জুজানা স্তেভুলোভা
জুজানা স্তেভুলোভা হলেন ১৯৮৪ সালে জন্ম নেওয়া একজন স্লোভাকীয় আইনজীবী, প্রভাষক ও মানবাধিকার কর্মী, যিনি দেশটিতে শরণার্থী ও অভিবাসীদের অধিকার নিয়ে কাজ করে থাকেন। ২০১৬ সালে তাকে আন্তর্জাতিক সাহসী নারী পুরস্কার প্রদান করে মার্কিন পররাষ্ট্র দফতর। তিনি স্লোভাকিয়ার ত্রানভা বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে কর্মরত আছেন। তিনি দেশটিতে আগত অভিবাসী ও শরণার্থীদের রাজনৈতিক আশ্রয় প্রদানের জন্য কাজ করে চলেছেন।
জুজানা স্তেভুলোভা | |
---|---|
জন্ম | ১৯৮৪ |
জাতীয়তা | স্লোভাকীয় |
পরিচিতির কারণ | মানবাধিকার কর্মী |
জীবনী
সম্পাদনাজুজানা স্তেভুলোভা ১৯৮৪ সালে মধ্য ইউরোপের রাষ্ট্র স্লোভাকিয়ায় জন্মগ্রহণ করেন। তিনি দেশটির ত্রানভা বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে কর্মরত আছেন। ত্রানভা বিশ্ববিদ্যালয় ১৬৩৫ সালে প্রতিষ্ঠিত হয়েছিল।[১] তিনি স্লোভাকিয়ায় অভিবাসী ও শরণার্থীদের স্বার্থ সংশ্লিষ্ট অন্তর্ভুক্তিমূলক কর্মসূচি প্রণয়নে অবদান রেখেছেন।[২]
স্লোভাকিয়ার এই মানবাধিকার কর্মী দেশটিতে আগত অভিবাসী ও শরণার্থীদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন মামলা লড়েছেন। এসব মামলায় বিজয়ী হবার মাধ্যমে স্লোভাকিয়ায় আগত বহু অভিবাসী ও শরণার্থী দেশটিতে রাজনৈতিক আশ্রয় লাভ করেছিল।[৩] এসব শরণার্থী ও অভিবাসীরা পূর্বে দেশটিতে রাজনৈতিক আশ্রয়ের আবেদন করে প্রত্যাখ্যাত হয়েছিল।
পুরস্কার
সম্পাদনাজুজানা স্তেভুলোভা তার কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ ২০১৬ সালে আন্তর্জাতিক সাহসী নারী পুরস্কার লাভ করেন।[৩][৪] তিনি প্রথম স্লোভাকীয় হিসেবে আন্তর্জাতিক সাহসী নারী পুরস্কার লাভ করেছেন।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ Frijhoff 1996, pp. 80–89
- ↑ Zuzana Stevulova, migrationonline.cz, Retrieved 15 July 2016
- ↑ ক খ Biographies ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৮ জুলাই ২০১৮ তারিখে, State.gov, Retrieved 15 July 2016
- ↑ Zuzana Števulová receives International Women of Courage Award ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৭ আগস্ট ২০১৬ তারিখে, Human Rights League of Slovakia, Retrieved 15 July 2016