জীবনবৃত্তান্ত

কর্মজীবনের সারাংশ

কর্মসংস্থানের আলোচনায় জীবনবৃত্তান্ত বলতে কোনও চাকুরিপ্রার্থী ব্যক্তির পরিচয়, শিক্ষাগত যোগ্যতা, পেশাগত দক্ষতা এবং পূর্ববর্তী কর্ম অভিজ্ঞতার সংক্ষিপ্ত ইতিহাস বা বিবরণ সংবলিত একটি নথিকে বোঝায়, যা সাধারণত চাকুরির আবেদনপত্রের সাথে জমা দিতে হয়।[] এটিতে পেশাগত ও শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি আরো কিছু ব্যক্তিগত তথ্য যেমন নিজের পছন্দ-অপছন্দ, আগ্রহ, শখ, নেতৃত্বদানের ক্ষমতা, ইত্যাদিও যোগ করা হতে পারে।[] এটি চাকরিদাতার কাছে নিজেকে তুলে ধরার উপযুক্ত কৌশল। জীবনবৃত্তান্তকে ইংরেজি পরিভাষায় কারিকুলাম ভিটাই (curriculum vitae) এবং মার্কিন ইংরেজি পরিভাষায় রেজ্যুমে (résumé) বলে।

একজন ব্যক্তির জীবনবৃত্তান্ত

সিভি ও রেজ্যুমের পার্থক্য

সম্পাদনা
জীবনবৃত্তান্ত জীবন বৃত্তান্তের সারসংকলন
সিভি মূলত (Curriculum vitae) একটি ল্যাটিন শব্দ এর ইংরেজি নাম Course of life ; বঙ্গানুবাদ হচ্ছে জীবনবৃত্তান্ত। রেজ্যুমে (resume) হচ্ছে একটি আমেরিকান ইংরেজি শব্দ এবং এর বঙ্গানুবাদে ভাবানুবাদ জীবনবৃত্তান্তের সারসংকলন।[]
জীবন বৃত্তান্ত হচ্ছে জীবনের যাবতীয় সব ধরনের কোর্স ও দক্ষতা, প্রকল্প ও অভিজ্ঞতার এবং আবশ্যিক কিছু ব্যক্তিগত তথ্য সমৃদ্ধ লেখা। জীবনবৃত্তান্তের সারসংকলন হচ্ছে নির্দিষ্ট চাকুরীর বিপরীতে আবশ্যিক তথ্য সংকলন যা সম্পূর্ণ জীবন বৃত্তান্ত (CV) নয়।[]
জীবন বৃত্তান্ত আবেদন পত্র সহ একাধিক পৃষ্ঠার হয় জীবনবৃত্তান্তের সারসংকলন প্রথম পৃষ্ঠার উপরিভাগে আবেদন পত্র এবং নিচের ভাগে জীবন বৃত্তান্তের সারসংকলন যুক্ত করে লিখতে হয় অথবা দুটি পাতার প্রথম পৃষ্ঠায় আবেদন পত্র ও জীবনবৃত্তান্তের সারসংকলন লিখতে হয়।[]

রেজ্যুমে ও সিভির মূল অংশগুলো একই রকমের। রেজ্যুমে মূলত এক বা দুই পৃষ্ঠায় লেখা হয়। অন্যদিকে সিভি লেখায় পৃষ্ঠার সীমাবদ্ধতা নেই এবং স্বাভাবিকভাবেই বিবরণগুলোও হয় তুলনামূলক বিস্তারিত, এমনকি এখানে কয়েকজন সম্মানিত ব্যক্তির নাম-ঠিকানা (রেফারেন্স) উল্লেখ করা হয়ে থাকে। সাধারণত, মধ্যম বা উচ্চস্তরের চাকুরি (ক্যারিয়ার) অথবা ফেলোশীপের জন্য সিভি লেখা হয়।[]

সিভির ফরম্যাট

সম্পাদনা

ক্রোনোলোজিক্যাল সিভি

সম্পাদনা

ক্রোনোলোজি বলতে কালানুক্রম বোঝায়। কেউ একই ফিল্ডে থেকে চাকরি পাল্টাতে চায় তাহলে ক্রোনোলোজিক্যাল সিভি ভালো ফরম্যাট। এ ফরম্যাটে ক্যারিয়ার হিস্টোরি সাজাতে হয় কালানুসারে। অর্থাৎ সাম্প্রতিক চাকরির অবস্থানকে প্রথমে দিয়ে পর পর অন্য চাকরির অভিজ্ঞতা দিতে হবে।[] বিশেষ করে শিক্ষাগত যোগ্যতা।

ফাংশনাল সিভি

সম্পাদনা

ফাংশনাল বলতে প্রায়োগিক বোঝায়। কেউ যদি ক্যারিয়ার ট্র্যাক পরিবর্তন করতে চায় তাহলে ফাংশনাল সিভি ভালো। কারণ এ সিভিতে অর্জন এবং কাজকে হাইলাইট করা হয়। এমনকি দক্ষতা, প্রতিদ্বন্দ্বিতার উপাদান, বিশেষজ্ঞতা বিস্তারিতভাবে দিতে হয়। এধরনের সিভিতে কাজের ধরন এবং প্রতিষ্ঠানের নাম খুব একটা গুরুত্ব পায় না। ফাংশনাল সিভিতে কাজের দক্ষতাকে সবচেয়ে বেশি লাইন আপ করা হয় মনোযোগ আকর্ষণের জন্য।[]

টার্গেটেড সিভি

সম্পাদনা

টার্গেটেড সিভি বা লক্ষের সিভি নির্দিষ্ট কাজের জন্য বিশেষভাবে তুলে ধরতে প্রার্থী আবেদন করে। কোনো ব্যক্তির ক্যারিয়ার জীবনের অর্জন এবং সক্ষমতাকে লক্ষ্য করে এ সিভি। যদি নির্দিষ্ট কোনো চাকরি বা কাজের জন্য সিভি প্রয়োজন হয় তার জন্য খুব ভালো ফরম্যাট এই সিভি।[]

অল্টারনেটিভ সিভি

সম্পাদনা

অল্টারনেটিভ সিভি বা বৈকল্পিক সিভি ক্রিয়েটিভ ফিল্ডে কাজ করতে আগ্রহীদের জন্য। অ্যাড ডিজাইন, মিডিয়া অথবা পাবলিক রিলেশনের মতো ব্যক্তিনির্ভর কাজের জন্য এ সিভি উপযুক্ত।[]

সিভি বাদ পড়ার কারণ

সম্পাদনা
  • টু দি পয়েন্টের অভাব থাকলে।
  • সিভি অতিরিক্ত তথ্য দিয়ে বড় করলে।
  • সফলতার বিষয়কে প্রাধান্য না দিলে।
  • ব্যাকরণজনিত ভুল থাকলে।
  • একটি সিভি সব জায়গায় পাঠানো।
  • সিভির অনির্দিষ্ট লক্ষ্য।
  • প্রয়োজনীয় তথ্য না থাকলে।
  • যোগাযোগ বিষয়ক তথ্য বারবার পরিবর্তন করলে।[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. কীভাবে বানাবেন একটি কার্যকরি সিভি ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১১ আগস্ট ২০১৩ তারিখে,সোশ্যালনিউজবিডি। ঢাকা থেকে প্রকাশের তারিখ: ২৭ জুন,২০১২ খ্রিস্টাব্দ।
  2. ভালো চাকরির জন্য চাই উপযুক্ত সিভি[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ],শাব্বীর আহমদ তামীম, দৈনিক আজাদি। ঢাকা থেকে প্রকাশের তারিখ: ৬ জুন, ২০১২ খ্রিস্টাব্দ।
  3. https://www.britannica.com/story/whats-the-difference-between-a-rsum-and-a-cv
  4. নিজেকে তুলে ধরুন ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৩ জুন ২০১৮ তারিখে,জাবেদ সুলতান, দৈনিক প্রথম আলো। ঢাকা থেকে প্রকাশের তারিখ: ৩০-০১-২০১০
  5. বেছে নিন সিভি ফরম্যাট ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৪ মার্চ ২০১৬ তারিখে,সোহেল রানা, দৈনিক ডেস্টিনি। ঢাকা থেকে প্রকাশের তারিখ: ১২ জানুয়ারি, ২০১৩ খ্রিস্টাব্দ।
  6. সিভি বাদ পড়ার কয়েকটি কারণ ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০১৬-০৩-১৭ তারিখে,শাব্বীর আহমদ তামীম, দৈনিক আজাদি। ঢাকা থেকে প্রকাশের তারিখ: ১৩ জুন, ২০১২ খ্রিস্টাব্দ।

বহিঃসংযোগ

সম্পাদনা