গীমাইকেল উইলিয়ামস (১৯৭১-২০০১; বিধবা)
সন্তানফিনটি উইলিয়ামস
পিতা-মাতারেজিনাল্ড আর্থার ডেঞ্চ
এলিয়ানোরা ওল্যাভ জোন্স

ব্যক্তিগত জীবন

সম্পাদনা

ইংল্যান্ডের নাগরিক ডেঞ্চ ইয়র্ক এলাকার হিউয়ার্থে জন্মগ্রহণ করেন। তার মা এলিয়েনোরা ওল্যাভ (বৈবাহিক-পূর্ব জোন্স) ডাবলিনের অধিবাসী। বাবা ডাক্তার রেজিনাল্ড আর্থার ডেঞ্চ ডাবলিনের ট্রিনিটি কলেজে চিকিৎসাবিজ্ঞানে অধ্যয়নকালীন প্রণয়াসক্ত হন।[] ডেঞ্চ ইয়র্কের মাউন্ট স্কুলে অধ্যয়ন করেন। সেখানে তিনি কোয়েকার হতে চেয়েছিলেন।[][] তার ভাইদের একজন ল্যাংকাশায়ারের টাইলডেসলে এলাকায় জন্মগ্রহণকারী জেফরি ডেঞ্চ অভিনয় কর্মের সাথে জড়িত ছিলেন।[][] এছাড়াও তার উল্লেখযোগ্য আত্মীয়-স্বজনের মধ্যে রয়েছেন ভ্রাতৃ কন্যা এমা ডেঞ্চ। তিনি প্রাচীন রোমের ইতিহাসবেত্তা এবং লন্ডন বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক। বর্তমানে তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে কর্মরত।[]

১৯৭১ সালে ব্রিটিশ অভিনেতা মাইকেল উইলিয়ামসের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন জুডি ডেঞ্চ। ২৪ সেপ্টেম্বর, ১৯৭২ সালে তাদের সংসারে জন্মগ্রহণকারী তারা ক্রেসিডা ফ্রান্সেস উইলিয়ামস নামীয় একমাত্র সন্তান রয়েছে। সে ফিনটি উইলিয়ামস নামে পেশাদারী পর্যায়ে পরিচিত।

ডেঞ্চ এবং তার স্বামী একত্রে অনেকগুলো মঞ্চ অনুষ্ঠান পরিচালনা করেন। তারা ১৯৮১-৮৪ পর্যন্ত এ ফাইন রোমান্স শিরোনামে ব্রিটিশ টেলিভিশনে ধারাবাহিকভাবে অংশগ্রহণ করেন। ২০০১ সালে ৬৫ বছর বয়সে মাইকেল উইলিয়ামস ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান।

সাফল্য গাঁথা

সম্পাদনা

১৯৯৫ সালে জেমস বন্ডের প্রধান কর্মকর্তা এম-এর ভূমিকায় অভিনয় করেন জুডি ডেঞ্চ। ধারাবাহিকভাবে জেমস বন্ডের চলচ্চিত্র আকারে গোল্ডেনআই চলচ্চিত্রে রবার্ট ব্রাউনের স্থলাভিষিক্ত হন তিনি। এরপর থেকে তিনি পরবর্তী ৬টি ছবিতে অংশগ্রহণ করে দর্শকদের কাছ থেকে তুমুল জনপ্রিয়তা লাভ করেন। তন্মধ্যে - ডাই এনাদার ডে (২০০২), ক্যাসিনো রয়েল (২০০৬), কোয়ান্টাম অব সোলেস (২০০৮), স্কাইফল (২০১২) এবং স্পেক্টার (২০১৫) অন্যতম। এর মাধ্যমে তিনি বর্তমানে জেমস বন্ডে কর্মরত সদস্যদের মধ্যে সবচেয়ে বেশীদিন কাজ করছেন।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Entertainment | Hollywood's premier Dame. BBC News (24 February 2002). Retrieved on 13 January 2012.
  2. "'And Furthermore' Description" ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০ ডিসেম্বর ২০১০ তারিখে at WHSmith web site
  3. Staff writers (৬ সেপ্টেম্বর ২০০২)। "The Importance of Dame Judi"BBC News। সংগ্রহের তারিখ ১৬ ফেব্রুয়ারি ২০০৯ 
  4. Michael Billington (১২ সেপ্টেম্বর ২০০৫)। "Please God, not retirement"The Guardian। UK। সংগ্রহের তারিখ ১৬ ফেব্রুয়ারি ২০০৯ 
  5. Michael Billington (২৩ মার্চ ১৯৯৮)। "Judi Dench: Nothing like the Dame"The Guardian। UK। সংগ্রহের তারিখ ১৬ ফেব্রুয়ারি ২০০৯ 
  6. "Emma Dench"Harvard Magazine। মার্চ–এপ্রিল ২০১০। সংগ্রহের তারিখ ১১ সেপ্টেম্বর ২০১০ 

আরও দেখুন

সম্পাদনা

আরও পড়ুন

সম্পাদনা

বহিঃসংযোগ

সম্পাদনা